ETV Bharat / bharat

Intranasal Booster Dose Trials : ভারত বায়োটেকের কোভিড ন্যাজাল টিকার ট্রায়ালে অনুমতি ডিসিজিআই'এর

author img

By

Published : Jan 28, 2022, 4:11 PM IST

Updated : Jan 28, 2022, 4:58 PM IST

ভারত বায়োটেকের দাবি, তাদের এই ন্যাজাল টিকা (Intranasal Covid Booster Dose of Bharat Biotech) করোনা সংক্রমণ রুখতে অনেকাংশে কার্যকরী ৷

Intranasal Booster Dose Trials
ভারত বায়োটেকের কোভিড ন্যাজাল টিকার ট্রায়ালে অনুমতি ডিসিজিআই'এর

নয়াদিল্লি, 28 জানুয়ারি : নিজেদের তৈরি করোনা টিকার ন্যাজাল বুস্টার ডোজের চূড়ান্ত ট্রায়ালের অনুমতি পেল ভারত বায়োটেক (intranasal covid booster dose trials) ৷ শুক্রবার সংস্থাটিকে এই অনুমতি দিয়েছে দেশের ড্রাগ নিয়ামক সংস্থা ড্রাগ কন্ট্রোলার জেনেরাল অফ ইন্ডিয়া (ডিসিজিআই) ৷ ভারত বায়োটেকের দাবি, তাদের তৈরি এই ভ্যাকসিন (BBV154) কোভিড সংক্রমণ রুখতে সক্ষম ৷ কোভিড ভাইরাসের বিভিন্ন প্রজাতির বিরুদ্ধে এই ন্যাজাল টিকা কার্যকরী বলে সংস্থার দাবি ৷

জানা গিয়েছে, দেশের নটি স্থানে ভারত বায়োটেকের এই ন্যাজাল ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল হবে ৷ প্রথম ডোজ, দ্বিতীয় ডোজের পাশাপাশি বুস্টার ডোজের জন্যও এই ট্রায়াল হবে ৷ সংস্থার দাবি, তাদের করোনা ভ্যাকসিন প্রাপ্ত বয়স্ক ও কমবয়সি প্রত্যেকের জন্যই কার্যকরী ৷ বছরে এই টিকার 100 কোটি ডোজ তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে সংস্থাটি ৷ ভারত বায়োটেকের কোভ্যাক্সিনকেই দেশের প্রথম স্বদেশী করোনা টিকা বলা হচ্ছে ৷

আরও পড়ুন : নিম্নমুখী দৈনিক সংক্রমণ ও পজিটিভিটি রেট, স্বস্তি দিয়ে বাড়ছে সুস্থের সংখ্যা

ভারত বায়োটেকের তরফে জানানো হয়েছে, সংস্থার চেয়ারম্যান কৃষ্ণা এল্লার নির্দেশ ও পরামর্শ মেনেই দেশীয় প্রযুক্তিতে টিকা উৎপাদন করে দেশের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে ৷

Last Updated : Jan 28, 2022, 4:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.