ETV Bharat / bharat

PM Modi in Delhi University: কালো পোশাক নয়, প্রধানমন্ত্রীর ভাষণ শোনা বাধ্যতামূলক; জানাল দিল্লি বিশ্ববিদ্যালয়

author img

By

Published : Jun 30, 2023, 11:01 AM IST

Updated : Jun 30, 2023, 11:47 AM IST

দিল্লি বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের আজ শেষ দিন ৷ শুক্রবার সকাল 11টা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বক্তৃতা দেবেন ৷ তা সরাসরি সম্প্রচার করা হবে ৷ পড়ুয়াদের জন্য প্রধানমন্ত্রীর ভাষণ শোনা বাধ্যতামূলক করল দিল্লি বিশ্ববিদ্যালয় ৷

ETV Bharat
দিল্লি বিশ্ববিদ্যালয়

নয়াদিল্লি, 30 জুন: কালো পোশাক পরা যাবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বক্তৃতা শোনার সময় ৷ দিল্লি বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তিতে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন ৷ তার সরাসরি সম্প্রচার হবে কলেজগুলিতে ৷ এই ভাষণ শোনার জন্য হাজির থাকতে হবে পড়ুয়াদের এবং তা বাধ্যতামূলক ৷ তাই সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে সব কলেজগুলিতে কোনও ক্লাস হবে না ৷ আর প্রধানমন্ত্রীর বক্তৃতা শুনতে এলে কী কী করতে হবে, সেই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছে বিশ্ববিদ্যালয় ৷

প্রধানমন্ত্রীও দিল্লি বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়া নিয়ে টুইট করেছেন ৷ দিল্লি বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের আজ শেষ দিন ৷ শুক্রবার সকাল 11টায় এই অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ একটি সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, হিন্দু কলেজ, ডঃ ভীমরাও আম্বেদরাও কলেজ এবং জাকির হুসেন দিল্লি কলেজ তাদের পড়ুয়া ও অধ্যাপকদের জন্য এই বক্তৃতা শোনা আবশ্যিক বলে নির্দেশিকা দিয়েছে ৷

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ে রাহুল গান্ধির চলে আসা বেআইনি, জানাল দিল্লি ইউনিভার্সিটি

বুধবারই একটি নোটিশে হিন্দু কলেজের টিচার-ইন-চার্জ মিনু শ্রীবস্তব সাতটি নিয়ম মানার কথা জানিয়েছেন ৷ প্রধানমন্ত্রীর বক্তৃতার সরাসরি সম্প্রচার শুনলে পড়ুয়াকে 5দিনের হাজিরা দেওয়া হবে ৷ এই অনুষ্ঠানে উপস্থিত থাকা বাধ্যতামূলক ৷ কোনও ভাবে পড়ুয়ারা যাতে যানজটে না-পড়েন তার জন্য তাঁদের সকাল 8.50-9টার মধ্যে কলেজ ক্যাম্পাসে চলে আসতে বলা হয়েছে ৷ প্রত্যেককে তাঁর আই-কার্ড সঙ্গে রাখতে হবে ৷ এই বক্তৃতা শোনার জন্য 5দিনের উপস্থিতি জমা পড়বে কলেজের সংশ্লিষ্ট বিভাগে ৷

হিন্দু কলেজের অধ্যক্ষ অঞ্জু শ্রীবাস্তব অবশ্য জানান, কলেজ কর্তৃপক্ষ এমন কোনও নোটিশ জারি করেনি ৷ তিনি বলেন, "কলেজের পক্ষ থেকে এই ধরনের নোটিশ জারি করা হয়নি ৷ আমার কোনও ধারণা নেই ৷" তবে তিনি আরও জানান, এই বক্তৃতা শোনার আর্জি জানিয়ে তিনি পড়ুয়া এবং অধ্যাপকদের মেল করেছেন ৷ হাজিরা বাধ্যতামূলক, এমনটা জানাননি ৷

  • Looking forward to joining the University of Delhi's centenary celebrations at 11 AM tomorrow, 30th June. As a premier centre of learning, DU has been nurturing talent and fostering intellectual growth for a century. Congratulations to the DU fraternity on this milestone. https://t.co/tFUFBDq7ca

    — Narendra Modi (@narendramodi) June 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: দিল্লি বিশ্ববিদ্যালয়ে ‘মোদি কোয়েশ্চেন’ স্ক্রিনিংয়ের ঘটনায় সাসপেন্ড এনএসইউআই নেতা

ডঃ ভীমরাও আম্বেদকর কলেজ কর্তৃপক্ষ একটি নোটিশে জানিয়েছে, সব পড়ুয়া, অধ্যাপক, এমনকী অ-শিক্ষক কর্মীচারীদেরও এই অনুষ্ঠানে উপস্থিত থাকতেই হবে ৷ এ নিয়ে বিস্তারিত রিপোর্ট জমা পড়বে বিশ্ববিদ্যালয়ে ৷ জাকির হুসেন দিল্লি কলেজ একটি বিবৃতিতে বলেছে, দিল্লি বিশ্ববিদ্যালয়ের নির্দেশ অনুযায়ী কলেজের সব কর্মীদের কলজে লাইব্রেরিতে উপস্থিত থাকতে হবে ৷ সেখানে শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের শেষ দিনের অনুষ্ঠান সম্প্রচার হবে ৷ অন্য বহু কলেজ অবশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্কৃতা শোনা বাধ্যতামূলকের প্রসঙ্গ এড়িয়ে গিয়েছে ৷ কলেজগুলির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা পড়ুয়া, অধ্যাপক, অশিক্ষক কর্মীদের অনুরোধ জানিয়েছে ৷

Last Updated : Jun 30, 2023, 11:47 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.