ETV Bharat / bharat

Anubrata Mondal: অনুব্রতর মামলা রাউস অ্যাভিনিউ আদালতে ফেরাল দিল্লি হাইকোর্ট

author img

By

Published : Dec 15, 2022, 8:23 PM IST

দিল্লি হাইকোর্ট (Delhi High Court) ধাক্কা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) ৷ তাঁর মামলা রাউস অ্য়াভিনিউ আদালতেই (Rouse Avenue District Court) ফেরত পাঠানো হল ৷

Delhi High Court sends back Anubrata Mondal case to Rouse Avenue District Court
Anubrata Mondal: অনুব্রতর মামলা রাউস অ্যাভিনিউ আদালতে ফেরাল দিল্লি হাইকোর্ট

নয়াদিল্লি, 15 ডিসেম্বর: অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) মামলা রাউস অ্য়াভিনিউ আদালতেই (Rouse Avenue District Court) ফেরত পাঠাল দিল্লি হাইকোর্ট (Delhi High Court) ৷ এর জেরে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির মাথাব্যথার কারণ বাড়ল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷ যদিও, পশ্চিমবঙ্গের একটি ঘটনা সংক্রান্ত মামলা কেন দিল্লিতে লড়া হবে, সেই প্রশ্ন তোলেন অনুব্রতর আইনজীবী কপিল সিব্বল ৷ কিন্তু, তাঁর এই সওয়াল ধোপে টেকেনি ৷

রাজ্যের গরুপাচার মামলায় (WB Cattle Smuggling Scam) আপাতত আগামী 22 ডিসেম্বর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন অনুব্রত ৷ আসানসোলের বিশেষ সংশোধনাগারে বন্দি রয়েছেন তিনি ৷ প্রসঙ্গত, সিবিআইয়ের হাতে অনুব্রত গ্রেফতার হলেও গরুপাচার মামলার আর্থিক অভিযোগগুলির আলাদা তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (Enforcement Directorate) বা ইডি (ED) ৷ সেই তদন্তের স্বার্থে কেষ্টকে দিল্লিতে নিয়ে এসে জেরা করতে চায় তারা ৷ তারই বিরুদ্ধে মামলা রুজু করেছেন অনুব্রত ৷ অন্যদিকে, অনুব্রতকে দিল্লিতে আনতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন ইডিও ৷ রাউস অ্য়াভিনিউ আদালত হয়ে এই আইনি প্রক্রিয়া গড়িয়েছে দিল্লি হাইকোর্ট পর্যন্ত ৷ কিন্তু, বৃহস্পতিবার হাইকোর্ট সাফ জানিয়ে দেয়, এই মামলার শুনানি হবে রাউস অ্য়াভিনিউ আদালতের বিশেষ ইডি কোর্টে ৷

আরও পড়ুন: গরুপাচার মামলায় সায়গল হোসেনের আরও 1.5 কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

অনুব্রত মণ্ডলের আইনজীবী কপিল সিব্বল এদিন আদালতে জোর সওয়াল করেন ৷ তিনি বলেন, "বাংলার মামলায় কেন অনুব্রতকে দিল্লি এনে জেরা করা হবে ?" এমনকী, অনুব্রতর বিরুদ্ধে 'প্রোডাকশন ওয়ারেন্ট' জারি নিয়েও প্রশ্ন তোলেন তাঁর আইনজীবী ৷ এর পালটা ইডির আইনজীবী বলেন, "এর আগেও এই মামলায় বহুজনকে দিল্লি নিয়ে এসে জেরা করা হয়েছে ৷" তাই অনুব্রত কোনও ব্যতিক্রম হতে পারেন না ৷ বিশেষ করে তিনিই যখন এই মামলার অন্যতম প্রধান অভিযুক্ত ৷ এরপরই এই মামলা নিম্ন আদালতে ফিরিয়ে দেয় হাইকোর্ট ৷

ওয়াকিবহাল মহল বলছে, এদিনের এই নির্দেশে সুবিধা হবে ইডি আধিকারিকদের ৷ প্রসঙ্গত, এর আগেও গরুপাচার মামলায় অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে দিল্লিতে এনে জেরা করেছে ইডি ৷ আপাতত তিনি স্থানীয় সংশোধানাগারে বন্দি রয়েছে ৷ দিল্লিতে এসে ইডির দফতরে হাজিরা দিতে হয়েছে অনুব্রত মণ্ডলের মেয়েকেও ৷ গরুপাচার কাণ্ডের আর্থিক তদন্তে তাঁকে জেরা করেছেন ইডি আধিকারিকরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.