ETV Bharat / bharat

Chandigarh দাবিদারহীন মৃতদেহ সৎকার করে শিরোনামে চণ্ডীগড়ের দাবাং লেডি প্রিয়াঙ্কা

author img

By

Published : Aug 28, 2022, 5:01 PM IST

Dabang Lady of Chandigarh Police Department Cremates Unclaimed Bodies
Chandigarh দাবিদারহীন মৃতদেহ সৎকার করে শিরোনামে চণ্ডীগড়ের দাবাং লেডি প্রিয়াঙ্কা

দাবিদারহীন মৃতদেহ সৎকার করেন পঞ্জাবের চণ্ডীগড় পুলিশের (Chandigarh Police Department) 'দাবাং লেডি' (Dabang Lady), কনস্টেবল প্রিয়াঙ্কা ৷ এখনও পর্যন্ত 150 থেকে 200টি দেহের শেষকৃত্য সম্পন্ন করেছেন তিনি ৷

চণ্ডীগড়, 28 অগস্ট: আবারও খবরে পঞ্জাবের চণ্ডীগড় পুলিশের (Chandigarh Police Department) 'দাবাং লেডি' (Dabang Lady), কনস্টেবল প্রিয়াঙ্কা ৷ পুলিশের চাকরিকে কেবলমাত্র একটি পেশা হিসাবে ভাবতে নারাজ প্রিয়াঙ্কা ৷ বরং তাঁর এই পেশাকে সমাজ সেবার অন্যতম মাধ্যম হিসাবেই দেখেন তিনি ৷ পুলিশের রোজের ডিউটির বাইরে গিয়েও তাই অনেক কাজ করেন ৷ যার মধ্যে অন্যতম হল, অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের মৃতদেহ পূর্ণ মর্যাদার সঙ্গে দাহ ও সমাধিস্থ করা ৷ গত কয়েক বছরে এমন 150 থেকে 200টি দেহের সৎকার করেছেন তিনি ৷

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানিয়েছেন, এই কাজ করার জন্য পুলিশ বিভাগের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতিও নিয়ে রেখেছেন তিনি ৷ তবে, দফতরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, মৃতদেহ সৎকার করতে গিয়ে প্রিয়াঙ্কা যেন তাঁর পুলিশের ডিউটির সঙ্গে কোনওরকম সমঝোতা না করেন ৷ সেই নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলেন প্রিয়াঙ্কা ৷ তিনি জানিয়েছেন, একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় বেওয়ারিশ দেহ সৎকার (Cremate Unclaimed Bodies) করেন তিনি ৷

আরও পড়ুন: পোষ্য কুকুরের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন, গ্রেফতার 65 বছরের বৃদ্ধ

প্রসঙ্গত, এর আগেও একবার সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন প্রিয়াঙ্কা ৷ সেই সময় তাঁর একটি ভিডিয়ো সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছিল ৷ তাতে চারমাসের একটি শিশুকে কোলে নিয়ে থাকতে দেখা গিয়েছিল তাঁকে ৷ সেই ভিডিয়ো থেকেই প্রিয়াঙ্কার নাম হয় 'দাবাং লেডি' ৷

প্রিয়াঙ্কা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 2015 সাল থেকে তিনি দাবিদারহীন মৃতদেহের সৎকার করে চলেছেন ৷ তবে, এই কাজের জন্য কখনই তাঁকে তাঁর পুলিশের চাকরির সঙ্গে আপোস করতে হয়নি ৷ পরবর্তীতে পুলিশ বিভাগ সরাসরি তাঁকে দেহ সৎকারের অনুমতি দেওয়ায় দ্বিগুণ উৎসাহে এই কাজ করে যাচ্ছেন প্রিয়াঙ্কা ৷ তিনি জানিয়েছেন, মদন লাল বশিষ্ট নামে এক সমাজসেবীকে এই কাজ করতে দেখেছিলেন তিনি ৷ তাঁকে দেখেই যথাযথ মর্যাদায় দেহ সৎকার করার অনুপ্রেরণা পেয়েছিলেন প্রিয়াঙ্কা ৷ প্রথমে মদন লাল বশিষ্টের সঙ্গেই এই কাজ করতেন তিনি ৷ পরবর্তীতে একা কাজ শুরু করেন ৷

প্রিয়াঙ্কা জানিয়েছেন, 2020 সালে তাঁর ছেলে হয় ৷ সেই সময় দেশজুড়ে চলছে করোনার প্রকোপ ৷ শিশুর জন্মের পর কিছু প্রথা পালনের রীতি রয়েছে ৷ কিন্তু, করোনার ভয়ে কেউ তখন সেসব করতে এগিয়ে আসেননি ৷ সেই সময় সাহায্য়ের হাত বাড়িয়ে দেন মদন লাল ৷ বাবার মতোই প্রিয়াঙ্কার পাশের থাকেন তিনি ৷ প্রিয়াঙ্কার ছেলের জন্ম উপলক্ষে পুজোর ব্যবস্থা করেন ৷ সেই ঘটনার পর থেকে মদন লালের সঙ্গে প্রিয়াঙ্কার সম্পর্ক আরও গভীর হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.