Delhi shootout : গ্যাংস্টার গোগী খুনের জের, দিল্লির সমস্ত জেলে জারি হাই এলার্ট

author img

By

Published : Sep 25, 2021, 1:32 PM IST

Delhi shootout

তিহার, মাণ্ডলি, রোহিনী-সহ দিল্লির সমস্ত জেলে হাই এলার্ট জারি করা হয়েছে ৷ শুক্রবার রোহিনী কোর্ট চত্বরে গ্যাংস্টার জিতেন্দ্র গোগীর খুনের জেরে এই হাই এলার্ট জারি করা হয়েছে ৷

নয়াদিল্লি , 25 সেপ্টেম্বর : দিল্লির রোহিনী কোর্ট চত্বরে গ্যাংস্টার জিতেন্দ্র গোগীর খুনের জেরে হাই এলার্ট জারি করা হয়েছে দিল্লির সমস্ত জেলে ৷

শুক্রবার দুপুরে দিল্লির রোহিনী কোর্ট চত্বরেই গ্যাংস্টার জিতেন্দ্র গোগীকে গুলি করে খুন করা হয় ৷ এই চাঞ্চল্যকর ঘটনার পিছনে দুই দুষ্কৃতী গোষ্ঠীর বিবাদ রয়েছে বলে মনে করা হচ্ছে৷ এই ঘটনার পরেই তিহার, মাণ্ডলি, রোহিনী-সহ দিল্লির সমস্ত জেলে হাই এলার্ট জারি করা হয়েছে ৷ দিল্লির এক পদস্থ পুলিশ আধিকারিক জানিয়েছেন, যেহেতু গোগী তিহার জেলে বন্দি ছিল এবং তার প্রতিপক্ষ টিল্লু মাণ্ডলি জেলে রয়েছে তাই এই দুই জেলে স্পেশাল এলার্টও জারি করা হয়েছে ৷ এই দুই গোষ্ঠীরই বহু দুষ্কৃতী বর্তমানে রোহিনী জেলে বন্দি রয়েছে, তাই সেখানেও জারি করা হয়েছে হাই এলার্ট ৷ পুলিশের আশঙ্কা, গোগীর মৃত্যুর পর এই জেলগুলিতে গোগী এবং টিল্লুর দুই প্রতিপক্ষ দুষ্কৃতী দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে ৷

আরও পড়ুন : Gangwar in Delhi : অভিন্নহৃদয় বন্ধু থেকে শত্রু, এক দশকে গোগী-টিল্লুর গ্যাং ওয়ারে প্রাণ গিয়েছে 20 জনের

দিল্লির পুলিশ কমিশনার রাকেশ আস্থানা জানিয়েছেন, শুক্রবার রোহিনী কোর্ট চত্বরে উকিলের ছদ্মবেশে এসে জিতেন্দ্র গোগীর উপর গুলি চালায় রাহুল ত্যাগী ও জগদীপ নামে দুই দুষ্কৃতী ৷ পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে পরে তাদেরও মৃত্যু হয় ৷ ঘটনায় পুলিশ বা কোর্ট চত্বরে থাকা অন্য কেউ হতাহত হননি বলেও জানিয়েছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.