ETV Bharat / bharat

Delhi Police Constable Shot Himself: সার্ভিস রিভলবার দিয়ে নিজেকেই গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে দিল্লি পুলিশের কনস্টেবল

author img

By

Published : Feb 24, 2023, 12:42 PM IST

Delhi Police
Delhi Police

দিল্লি পুলিশের এক কনস্টেবল সার্ভিস রিভলবার দিয়ে নিজেকে গুলি করেছেন বলে অভিযোগ (Delhi Police Constable Shot Himself) । আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দিল্লি জিটিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ ওই কনস্টেবল পদ্মশ্রী জিতেন্দ্র সিং শান্টির ছেলে জ্যোত সিংয়ের নিরাপত্তায় নিযুক্ত ছিলেন ।

নয়াদিল্লি, 24 ফেব্রুয়ারি: পদ্মশ্রী জিতেন্দ্র সিং শান্টির (Padma Shri Jitendra Singh Shunty) ছেলের নিরাপত্তায় নিয়োজিত দিল্লি পুলিশের (Delhi Police) এক কনস্টেবল নিজের সার্ভিস রিভলবার দিয়ে নিজেকে গুলি করেছেন বলে অভিযোগ উঠেছে । আশঙ্কাজনক অবস্থায় তাঁকে জিটিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে । দিল্লির ঝিলমিল এলাকার প্রতাপ খণ্ডে শান্টির বাড়ির দোতলায় গার্ড রুমে ওই কনস্টেবল আত্মহত্যার চেষ্টা (Attempt to Suicide) করেন বলে অভিযোগ । আহত কনস্টেবলের নাম রাহুল নাগর ৷ তিনি উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মেরঠ জেলার ছত্রি গ্রামের বাসিন্দা ।

পদ্মশ্রী জিতেন্দ্র সিং শান্টি একজন কাউন্সিলর ৷ তিনি বিধায়কও ছিলেন৷ তিনি শহিদ ভগৎ সিংয়ের নামে একটি সংস্থা চালান । করোনার সময় তাঁর সংগঠন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অনেক সাহায্য করেছে । জিতেন্দ্র সিং শান্টি ও তাঁর ছেলে জ্যোত সিংও করোনা আক্রান্ত মৃতদেহ দাহ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন । জিতেন্দ্রর কাজের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করে ৷

শান্টির ছেলে জ্যোত সিংকে পাকিস্তান থেকে হুমকি (Threat from Pakistan) দেওয়া হয় বলে অভিযোগ উঠেছিল ৷ তারপর সরকারি তরফে তাঁর নিরাপত্তার জন্য একজন কনস্টেবল মোতায়েন করা হয় ৷ ওই কনস্টেবলকে প্রায় 20 দিন আগে সরিয়ে দেওয়া হয়েছিল । বদলে দিল্লির শাহদারা পুলিশ লাইনের কনস্টেবল রাহুল নাগরকে তাঁর সুরক্ষায় নিযুক্ত করা হয়েছিল । বৃহস্পতিবার সন্ধ্যায় শান্টির বাড়ির দোতলায় গার্ড রুমে উপস্থিত ছিলেন রাহুল ।

জানা গিয়েছে, বিকেল সাড়ে পাঁচটার দিকে জ্যোত সিংয়ের কোনও কাজে বের হওয়ার ছিল । তাই তিনি তাঁর ড্রাইভারকে দিয়ে ডাকতে পাঠান । চালক গার্ড রুমে গিয়ে দেখেন, রাহুল নাগর রক্তাক্ত বিছানায় পড়ে আছেন পাশেই একটি সরকারি পিস্তল পড়ে আছে ৷ রাহুলের মাথা থেকে রক্ত ​​বের হচ্ছে (Delhi Police Constable Shot with Service Revolver) । চালকের চিৎকারে সঙ্গে সঙ্গে ওই ঘরে পৌঁছান জ্যোত সিং ৷ পুলিশকে ঘটনাটি জানানো হয় । রাহুলকে জিটিবি হাসপাতালে ভর্তি করেছে পুলিশ । যেখানে তাঁর চিকিৎসা চলছে ।

জিতেন্দ্র সিং শান্টির মতে, এই পদক্ষেপ করার আগে রাহুল তাঁর স্ত্রীর সঙ্গে ভিডিয়ো কলে কথা বলেছিলেন ৷ তিনি কয়েকদিন আগে জানতে পেরেছিলেন যে রাহুল মানসিক ভাবে বিপর্যস্ত ছিলেন ৷ তাঁর চিকিৎসা চলছে । পুলিশ তদন্ত শুরু করেছে ৷ কেন এমন পদক্ষেপ করলেন রাহুল, তা জানার জন্য সবরকম সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে ৷ তাঁর পরিবারকে খবর দেওয়ার হয়েছে ৷ রাহুলের স্ত্রীর সঙ্গেও কথা বলা হবে বলে দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে ৷

আরও পড়ুন: বান্ধবীর নগ্ন ভিডিয়ো দেখিয়ে ব্ল্যাকমেল, প্রতিশোধ নিতে বন্ধুকে খুন যুবকের !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.