ETV Bharat / bharat

Woman Kidnapped and Raped in Tirupati: তিরুপতিতে দলিত মহিলাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ

author img

By

Published : Jan 11, 2023, 12:22 PM IST

অন্ধ্রপ্রদেশে দলিত মহিলাকে অপরহণ করার পর একমাস লাগাতার ধর্ষণের অভিযোগ (Dalit Woman Allegedly Kidnap and Rape for Month in Tirupati) ৷ ঘটনায় গত 6 জানুয়ারি পুলিশে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা ৷ পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে ৷

Woman Kidnapped and Raped in Tirupati ETV BHARAT
Woman Kidnapped and Raped in Tirupati

তিরুপতি (অন্ধ্রপ্রদেশ), 11 জানুয়ারি: দলিত গৃহবধুকে অপহরণ এবং লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে (Dalit Woman Allegedly Kidnap and Rape for Month in Tirupati) ৷ ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলায় ৷ অভিযোগ গত বছর 17 নভেম্বর ওই মহিলাকে তাঁর কাজের জায়গা থেকে অপহরণ করা হয় ৷ এরপর তাঁকে প্রায় 1 মাসের উপর আটকে রেখে লাগাতার ধর্ষণ করা হয় ৷ নির্যাতিতা বাড়িতে ফেরার পর আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলেও অভিযোগ করেছে পরিবারের সদস্যরা ৷ ঘটনায় তিরুপতি জেলা পুলিশ সুপারের সাহায্যে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা ৷

মঙ্গলবার দলিত ইউনাইটেড সংগঠনের নেতারা নির্যাতিতা এবং তাঁর পরিবারকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করেন ৷ সেখানে জানানো হয়েছে, নির্যাতিতা একটি বেসরকারি স্কুলে ঝাড়ুদারের কাজ করতেন ৷ গত 17 নভেম্বর সেখানেই গিয়েছিলেন তিনি ৷ অভিযোগ এক ব্যক্তি সেই স্কুলে গিয়ে মহিলাকে ব্যাংক থেকে ঋণ নেওয়ার জন্য জোর করতে থাকেন ৷ কিন্তু, তিনি ঋণ নিতে অস্বীকার করলে হুমকি দেওয়া হয় ৷ অভিযোগ সেখানেই তাঁর সঙ্গে জবরদস্তি শুরু করেন অভিযুক্ত ব্যক্তি ৷ মহিলা বাধা দিলে জোর করে তাঁকে বাইকে বসিয়ে অপহরণ করা হয় ৷

নির্যাতিতা জানিয়েছেন, বাইকে করে তাঁকে প্রথমে একটি অচেনা জায়গায় নিয়ে যায় অভিযুক্ত ৷ সেখানে 5 দিন তাঁকে আটকে রেখে ধর্ষণ করা হয় ৷ এরপর সেখান থেকে পলক মন্ডল এলাকায় একটি বাড়িতে নিয়ে গিয়ে প্রায় 3 সপ্তাহ আটকে রাখে এবং লাগাতার মহিলার উপর ধর্ষণ এবং যৌন নির্যাতন চালানো হয় ৷ নির্যাতিতাকে তাঁর বাড়ির শহরে ছেড়ে দিয়ে পালিয়ে যায় অভিযুক্ত ব্যক্তি ৷ এই ঘটনার কয়েকদিন পর মহিলা বাড়িতেই আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ করেছে তাঁর পরিবার ৷

আরও পড়ুন: মা বাড়ি নেই ! নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে

গত 6 জানুয়ারি দলিত সম্প্রদায়ের নেতা এবং স্থানীয়দের সাহায্যে নির্যাতিত মহিলা পুলিশে অভিযোগ দায়ের করেছেন ৷ বিষয়টি তিরুপতির পুলিশ সুপারকেও লিখিতভাবে জানিয়েছেন নির্যাতিতা এবং তাঁর পরিবার ৷ এই ঘটনায় তিরুপতির দিশা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.