ETV Bharat / bharat

Opposition leaders march: কৃষি আইন বাতিলের দাবিতে নয়াদিল্লিতে বিক্ষোভ বিরোধীদের

author img

By

Published : Aug 12, 2021, 12:33 PM IST

তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে আজ সংসদের বিজয়া চক থেকে মিছিল করলেন বিরোধী দলের সাংসদরা ৷ মিছিল থেকে প্ল্যাকার্ড হাতে কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয় ৷ মিছিলে উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি সহ অন্যান্য বিরোধী সাংসদরা ৷

Opposition leaders march
তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে নয়াদিল্লিতে বিক্ষোভ বিরোধীদের

নয়াদিল্লি, 12 অগস্ট: কৃষিবিল সংসদে পাস হওয়ার পর থেকেই তা বাতিলের দাবিতে দীর্ঘদিন ধরে সরব হয়েছেন বিরোধীরা ৷ আজ তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে সংসদের বিজয়া চক থেকে মিছিল করলেন বিরোধী দলের সাংসদরা ৷ মিছিল থেকে প্ল্যাকার্ড হাতে কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয় ৷ মিছিলে উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি সহ অন্যান্যরা ৷

সরকারের বিরুদ্ধে একাধিক আক্রমণ করেন বিরোধী সাংসদরা ৷ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি বলেন, " আমাদের সংসদের মধ্যে বলতে দেওয়া হয়নি ৷ তাই আমরা এখানে সংবাদ মাধ্যমের সামনে বলতে এসেছি ৷ এটা গণতন্ত্রের হত্যা ৷ সংসদের 60 শতাংশ অধিবেশন হয়নি ৷ " এজন্য তিনি সরকারের দিকেই আঙুল তুলেছেন ৷ এমনকি রাজ্যসভাতেও বিরোধীদের আঘাত করা হয়েছে বলে উল্লেখ করেন রাহুল গান্ধি ৷

আরও পড়ুন: প্রযুক্তিগত সমস্যা থাকায় কক্ষপথে পৌঁছাল না কৃত্রিম উপগ্রহ

অন্যদিকে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত বলেন, " বর্ষাকালীন অধিবেশনে বিরোধীদের দৃষ্টিভঙ্গিকে তুলে ধরার সুযোগ দেওয়া হয়নি ৷ এমনকি মহিলা সাংসদদের গতকাল যেভাবে আক্রমণ করা হয়েছে তাতে মনে হচ্ছে আমরা পাকিস্তান সীমান্তে দাঁড়িয়ে রয়েছি ৷ " একই অভিযোগ তুলেছেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে ৷ নির্দিষ্ট তারিখের আগে সংসদের অধিবেশন শেষ করে দেওয়ার জন্য বিরোধীরা সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.