ETV Bharat / bharat

দিল্লিতে অক্সিজেন কনসেনট্রেটর ব্য়াঙ্ক তৈরির ঘোষণা কেজরিওয়ালের

author img

By

Published : May 15, 2021, 3:22 PM IST

হোম আইসোলেশনে থাকা করোনা রোগীদের জন্য অক্সিজেন কনসেনট্রেটর ব্য়াঙ্ক তৈরির কথা ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ তিনি জানিয়েছেন, দিল্লির 11 টি জেলার প্রত্য়েকটিতে 200 টি করে অক্সিজেন কনসেনট্রেটর সরবরাহ করা হবে ৷

Delhi's positivity rate dips to 11 pc; 6,500 new COVID-19 cases reported
দিল্লিতে অক্সিজেন কনসেনট্রেটর ব্য়াঙ্ক তৈরির ঘোষণা কেজরিওয়ালের

নয়াদিল্লি, 15 মে : রাজধানীতে দৈনিক কোভিড সংক্রমণের হার নেমে এসেছে 11 শতাংশে ৷ এই পরিস্থিতিতে শেষ 24 ঘণ্টায় দিল্লিতে নতুন করে 6 হাজার 500 জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে ৷ শনিবার একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ পাশাপাশি, এদিনই বাড়িতে আইসোলেশনে থাকা করোনা আক্রান্তদের জন্য অক্সিজেন কনসেনট্রেটর ব্য়াঙ্ক তৈরির কথাও ঘোষণা করেন তিনি ৷

তবে দৈনিক আক্রান্তে কিছুটা রাশ টানা সম্ভব হলেও এখনই করোনার বিরুদ্ধে জারি করা যাবতীয় বিধিনিষেধ তুলে নিতে নারাজ কেজরিওয়াল সরকার ৷ নিরাপত্তার স্বার্থেই মেনে চলতে হবে যাবতীয় নিয়মাবলী ৷

মুখ্যমন্ত্রী কেজরিওয়াল জানিয়েছেন, শুক্রবারের হিসেব অনুসারে দৈনিক সংক্রমণের হার ছিল 12 শতাংশ ৷ শেষ 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছিলেন 8 হাজার 500 জন ৷

শনিবার একটি ভার্চুয়াল সাংবাদিক বৈঠকের মাধ্যমে কেজরিওয়াল জানান, হোম আইসোলেশনে থাকা করোনা আক্রান্তদের প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করতে দিল্লির 11 টি জেলার প্রত্য়েকটিতে 200 টি করে অক্সিজেন কনসেনট্রেটর সরবরাহ করা হবে ৷

করোনার চিকিৎসা হয়ে যাওয়ার পর যেসমস্ত রোগীরা ইতিমধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছেন, তাঁদেরও যদি মেডিক্য়াল অক্সিজেনের প্রয়োজন হয়, তাহলে তাঁদেরও অক্সিজেন কনসেনট্রেটরের সাহায্যে অক্সিজেন সরবরাহ করা হবে ৷

আরও পড়ুন : পিএম কেয়ার্সের টাকায় কোভিড পরিকাঠামো তৈরির দাবিতে সুপ্রিম কোর্টে মামলা

এর পাশাপাশি, এদিন চিকিৎসক ও ইঞ্জিনিয়রদেরও ভূয়সী প্রশংসা করেন কেজরিওয়াল ৷ তিনি বলেন, যেভাবে গত 15 দিনে এক হাজার শয্যার আইসিইউ পরিকাঠামো গড়ে তোলা হয়েছে, তা গোটা বিশ্বের সামনে একটা নজির ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.