ETV Bharat / bharat

Ghaziabad Gang Rape: গাজিয়াবাদে ফিরল নির্ভয়ার স্মৃতি ! সম্পত্তি বিবাদের জেরে 'গণধর্ষিতা' দিল্লির মহিলা

author img

By

Published : Oct 19, 2022, 5:13 PM IST

সম্পত্তি নিয়ে বিবাদের জেরে মহিলাকে গণধর্ষণের (Gang Rape) অভিযোগ পরিচিত পাঁচজনের বিরুদ্ধে ! গাজিয়াবাদের (Ghaziabad) ঘটনায় গ্রেফতার চার ৷

Delhi woman allegedly Gang Raped over property dispute in Ghaziabad
Ghaziabad Gang Rape: সম্পত্তি বিবাদের জেরে গণধর্ষণ ! অভিযুক্ত পাঁচজনের মধ্যে গ্রেফতার চার

নয়াদিল্লি ও গাজিয়াবাদ, 19 অক্টোবর: সম্পত্তি নিয়ে বিবাদের জেরে এক মহিলাকে গণধর্ষণের (Gang Rape) অভিযোগ উঠল তাঁরই পরিচিত পাঁচজনের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে গাজিয়াবাদে (Ghaziabad) ৷ বুধবার সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একথা জানানো হয় ৷ ঘটনায় অভিযুক্ত পাঁচজনের মধ্যে চারজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ৷ অভিযোগকারী মহিলাকে ভর্তি করা হয়েছে গুরু তেজবাহাদুর হাসপাতালে ৷ ওই মহিলার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ তাঁর শরীরে অভ্যন্তরীণ কোনও আঘাত নেই বলেও জানিয়েছেন চিকিৎসকরা ৷ তবে, ওই মহিলার উপর যে যৌন নির্যাতন চালানো হয়েছিল, তার প্রমাণ মিলেছে ৷ তাঁর শরীরে একটি বাইরের জিনিসেরও (Foreign Object) খোঁজ মিলেছে ৷

এদিন সকালে দিল্লি মহিলা কমিশনের পক্ষ থেকে গাজিয়াবাদ পুলিশকে একটি নোটিশ পাঠানো হয় ৷ সূত্রের দাবি, ওই নোটিশে সংশ্লিষ্ট গণধর্ষণের অভিযোগ নিয়ে কোনও বক্তব্য বা পর্যবেক্ষণ ছিল ৷ কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল বলেন, এই ঘটনা ফের একবার দিল্লির নির্ভয়া কাণ্ডের (Nirbhaya Case) কথা মনে করিয়ে দিল ৷ দিল্লি মহিলা কমিশনের দাবি, গাজিয়াবাদের ঘটনায় আক্রান্ত মহিলাকে বিধ্বস্ত অবস্থায় উদ্ধার করা হয় ৷ সেই সময় তাঁর শরীর শুধুমাত্র পাটের তৈরি ব্যাগ দিয়ে মোড়া ছিল ! তাঁর হাত ও পা বাঁধা ছিল এবং তাঁর গোপন অঙ্গে ঢোকানো ছিল লোহার রড ! ওই মহিলা দিল্লির বাসিন্দা বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: টিউশন থেকে ফেরার পথে লখনউয়ে তরুণীকে গণধর্ষণের অভিযোগ !

অন্যদিকে, গাজিয়াবাদের পুলিশ সুপার (সিটি-1) নিপুন আগরওয়াল জানিয়েছেন, 18 অক্টোবর ভোর সাড়ে তিনটে নাগাদ পুলিশের জরুরি নম্বরে (112) একটি 'কল' আসে ৷ ফোনটি করা হয় স্থানীয় নন্দগ্রাম থানায় ৷ বলা হয়, এক মহিলা আশ্রম রোডে পড়ে রয়েছেন ৷ এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং মহিলাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় ৷ কিন্তু, মহিলা পুলিশকে অনুরোধ করেন, তাঁকে যেন দিল্লি কোনও হাসপাতালে ভর্তি করা হয় ৷ তার জেরেই মহিলাকে গুরু তেজবাহাদুর হাসপাতালে ভর্তি করে পুলিশ ৷

মহিলা তাঁর বয়ানে জানিয়েছেন, ঘটনার একদিন আগে ভাইয়ের জন্মদিন পালন করতে তিনি গুরুগ্রামে গিয়েছিলেন ৷ এরপর তাঁর ভাই তাঁকে বাড়িতে পৌঁছে দিয়ে যান ৷ সেখান থেকেই কয়েকজন পরিচিত ব্যক্তি আবার তাঁকে ডেকে নিয়ে যান ৷ তবে, মহিলার কথায় কিছু অসঙ্গতিও ধরা পড়েছে ৷ যেমন প্রথমে তিনি বলেন, দু'জন ব্যক্তি তাঁকে ধর্ষণ করেছেন ৷ পরে বলেন, অভিযুক্তরা সংখ্য়ায় পাঁচজন ছিলেন ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.