ETV Bharat / bharat

Corbevax for 12-18 yrs Old : নাবালকদের জন্য দ্বিতীয় টিকা পেল দেশ, ছাড়পত্র কর্বেভ্যাক্সকে

author img

By

Published : Feb 21, 2022, 8:27 PM IST

DCGI grants final approval, Biological E's Corbevax Is Second Covid Vaccine For Children In India
নাবালকদের জন্য দ্বিতীয় টিকা পেল দেশ, ছাড়পত্র কর্বেভ্যাক্সকে

নাবালকদের জন্য দ্বিতীয় টিকা পেল দেশ ৷ বায়োলজিক্যাল ই-র কোভিড টিকা কর্বেভ্যাক্সকে 12 থেকে 18 বছর বয়সিদের (Corbevax for 12-18 years age group) উপর জরুরি ভিত্তিতে ব্যবহারের ছাড়পত্র দিল ডিসিজিআই (DCGI grants final approval to Biological E's vaccine Corbevax)৷

নয়াদিল্লি, 21 ফেব্রুয়ারি: কিশোরদের জন্য দ্বিতীয় কোভিড 19 টিকা পেয়ে গেল দেশ ৷ এই টিকা বালক-বালিকাদের উপরও প্রয়োগ করা যাবে ৷ 12 থেকে 18 বয়সিদের উপর জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য বায়োলজিক্যাল ই লিমিটেডের টিকা কর্বেভ্যাক্সকে (Corbevax for 12-18 years age group) চূড়ান্ত ছাড়পত্র দিল ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (DCGI grants final approval to Biological E's vaccine Corbevax)৷ আজ একটি বিবৃতি দিয়ে এ কথা জানিয়েছে টিকা প্রস্তুতকারক সংস্থা ৷

তারা তাদের বিবৃতিতে জানিয়েছে, "দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ট্রায়ালের ফলাফলের ভিত্তিতে 12 থেকে 18 বছর বয়সিদের উপর জরুরি ভিত্তিতে পরিমিতভাবে টিকা প্রয়োগের উপর ছাড়পত্র পেয়েছে বিই ৷" গত 28 ডিসেম্বর জরুরি ভিত্তিতে পরিমিত রূপে প্রাপ্তবয়স্কদের উপর ব্যবহারের জন্য কর্বেভ্যাক্সকে (Covid jab Corbevax) অনুমোদন দিয়েছিল ড্রাগস কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া ৷

আরও পড়ুন: Corbevax for 12-18 years age group: এবার 12-18 বছর বয়সিদের কোভিড টিকা ? ছাড়পত্রের আশায় কর্বেভ্যাক্স

3 জানুয়ারি থেকে দেশে শুরু হয়েছে 15 থেকে 18 বছর বয়সিদের টিকাকরণ ৷ নাবালকদের জন্য দেশে প্রথম কোভিড টিকা কোভ্যাকসিন আনে ভারত বায়োটেক ৷ এ বার 12 থেকে 18 বছর বয়সিদের জন্য ছাড়পত্র পেল কর্বেভ্যাক্স (Biological E's Corbevax Is Second Covid Vaccine For Children In India)৷

বায়োলজিক্যাল ই-র কর্মকর্তা শ্রীনিবাস কোসারাজু আগেই জানিয়েছিলেন, গত বছর সেপ্টেম্বরে শিশু ও কিশোর-কিশোরীদের উপর কর্বেভ্যাক্সের দ্বিতীয় ও তৃতীয় ট্রায়াল চালানোর অনুমতি পায় এই সংস্থা ৷ নো-অবজেকশন সার্টিফিকেট পাওয়ার পর, 2021 সালের অক্টোবর মাসে ক্লিনিক্যাল স্টাডি করে বায়োলজিক্যাল ই ৷ দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের গবেষণার রিপোর্টে দেখা গিয়েছে যে, এই টিকা সুরক্ষিত ও রোগ প্রতিরোধে সক্ষম ৷ কর্বেভ্যাক্স টিকার দুটি ডোজের মধ্যে ব্যবধান 28 দিনের ৷ এই ডোজ রাখতে হয় 2-8 ডিগ্রি সেলসিয়াসে ৷

আরও পড়ুন: Centre clears new Covid Vaccines-Drugs: একই দিনে আরও 2 কোভিড টিকা, একটি অ্যান্টি-ভাইরাল ওষুধ পেল দেশ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.