ETV Bharat / bharat

Atrocity on Dalit Youth: অন্ধ্রপ্রদেশে দলিত যুবককে গাড়িতে তুলে চার ঘণ্টা ধরে মারধর, অভিযুক্ত ছয়

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 3, 2023, 3:30 PM IST

Atrocity on Dalit Youth
Atrocity on Dalit Youth

Dalit Youth Tortured in Andhra Pradesh: বুধবার রাতে অন্ধ্রপ্রদেশে এক দলিত যুবককে গাড়িতে তুলে প্রায় চার ঘণ্টা ধরে নির্যাতন করা হয় বলে অভিযোগ ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷ ছ’জন এই ঘটনায় জড়িত বলে অভিযোগ ৷

কাঞ্চিকাচারলা (অন্ধ্রপ্রদেশ), 3 নভেম্বর: এক দলিত যুবকের উপর নির্মমভাবে অত্যাচার করার অভিযোগ উঠেছে অন্ধ্রপ্রদেশে ৷ বুধবার রাতে ঘটনাটি ঘটে অন্ধ্রপ্রদেশের এনটিআর জেলার কাঞ্চিকাচারলায় ৷ অভিযোগ, ছ’জন যুবক একটি গাড়িতে ওই দলিত যুবক নিয়ে প্রায় চার ঘণ্টা ধরে নির্যাতন চালায় ৷ তাঁকে গাড়িতে নিয়ে এনটিআর ও গুন্টুর জেলার বিভিন্ন জায়গায় ঘোরানো হয় ৷ ছেলেটি জল চাইলে, তাঁকে রাস্তার মাঝখানে নামিয়ে তাঁর শরীরে প্রস্রাব করে দেয় অভিযুক্তরা ৷

পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে৷ নির্যাতিত যুবক হাসপাতালে চিকিৎসাধীন ৷ এদিকে এই ঘটনায় হইচই পড়ে গিয়েছে দক্ষিণ ভারতের ওই রাজ্যে ৷ প্রশ্ন উঠছে যে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি যখন দলিতদের পাশে থাকার বার্তা দেন, তখন ওই রাজ্যে কীভাবে এই ধরনের ঘটনা ঘটল ?

নির্যাতিতের পরিবারের বক্তব্য, কাঞ্চিকাচারলা আম্বেদকর কলোনির কান্দ্রু শ্যামকুমার নন্দীগামা প্রাইভেট কলেজ থেকে ডিগ্রি পাশ করেছেন । গত বছর শ্যামকুমারের বন্ধু এবং স্থানীয় একটি কলেজে ইঞ্জিনিয়ারিং পড়া এক যুবকের মধ্যে লড়াই হয় । তখন শ্যামকুমারের বন্ধুরা ওই যুবকের ওপর হামলা চালায় ।

বুধবার সকালে ওই যুবক তাঁর সার্টিফিকেট নিতে কলেজে আসেন । এই সময় শ্যামকুমার ও যুবকের মধ্যে কথা কাটাকাটি হয় । পরে রাত সাড়ে আটটা নাগাদ শ্যামকুমারের কাছে খবর আসে যে শিবসাই ক্ষেত্রের কাছে মারামারি চলছে ৷ তাঁকে তাড়াতাড়ি সেখানে আসতে বলা হয় । এরপরই তিনি এক বন্ধুর সঙ্গে বাইকে সেখানে যান । ছয় যুবক তখন তাঁকে জোর করে একটি গাড়িতে তুলে নিয়ে যায় ৷ তখনই শ্যামকুমারের বন্ধুরা পুলিশকে খবর দেন ৷

আরও পড়ুন: ছাত্রের সঙ্গে প্রেমিকার সম্পর্ক রয়েছে বলে সন্দেহ, ব্যবসায়ীর ছেলেকে খুন যুবকের !

পরিবারের অভিযোগ, শ্যামকুমারকে চার ঘণ্টা গাড়িতে রেখে বেধড়ক মারধর করা হয় । জল চাইলে রাস্তার মাঝখানে বসিয়ে মুখে প্রস্রাব করে দেওয়া হয় ৷ তাঁকে কটূক্তি করা হয় ৷ তাঁর থেকে কেড়ে নেওয়া সোনার হার ও সাত হাজার টাকা ৷ মারধরের পর যুবকের টি-শার্ট দিয়েই রক্ত পরিষ্কার করার কাজ করা হয় ৷ শেষে অন্য একটি টি-শার্ট পরিয়ে ওই যুবককে গুন্টুর টোলগেটের কাছে গাড়িতে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা ৷

এর পর নির্যাতিত যুবক ফোনে তাঁর ভাইকে হামলার কথা বলেন এবং গাড়ি চালিয়ে নিজেই বিজয়ওয়াড়া বাসস্ট্যান্ডে আসেন । সেখানে তাঁর ভাই নির্যাতিতাকে গাড়িতে নিয়ে রাত 2টোর দিকে কাঞ্চিকাচারলা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন । পরে নির্যাতিতকে নন্দীগামা সরকারি হাসপাতালে ভরতি করা হয় ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷ এখনও কেউ ধরা পড়েনি ৷

আরও পড়ুন: আটাকলের ভিতর থেকে উদ্ধার দলিত মহিলার ক্ষতবিক্ষত দেহ, গণধর্ষণ করে খুনের অভিযোগ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.