ETV Bharat / bharat

Gurmeet Ram Rahim : খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড রাম রহিমের

author img

By

Published : Oct 18, 2021, 5:06 PM IST

Updated : Oct 18, 2021, 6:23 PM IST

ডেরা সাচ্চা সৌদার প্রধান রাম রহিমের বিরুদ্ধে তাঁর সংগঠনেরই ম্যানেজার রনজিৎ সিংকে খুনের অভিযোগ ছিল ৷

Gurmeet Ram Rahim
খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড রাম রহিমের

পঞ্চকুলা (হরিয়ানা) 18 অক্টোবর : যাবজ্জীবন কারাদণ্ড হল খুনের মামলায় অভিযুক্ত স্বঘোষিত ধর্মগুরু গুরমিৎ রাম রহিমের ৷ ডেরা সাচ্চা সৌদার প্রধান রাম রহিমের বিরুদ্ধে তাঁর সংগঠনেরই ম্যানেজার রণজিৎ সিংকে খুনের অভিযোগ ছিল৷ এদিন সেই মামলাতেই দোষী সাব্য়স্ত হয়ে এই সাজা পেলেন রাম রহিম ৷ হরিয়ানার পঞ্চকুলার বিশেষ সিবিআই আদালত সোমবার এই রায় দেয় ৷

রাম রহিম ছাড়াও এদিন এই মামলায় আরও চার জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে ৷ পাশাপাশি, রাম রহিমকে এদিন 31 লক্ষ টাকার জরিমানাও করেছে আদালত ৷ সাজাপ্রাপ্ত বাকি চারজনকে 50 হাজার টাকা করে জরিমানা করা হয়েছে ৷ চলতি মাসের 8 তারিখ এই খুনের মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন রাম রহিম ও অন্য চারজন ৷

আরও পড়ুন : Indian Army Weapons : চিনকে জবাব দিতে ভারতীয় সেনার পাচ্ছে বিশেষ অস্ত্র, প্রস্তুতকারক নয়ডার স্টার্ট-আপ

2002 সালে খুন হন রণজিৎ সিং৷ উল্লেখ্য, দুই মহিলাকে ধর্ষণ ও এক সাংবাদিককে খুনের ঘটনার অন্য় মামলায় দোষী সাব্য়স্ত হয়ে 2017 সালের অগস্টে 20 বছরের কারাবাস হয় রাম রহিমের ৷

Last Updated : Oct 18, 2021, 6:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.