ETV Bharat / bharat

Bodies Recovered in Thane: থানের বাড়ি থেকে উদ্ধার শিবসেনা নেতার ভাই ও তাঁর স্ত্রীর রক্তাক্ত দেহ!

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 2, 2023, 10:59 AM IST

Bloodied bodies recovered
শিবসেনা নেতার ভাই ও তাঁর স্ত্রীর রক্তাক্ত দেহ উদ্ধার

Shiv Sena Leader Brother and His Wife Bodies Recovered: থানের কালওয়াতে বাড়ি থেকে শিবসেনা নেতার ভাই ও তাঁর স্ত্রীর রক্তাক্ত দেহ উদ্ধার ৷ এই দু'জনকে গুলি করে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের ৷ ময়নাতদন্তের রিপোর্ট থেকে মৃত্যুর কারণ স্পষ্ট করে জানা যাবে ৷

থানে (মহারাষ্ট্র), 2 সেপ্টেম্বর: বাড়ি থেকে শিবসেনা নেতার ভাই ও তাঁর স্ত্রীর রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ৷ পুলিশের অনুমান তাঁদের গুলি করে খুন করা হয়েছে ৷ ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানের কালওয়া থানায় ৷ শুক্রবার রাত সাড়ে 10টা নাগাদ এই ঘটনাটির কথা জানা যায়। প্রতিবেশীরা পুলিশকে খবর দেন ৷ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোে হয়েছে ৷ ঘটনার তদন্ত করছে কালওয়া থানার পুলিশ ।

জানা গিয়েছে, মৃতের নাম দিলীপ সালভি ৷ দাদা গণেশ সালভি থানের শিবসেনার শিন্ডে গোষ্ঠীর নেতা এবং প্রাক্তন ডেপুটি মেয়র ৷ দিলীপ শুক্রবার রাতে নিজের বাড়িতে স্ত্রীর সঙ্গে ছিলেন। সেসময় হঠাৎ গুলির শব্দে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। গুলির শব্দ শুনেই স্থানীয়রা দিলীপের বাড়িতে ছুটে আসেন ৷ এসে তাঁরা দেখতে পান, স্বামী এবং স্ত্রী দু'জনেই রক্তাক্ত অবস্থায় রয়েছেন। সঙ্গে সঙ্গে তাঁরা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে দেহগুলি নিয়ে যায় ৷ দিলীপ সালভির এক ছেলে, মেয়ে ও জামাই রয়েছেন বলে পুলিশ জানিয়েছে ৷

আরও পড়ুন: লখনউতে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে গুলিবিদ্ধ যুবক, আটক চার

সূত্রের খবর, কেন গুলি চালানো হল সেই তথ্য জানতে প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে । ডেপুটি পুলিশ কমিশনার গণেশ গাওড়ে জানিয়েছেন, রিপোর্ট পাওয়ার পরই মৃ্ত্যুর কারণ জানা যাবে । পুলিশের সন্দেহ, দিলীপ সালভি ও তাঁর স্ত্রীকে গুলি করা হয়েছে ।

ময়নাতদন্তের রিপোর্ট পেলেই আরও বিস্তারিত তথ্য পুলিশের হাতে আসবে। শনিবার সন্ধ্যার মধ্যে রিপোর্ট চলে আসবে বলে মনে করছে পুলিশ । ডেপুটি কমিশনার আরও জানান, কালওয়া থানার পুলিশ এই ঘটনার বিষয়ে একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে ৷ পাশাপাশি ফরেনসিক দল ঘটনাস্থল গিয়ে নমুনা সংগ্রহ করছে । স্বভাবতই এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.