ETV Bharat / bharat

PM Modi on Terrorism: ধ্বংসাত্মক শক্তি বেশিদিন স্থায়ী হয় না, পরোক্ষে আফগানিস্তান নিয়ে কড়া বার্তা মোদির

author img

By

Published : Aug 20, 2021, 3:27 PM IST

Updated : Aug 20, 2021, 4:33 PM IST

ধ্বংসাত্মক শক্তি কিছু সময়ের জন্য কর্তৃত্ব করে, তারা বেশিদিন স্থায়ী হয় না ৷ গুজরাতে গিয়ে সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)৷

Destructive, terror forces can dominate for some time, but their existence not permanent: PM Narendra Modi
ধ্বংসাত্মক শক্তি বেশিদিন স্থায়ী হয় না, সন্ত্রাসবাদকে কড়া বার্তা মোদির

গুজরাত, 20 অগস্ট: ধ্বংসাত্মক ও নাশকতামূলক শক্তি কিছু সময়ের জন্য কর্তৃত্ব করতে পারে, তবে তাদের অস্তিত্ব স্থায়ী হয় না ৷ কাবুলে তালিবানি (Taliban) দখলদারি নিয়ে যখন গোটা বিশ্ব উদ্বেগে, তখনই এ কথা বলে পরোক্ষে সন্ত্রাসবাদীদের কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷

শুক্রবার গুজরাতের সোমনাথ মন্দিরের বেশ কয়েকটি প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "সোমনাথ মন্দির বহুবার ধ্বংস করা হয়েছে, বিগ্রহ বহুবার অপবিত্র করা হয়েছে ৷ এর অস্তিত্ব বিলোপের চেষ্টা করা হয়েছে ৷ তবে প্রত্যেক ধ্বংসাত্মক হামলার পরও স্বমহিমায় রয়েছে এই মন্দির ৷ যেটি আমাদের আত্মবিশ্বাস জোগায় ৷"

আরও পড়ুন: Kabul T-shirt: ছিঃ! বিমান থেকে পড়ে আফগানদের মৃত্যু নিয়ে টি-শার্ট বিক্রি

সন্ত্রাসবাদীদের প্রতি কঠোর বার্তা দিয়ে মোদি বলেন, "যে সব বাহিনী ধ্বংসের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং যারা সন্ত্রাসের আদর্শ নিয়ে সাম্রাজ্য স্থাপন করতে চাইছে, তারা কিছু সময়ের জন্য কর্তৃত্ব করে ৷ তবে তাদের অস্তিত্ব কখনও চিরস্থায়ী হয় না, কারণ তারা কোনওদিন মানবতাকে অবদমিত করে রাখতে পারে না ৷" মোদির কথায়, সোমনাথ মন্দিরকে অতীতে ধ্বংস করা হলেও আজও তা বাস্তবে রয়েছে ৷

আরও পড়ুন: Afghanistan Crisis : বিমানের চাকায় লেগে থাকা দেহাবশেষ 19 বছরের আফগান ফুটবলারের

আফগানিস্তানে তালিবানি শাসন শুরু হওয়ার পর থেকে নানা হিংসাত্মক ঘটনার সাক্ষী থেকেছে বিশ্ব ৷ আফগানদের ঘরে ঘরে ঢুকে তাণ্ডব চালাতে দেখা গিয়েছে তালিবানদের ৷ আতঙ্কে দেশ ছাড়তে মরিয়া সে দেশের নাগরিকরা ৷ আমেরিকার সঙ্গে কূটনীতি চালিয়ে দীর্ঘ কাঠখড় পুড়িয়ে ভারতীয় দূতাবাসের কর্মী-সহ প্রায় 200 জন আধিকারিক ও সাধারণ ভারতীয়কে দেশে ফিরিয়ে এনেছে বায়ুসেনার বিমান ৷

আরও পড়ুন: Narendra Modi : ধর্মীয় পর্যটনে ভারতে বাড়বে কর্মসংস্থান, দাবি মোদির

তবে কান্দহার ও হেরাটে বন্ধ ভারতীয় কনস্যুলেটেও হানা দিয়েছে তালিবান ৷ নানা নথির খোঁজে চিরুনি তল্লাশি চালানো হয়েছে ৷ আফগানিস্তানের সঙ্গে ভারতের আগের মতোই সুসম্পর্ক বজায় রেখে চলা উচিত বলে জানিয়েছে তালিবান ৷ তবে এ ব্যাপারে দিল্লির তরফে এখনও সরাসরি কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি ৷ তবে আজ সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন্দ্রের কঠোর অবস্থানের কথাই বোঝাতে চেয়েছেন বলে মত রাজনৈতিক মহলের ৷ তাই এই সময়ে তাঁর এমন মন্তব্যকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন : Taliban in Afghanistan: কাঁটাতারের উপর দিয়ে সন্তানকে বিমানবন্দরে ছুড়ে দিচ্ছেন মা, সেনার চোখেও জল

এ দিন ভারতে ধর্মীয় পর্যটন (Religious Tourism) আরও বৃদ্ধি করার পক্ষেও সওয়াল করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর দাবি, এর ফলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে ৷ আর ভারতের আগামী প্রজন্ম দেশের ঐতিহ্যের সঙ্গে নিজেদের যুক্ত করতে পারবেন ৷ মোদির কথায়, ‘‘ধর্মীয় পর্যটন নিয়ে আমাদের নতুন সুযোগ খুঁজতে হবে ৷ এই তীর্থস্থানের সঙ্গে স্থানীয় অর্থনীতির গভীর যোগ রয়েছে ৷ এই তীর্থস্থানের পুনরুজ্জীবন হওয়ায় আরও কর্মসংস্থান তৈরি হবে ৷’’

Last Updated :Aug 20, 2021, 4:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.