ETV Bharat / bharat

Kerala HC over Woman Nudity: অর্ধনগ্ন নারীশরীর কুৎসিত-অশ্লীল-যৌন নয়, যুগান্তকারী পর্যবেক্ষণ আদালতের

author img

By

Published : Jun 6, 2023, 10:05 AM IST

ETV Bharat
Women Nude Body

মহিলার দেহের নগ্ন ছবি মানেই কি তা যৌনতাকে উসকে দেওয়া ? একেবারেই নয় ৷ একটি পর্যবেক্ষণে আদালত জানিয়েছে, পিতৃতান্ত্রিক সমাজে এই রীতি প্রচলিত ৷ তবে আদতে তা নয় ৷ পুরুষের অর্ধনগ্ন ছবি নিয়ে তো এই প্রশ্ন ওঠে না, প্রশ্ন কেরল হাইকোর্টের ৷

তিরুঅনন্তপুরম, 6 জুন: নারী শরীর মানেই তা যৌনতার বার্তা নয় ৷ একজন পুরুষের অর্ধনগ্ন দেহকে স্বাভাবিকভাবে দেখা হয় ৷ তার মধ্যে কোনও যৌনতা থাকে না ৷ একজন মহিলার অর্ধনগ্ন দেহকেও একই দৃষ্টিভঙ্গিতে দেখা উচিত ৷ এই পর্যবেক্ষণ কেরল হাইকোর্টের বিচারপতি কৌসের এডাপ্পাগাথের সিঙ্গল বেঞ্চের ৷ সোমবার আদালত এই মর্মে এক মহিলাকে বেকসুর খালাসির নির্দেশ দেয় ৷

তাঁর অর্ধনগ্ন দেহের উপর তাঁর সন্তানেরা ছবি এঁকেছিল ৷ এই শৈল্পিক অর্ধনগ্ন দেহের একটি ভিডিয়ো তৈরি করেছিলেন ওই মহিলা ৷ এই ভিডিয়োর জন্য় তাঁর বিরুদ্ধে আদালতে বিভিন্ন ধারায় মামলা দায়ের হয় ৷ বিচারপতি কৌসের এডাপ্পাগাথের পর্যবেক্ষণ, পুরুষ শরীরের স্বাধীনতা নিয়ে খুব কমই প্রশ্ন ওঠে ৷ তবে পিতৃতান্ত্রিক পরিকাঠামোয় মহিলার দেহ নিয়ে লাগাতার প্রশ্ন তোলা হয় ৷ একটা হুমকির পরিস্থিতি তৈরি হয় ৷ মহিলাকে নিপীড়ন করা হয় ৷ শরীর ও জীবন নিয়ে মহিলার পছন্দের জন্য তাঁকে একঘরে করা, তাঁর সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা এবং তাঁকে সাজা দেওয়ার রীতি সমাজে প্রচলিত ৷

আদালত জানিয়েছে, মহিলার শরীরের উপরের অংশে তাঁর সন্তানরা ছবি এঁকেছে ৷ এই কাজটিতে ওই মহিলার অনুমতি ছিল ৷ এটা শিল্পের অঙ্গ ৷ একটি শিল্পের প্রজেক্টের অংশ হিসেবে সন্তান তাঁর মায়ের শরীরে ছবি এঁকেছে ৷ এটি কোনও ভাবে যৌনতার সঙ্গে তুলনীয় নয় ৷ আর না তো এটি কোনও যৌন মানসিকতা থেকে করা হয়েছে ৷

আরও পড়ুন: 'যৌন নিগ্রহের শিকার' নাবালিকাকে ভবিষ্যতে বিয়ের শর্তে অভিযুক্তকে জামিন

এই ছবি আঁকার সঙ্গে পর্নোগ্রাফির সম্পর্ক নেই ৷ ভিডিয়োতেও যৌনতার কোনও ইঙ্গিত নেই ৷ মামলাকারীর দাবি, ওই ভিডিয়ো তৈরির নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য আছে ৷ একটি নারী শরীরের ঊর্ধ্বাংশ নগ্ন থাকলে, সেই ছবিকে চিরাচরিত রীতি অনুযায়ী যৌন আখ্য়া দেওয়া যাবে না ৷ একে কুৎসিত, অশ্লীল বা যৌনতার নিরিখে দাগিয়ে দেওয়া যায় না ৷ সেক্ষেত্রে এর পরিপ্রেক্ষিত বিচার করে দেখতে হবে ৷

ওই মহিলা কেরল হাইকোর্টের দ্বারস্থ হন ৷ তিনি আদালতে জানিয়েছিলেন, পুরুষতান্ত্রিক সমাজের ধ্যানধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি ওই ভিডিয়োটি তৈরি করেছেন ৷ নারী শরীর নিয়ে অতিরিক্ত যৌনতার ছুঁতমার্গ প্রচলিত এই সমাজে ৷ এর বিরুদ্ধে বার্তা দেওয়াই এই ভিডিয়োর উদ্দেশ্য ৷ তাঁর বিরুদ্ধে পকসো-সহ বিভিন্ন ধারায় মামলা দায়ের হয়েছিল ৷ এদিন তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ খারিজ করে দেয় আদালত ৷

আরও পড়ুন: মৃতদেহকে ধর্ষণ, কেন্দ্রকে আইন সংশোধন করতে বলল হাইকোর্ট

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.