ETV Bharat / bharat

নির্ভয়াকাণ্ডের 11 বছর পরও 'নিরাপদ' নয়, মহিলাদের বিরুদ্ধে অপরাধের শীর্ষে দিল্লি

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 16, 2023, 9:13 PM IST

Crime against Woman in Delhi: দিল্লিতে নির্ভয়াকাণ্ডের 11 বছর পূর্ণ হল আজ । এত বছর পেরিয়ে গেলেও মহিলাদের জন্য আজও পুরোপুরি 'নিরাপদ' হয়ে ওঠেনি রাজধানী । বরং এ ধরনের অপরাধের ঘটনা বেড়েই চলেছে । এমনটাই উঠে এসেছে রিপোর্টে ৷

Crime against Woman in Delhi
মহিলাদের বিরুদ্ধে অপরাধে শীর্ষে দিল্লি

নয়াদিল্লি, 16 ডিসেম্বর: অতিক্রম করেছিল নৃশংসতার চরমসীমা ৷ পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল দিল্লির নির্ভয়া গণধর্ষণকাণ্ড । 2012 সালে 16 ডিসেম্বর সেই হাড়হিম ঘটনার আজ 11 বছর ৷ এর মধ্যে বদল ঘটেছে দিল্লির সরকারের ৷ বিচার ব্যবস্থায় এসেছে পরিবর্তন ৷ কিন্তু এতকিছুর পরেও দিল্লিতে বসবাসকারী মহিলাদের উপর হওয়া অপরাধের কোনও শেষ নেই । বরং দিন দিন তা বেড়েই চলেছে ৷ আমরা এটা বলছি না, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর এক রিপোর্টে এ কথা বলা হয়েছে ।

মহিলাদের বিরুদ্ধে অপরাধে শীর্ষে দিল্লি: 11 বছর আগে আজকের দিনেই নির্ভয়াকে 6 জন গণধর্ষণ করে একটি চলন্ত বাস থেকে ফেলে দিয়েছিল দিল্লির রাস্তায় । 29 ডিসেম্বর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছিল নির্যাতিতার ৷ নির্ভয়ার মৃত্যুতে তোলপাড় হয়ে উঠছিল দেশ। বিভিন্নমহলে প্রতিবাদের ঝড় উঠেছিল ৷ গর্জে উঠেছিল শাসক থেকে বিরোধীরা ৷ বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয় ৷ নির্ভয়ার অপরাধীদের কঠোর শাস্তির দাবি ওঠে ৷ ফাস্ট ট্র্যাক কোর্ট, দিল্লি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে সাড়ে সাত বছর ধরে মামলার শুনানির পর অবশেষে 20 মার্চ 2020 সালে নির্ভয়াকাণ্ডের চার দোষীকে ফাঁসি দেওয়া হয় ৷ কিন্তু আজও দেশের 19টি মহানগরের মধ্যে মহিলাদের বিরুদ্ধে অপরাধের মামলায় শীর্ষে রয়েছে দিল্লি ।

2022 সালে আরও বাড়ে মামলা: ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট অনুসারে, দিল্লিতে মহিলাদের বিরুদ্ধে অপরাধ 2021 সালের তুলনায় 2022 সালে হ্রাস পাওয়ার পরিবর্তে বেড়েছে। দেশের 19টি মেট্রোপলিটন শহরের মধ্যে দিল্লি টানা তিন বছর মহিলাদের বিরুদ্ধে অপরাধের শীর্ষে থাকে । 2021 সালে প্রতিদিন দুটি মহিলাকে ধর্ষণের ঘটনা নথিভুক্ত করা হয়েছে ৷ যার সংখ্যা 2022 সালে বেড়ে হয়েছে তিনটি । আমরা যদি পরিসংখ্যান দেখি তাহলে 2021 সালে মহিলাদের বিরুদ্ধে অপরাধের সংখ্যা ছিল 13 হাজার 892, যা 2022 সালে বেড়ে দাঁড়ায় 14 হাজার 158 ।

পরিস্থিতির বদল হয়নি: 2022 সালে দিল্লিতে ধর্ষণের 1204টি, যৌতুকের জন্য 129টি মৃত্যু, পাঁচটি অ্যাসিড হামলা এবং 3 হাজার 909টি অপহরণের মামলা নথিভুক্ত করা হয়েছে । আমরা যদি গত এক বছরে মহিলাদের বিরুদ্ধে বড় ধরনের ঘটনার কথা বলি তাহলে 2022 সালের 31 ডিসেম্বর কানঝাওয়ালায় একটি মেয়েকে গাড়ির নীচে 12 কিলোমিটার টেনে নিয়ে যাওয়া থেকে শুরু করে শাহবাদ ডেইরিতে পাগল প্রেমিকের নাবালিকাকে নৃশংসভাবে ছুরিকাঘাত করার মতো নানা খুনের ঘটনা ঘটেছে ।

অপরাধের পরিসংখ্যান আপডেট করা হয় না: এর আগে দিল্লি পুলিশ প্রতি দেড় মাসে রাজধানীতে অপরাধের পরিসংখ্যান তাদের ওয়েবসাইটে আপডেট করত । কিন্তু জুলাই 2022 এর পরে এটির আপডেট করা বন্ধ হয়ে যায় । এ কারণে রাজধানীতে প্রতিমাসে ঘটে যাওয়া অপরাধের তথ্য সঠিকভাবে পাওয়া যায় না বলে অভিযোগ। নির্ভয়ার ঘটনার পরে দিল্লির আইন-শৃঙ্খলা এবং মহিলাদের সুরক্ষা নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল ৷ বলা হয়েছিল যে এর জন্য পদক্ষেপ নেওয়া হবে ৷ তবে সময়ের সঙ্গে সঙ্গে সব প্রতিশ্রুতি ফিকে হয়ে গিয়েছে ।

আজও পুরোপুরি নিরাপদ নয় দিল্লি: রাজধানীতে এমন অনেক রাস্তা রয়েছে যেখানে এখনও স্ট্রিট লাইট নেই । এসব জায়গায় নারী নির্যাতনের ঘটনা সবচেয়ে বেশি ঘটে । এর মধ্যে বাসস্ট্যান্ডের মতো গুরুত্বপূর্ণ স্থানও রয়েছে । দিল্লির স্পর্শকাতর স্থানগুলোতে সিসিটিভি ক্যামেরা বসানোর প্রতিশ্রুতি থাকলেও তা আজও পূরণ হয়নি ।

আরও পড়ুন:

  1. নির্ভয়াকাণ্ড : একনজরে ঘটনা প্রবাহ
  2. 62 বছর বয়সি মার্কিন বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে দিল্লিতে গ্রেফতার যুবক
  3. ফের দিল্লিতে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার স্পা-এর ম্যানেজার ও গ্রাহক
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.