ETV Bharat / bharat

বাড়ি বাড়ি রেশন প্রকল্প আটকে দিয়েছে কেন্দ্র, দাবি কেজরিওয়াল সরকারের

author img

By

Published : Jun 5, 2021, 6:00 PM IST

দিল্লির বিধানসভা নির্বাচনে এই প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছিল আম আদমি পার্টি ৷

বাড়ি বাড়ি রেশন প্রকল্প আটকে দিয়েছে কেন্দ্র, দাবি কেজরিওয়াল সরকারের
বাড়ি বাড়ি রেশন প্রকল্প আটকে দিয়েছে কেন্দ্র, দাবি কেজরিওয়াল সরকারের

নয়াদিল্লি, 5 জুন : বাড়ি বাড়ি রেশন দেওয়ার পরিকল্পনা করেছিল দিল্লির অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) সরকার ৷ আগামী সপ্তাহ থেকেই এই প্রকল্প চালুর পরিকল্পনা করেছিল তারা ৷ কিন্তু কেন্দ্রীয় সরকার সেই পরিকল্পনা আটকে দিয়েছে ৷ শনিবার কেজরিওয়াল সরকারের তরফে এমনই অভিযোগ করা হয়েছে ৷

যদিও গত মার্চেই এই প্রকল্প নিয়ে কেন্দ্রীয় সরকার একাধিক উদ্বেগ প্রকাশ করেছিল ৷ তাদের আশঙ্কা, কেন্দ্রীয় যে আইনের জেরে একই দামে খাদ্যশস্য সাধারণ মানুষ কেনেন রেশন থেকে ৷ তার বদলে বেশি দামে কিনতে হতে পারে ৷ তাছাড়া ভর্তুকি দেওয়ার ক্ষেত্রে ও গ্রাহকের বায়োমেট্রিক ভেরিফিকেশনের ক্ষেত্রেও সমস্যা তৈরি হতে পারে বলে মনে করছে কেন্দ্র ৷

গত বছর ফেব্রুয়ারিতে দিল্লিতে বিধানসভা নির্বাচন হয় ৷ ওই নির্বাচনে জিতে দিল্লিতে দ্বিতীয়বারের জন্য সরকার তৈরি করে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি ৷ কেজরিওয়ালের দল ভোটের প্রচারে বাড়ি বাড়ি রেশন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ৷ গত বছর জুলাই মাসে এই প্রকল্পে ছাড়পত্রও দেয় কেজরিওয়ালের সরকার ৷ তার পরও চালু করা যায়নি এই প্রকল্প ৷

আরও পড়ুন : দিল্লিতে খুলছে বাজার, চালু হচ্ছে মেট্রো রেল পরিষেবা

দিল্লি সরকারের বক্তব্য, এই প্রকল্প চালু হলে গ্রাহকদের রেশন দোকানে খুব প্রয়োজন ছাড়া আসার দরকার পড়বে না ৷ এছাড়া এই প্রকল্পের মাধ্যমে দুর্নীতিও অনেকটা দূর করা যাবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.