ETV Bharat / bharat

দিল্লিতে একদিনে আক্রান্ত 3 হাজার 594, মৃত্য়ু 14 জনের

author img

By

Published : Apr 3, 2021, 8:11 PM IST

ফের বাড়ছে করোনার দাপট ৷ রাজধানী দিল্লিতে শুক্রবার নতুন করে 3 হাজার 594 জন কোভিড আক্রান্তের খোঁজ মিলেছে ৷ দৈনিক সংক্রমণের নিরিখে চলতি বছর এখনও পর্যন্ত যা সর্বাধিক ৷

Delhi records 3,594 fresh COVID-19 cases; 14 deaths
দিল্লিতে একদিনে আক্রান্ত 3 হাজার 594, মৃত্য়ু 14 জনের

নয়াদিল্লি, 3 এপ্রিল : ফের করোনার দাপটে কাবু দেশের রাজধানী ৷ শুক্রবার দিল্লিতে নতুন করে 3 হাজার 594 জন কোভিড আক্রান্তের খোঁজ মিলেছে ৷ দৈনিক সংক্রমণের নিরিখে চলতি বছর এখনও পর্যন্ত যা সর্বাধিক ৷ এই 24 ঘণ্টাতেই রাজধানীতে মৃত্য়ু হয়েছে 14 জন করোনা রোগীর ৷ যার ফলে দিল্লিতে এখনও পর্যন্ত কোভিড আক্রান্তদের মৃত্য়ুর সংখ্যা বেড়ে হল 11 হাজার 50 ৷

তথ্য় বলছে, গত কয়েক সপ্তাহে লাগাতার বাড়ছে নতুন আক্রান্তের হার ৷ বৃহস্পতিবার যেখানে নতুন রোগীর সংখ্যা বৃদ্ধির হার ছিল 3.57 শতাংশ, শুক্রবার সেটাই বেড়ে হয় 4.11 শতাংশ ৷

দিল্লি সরকারের হিসাবে অনুযায়ী, গত বছরের 3 ডিসেম্বর একদিনে করোনায় আক্রান্ত হয়েছিল 3 হাজার 734 জন ৷ পরদিন, অর্থাৎ 4 ডিসেম্বর সংখ্যাটা ছিল 4 হাজার 67 ৷

এখনও পর্যন্ত রাজধানী দিল্লিতে কোভিড-19 ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট 6 লাখ 68 হাজার 814 জন ৷ যাঁদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন 6 লাখ 45 হাজারেরও বেশি মানুষ ৷

আরও পড়ুন : করোনার হানা দিল্লি ক্যাপিটালস শিবিরে, কোভিড পজ়িটিভ অক্ষর প্যাটেল

এদিকে, গত 24 ঘণ্টায় গোটা দেশে নতুন করোনা রোগীর সংখ্য়া 89 হাজার 129 ৷ 2020 সালের সেপ্টেম্বর মাসের পর যা সর্বাধিক দৈনিক সংক্রমণ ৷ ফলে এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 1 কোটি 23 লাখ 92 হাজার 260 ৷ শেষ 24 ঘণ্টায় প্রাণ গিয়েছে 714 জন করোনা রোগীর ৷ যার জেরে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1 লাখ 64 হাজার 110 ৷

গত তিন সপ্তাহে নতুন করে দাপট দেখাতে শুরু করেছে কোভিড ভাইরাস ৷ সবথেকে শোচনীয় পরিস্থিতি তৈরি হয়েছে মহারাষ্ট্র, পঞ্জাব, কর্ণাটক, কেরল, ছত্তিশগড়, গুজরাত, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, দিল্লি এবং হরিয়ানায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.