ETV Bharat / bharat

Angelo Mathews Timed Out: ম্যাথিউজের 'টাইমড আউট' নিয়ে কলকাতার পর দিল্লি পুলিশের টুইট

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 8, 2023, 12:35 PM IST

ম্যাথিউজের টাইমড-আউট নিয়ে দিল্লি পুলিশের টুইট
Angelo Mathews Timed Out

Angelo Mathews Timed Out: বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। অ্যাঞ্জেলো ম্যাথিউজের আউট নিয়ে চলছে জোর চর্চা। কলকাতা পুলিশের পর এবার দিল্লি পুলিশও ম্যাথিউজের 'টাইমড আউট নিয়ে সোশাল মিডিয়ায় সচেতনার বার্তা দিল ৷ আসলে যত কাণ্ড সেই ম্যাথিউজের 'হেলমেট'কে ঘিরেই !

নয়াদিল্লি, 8 নভেম্বর: আন্তর্জাতিক ক্রিকেটের 146 বছরে প্রথমবার গত পরশু অরুণ জেটলি স্টেডিয়ামে যা ঘটেছে ৷ ক্রিকেটে 'টাইমড আউটে'র সাক্ষী হয়েছে গোটা বিশ্ব। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথমবার এমন অদ্ভূত আউটের শিকার হয়েছেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউজ। যা নিয়ে এখন দু'ভাগে বিভক্ত ক্রিকেটবিশ্ব। কেউ এমন আউটের পক্ষে তো কেউ বিপক্ষে। এর মাঝে ম্যাথিউজের 'টাইমড আউট' নিয়ে 'হেলমেট'কে কেন্দ্র করে টুইট করল দিল্লি পুলিশ ৷ অবশ্য তার আগে ম্যাথিউজের 'টাইমড আউটে'র পর কলকাতা পুলিশও 'হেলমেট'কে নিয়ে এক্স (টুইট) করে ৷

কী লেখা আছে দিল্লি পুলিশের এক্সে (টুইট):

দিল্লি পুলিশের তরফে পোস্ট করা হয়েছে অ্যাঞ্জেলো ম্যাথিউজ এক ছবি ৷ তাতে দুই হেলমেট হাতে দাঁড়িয়ে রয়েছেন ব্যাটার ৷ ছবির ওপরে বড় করে লেখা, "একটি ভালো হেলমেট আপনাকে টাইমড আউট থেকে রক্ষা করতে পারে।" এরসঙ্গে ছবির ক্যাপশানে লেখা হয়েছে, "দিল্লিবাসী! আমরা আশা করি এখন 'হেলমেট'-এর গুরুত্ব বুঝতে পেরেছেন। একটি ভাল হেলমেট আপনাকে সময় শেষ হওয়া থেকে রক্ষা করতে পারে।" দিল্লি পুলিশ ম্যাথিউজের আউটকে সামনে রেখে ট্রাফিক সচেতনতার কথা তুলে ধরেছে ৷ হেলমেটকে হাতিয়ার করে আমজনতাকে সচেতনতার বার্তা দিতে চেয়েছে দিল্লি পুলিশ।

কলকাতা পুলিশের এক্সে (টুইট) কী লেখা আছে?

শাকিব ও ম্যাথিউজের দু'টি ছবি কোলাজ করে তার নীচে কলকাতা পুলিশের লোগো দিয়ে রয়েছে 100 ডায়াল লেখা ৷ ওপরে লেখা রয়েছে, "উইকেট পড়তে পারে নিয়মের খেয়ালে। টাইমড আউট হয় না 100 ডায়ালে।" অর্থাৎ যে কোনও সময়ই সমস্যায় পড়লেই 100 ডায়াল করে সাহায্য চাওয়া যেতে পারে বলেই বার্তা দিয়েছে কলকাতা পুলিশ। অর্থাৎ 100 ডায়ালে প্রচারের জন্য কলকাতা পুলিশের পক্ষ থেকে এই পোস্টটি করা হয়েছে।

ঠিক কী হয়েছিল চলতি বিশ্বকাপের 38তম ম্যাচে:

শ্রীলঙ্কার ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউজ যে হেলমেট পরে খেলতে নেমেছিলেন সেই হেলমেট ঠিকঠাক ছিল না। হেলমেটের স্ট্র্যাপে কিছু একটা সমস্যা ছিল। ছিঁড়েই গিয়েছিল সেই স্ট্র্যাপ। ড্রেসিংরুমের দিকে কিছু একটা বলতে দেখা যায় ম্যাথিউজকে। তাঁর জন্য অন্য একটি হেলমেটও আনা হয়। সেই হেলমেট আনতে অনেকটা সময় অতিবাহিত। বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান আম্পায়ারের কাছে ম্যাথিউজের 'টাইমড আউটে'র আবেদন করেন। নিয়ম অনুসারে, কোনও ব্যাটার আউট হওয়ার 2 মিনিটের মধ্যে পরবর্তী ব্যাটারকে স্টান্স নিতে হয় ৷ তা না-হলে সেই ব্যাটার টাইমড আউট হয়ে যান ৷ এই নিয়মেই ম্যাথিউজকে আউট দেন আম্পায়ার।

আরও পড়ুন: 'শাকিব ও বাংলাদেশের কাছে এটা লজ্জার', ছবি দিয়ে 'প্রমাণ' করলেন ম্যাথিউজ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.