ETV Bharat / bharat

দিল্লিতে 6 দিনের লকডাউন: কোনটা খোলা, কোনটা বন্ধ ?

author img

By

Published : Apr 19, 2021, 3:23 PM IST

কোভিড রুখতে দিল্লিতে 6 দিনের লকডাউন আজ শুরু হচ্ছে ৷ কী কী খোলা থাকছে, আর কী কী বন্ধ থাকছে, তা একনজরে চোখ বুলিয়ে নিন ৷

Delhi's 6-Day Lockdown: See What's Allowed and what not
দিল্লিতে 6 দিনের লকডাউন: কোনটা খোলা, কোনটা বন্ধ ?

নয়াদিল্লি, 19 এপ্রিল: কোভিড মোকাবিলায় আজ রাত থেকে আগামী সোমবার ভোর 5টা পর্যন্ত দিল্লিতে লকডাউন ঘোষণা করা হয়েছে ৷ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এ কথা ঘোষণা করেছেন ৷ লকডাউনের সময় মানুষের সম্পূর্ণ যত্ন সরকার নেবে বলে আশ্বাস দিয়েছেন তিনি ৷

লকডাউনের সময় রাজধানীতে কী কী খোলা থাকছে আর কী কী বন্ধ থাকছে, তা একনজরে দেখে নেওয়া যাক...

* ধর্মীয় স্থানকে খোলার অনুমতি দেওয়া হতে পারে, তবে সেখানে কারও প্রবেশে অনুমতি নেই

* সব বেসরকারি অফিস ওয়ার্ক ফ্রম হোম কাজ করবে

* সরকারি অফিস ও পৌরসভা বন্ধ থাকবে ৷ শুধু স্বাস্থ্যের মতো নিত্য প্রয়োজনীয় জরুরি পরিষেবা চালু থাকবে

* বিয়েতে 50 জন ও শেষকৃত্যে 20 জন উপস্থিত থাকতে পারবে

* সব শপিং মল, সিনেমা হল, স্যুইমিং পুল, রেস্তোরাঁ, স্যালোঁ, জিম ও স্পা বন্ধ থাকবে

* যে কোনও রকমের সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক, বিনোদন ও খেলার জমায়েত নিষিদ্ধ

* কোনও জাতীয় ক্রীড়া ইভেন্ট স্টেডিয়ামে হতে পারে, তবে কোনও দর্শকের অনুমতি থাকবে না

Delhi's 6-Day Lockdown: See What's Allowed and what not
লকডাউনের নির্দেশিকা

যে গতিবিধিতে যাঁদের ছাড় দেওয়া হয়েছে

* ডাক্তার, স্বাস্থ্যকর্মী, নিত্যপ্রয়োজনীয় কর্মী, আধিকারিক, সাংবাদিক, বিচারপতি, সরকারি কর্মচারি ও কূটনীতিকের কাছে বৈধ প্রমাণ থাকলে তাঁদের নিষেধাজ্ঞা থেকে ছাড়

* পরীক্ষার্থীরা বৈধ কার্ড দেখালে ছাড় দেওয়া হবে

* যাঁরা কোভিড 19 ও টিকাকরণে যাচ্ছেন, তাঁরা বৈধ কার্ড দেখালে ছাড়

* বৈধ টিকিট দেখিয়ে বিমানবন্দর, রেল স্টেশন ও বাস স্টেশনে যাতায়াতে অনুমতি মিলবে

* অন্তঃসত্ত্বা ও রোগীরা বৈধ কার্ড দেখিয়ে স্বাস্থ্য পরিষেবা নিতে যেতে পারবেন

আরও পড়ুন: 'স্বামীকে চুমু দেব, আটকাবেন?' মাস্ক না-পরে পুলিশের সঙ্গে দুর্ব্যবহার দম্পতির

বাণিজ্যিক ও বেসরকারি ক্ষেত্রে যাঁদের পরিষেবায় অনুমতি

* খাবার, মুদি, ফল ও সবজির দোকান, দুধের বুথ, মাংস, মাছ, পশুখাদ্য, ফার্মাসিউটিক্যাল, চোখের ডাক্তার, ওষুধের দোকান, মেডিক্যাল সরঞ্জামের দোকান, সংবাদপত্রের সরবরাহ পরিষেবা চালু থাকবে

* ব্যাঙ্ক, বিমা অফিস ও এটিএম খোলা থাকবে

* হোম ডেলিভারি, রেস্তোরাঁর টেকঅ্যাওয়ে খোলা থাকবে

* খাবার, ওষুধ, মেডিক্যাল সরঞ্জামের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিস ই-কর্মার্সের মাধ্যমে ডেলিভারিতে অনুমোদন

* টেলিকমিউনিকেশন, ইন্টারনেট পরিষেবা, কেবল পরিষেবা ও তথ্য-প্রযুক্তি পরিষেবা খোলা থাকবে

* পেট্রল পাম্প, এলপিজি, সিএনজি, পেট্রোলিয়াম, গ্যাসের রিটেইল খোলা থাকবে

* জল সরবরাহ, শক্তি ক্ষেত্র, হিমঘর, ওয়্যারহাউস পরিষেবা খোলা থাকবে

* ব্যক্তিগত নিরাপত্তা পরিষেবা খোলা

* নিত্য প্রয়োজনীয় জিনিসের উত্পাদন খোলা থাকবে

Delhi's 6-Day Lockdown: See What's Allowed and what not
লকডাউনের নির্দেশিকা

পরিবহণ পরিষেবা

* 50 শতাংশ যাত্রী নিয়ে বাস ও মেট্রো পরিষেবা চালু থাকবে

* দু জন যাত্রী নিয়ে অটো ও ক্যাব চলবে

* নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দিল্লির মধ্যে ও বাইরের রাজ্য থেকে যাতায়াত খোলা থাকবে ৷ এ জন্য কোনও পৃথক অনুমতি বা ই-পাসের প্রয়োজন নেই

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.