ETV Bharat / bharat

Dearness Allowance : কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়ে 28 শতাংশ, উপকৃত পেনশনভোগীরাও

author img

By

Published : Jul 14, 2021, 3:59 PM IST

Updated : Jul 14, 2021, 8:14 PM IST

বুধবার ক্যাবিনেট বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা (Dearness Allowance- DA) বাড়ানো কথা ঘোষণা করলেন ৷ জানানো হল, 17 শতাংশ থেকে বাড়িয়ে 28 শতাংশ করা হয়েছে ডিএ । চলতি বছরের 1 জুলাই থেকে প্রযোজ্য হবে এই নিয়ম ৷

28 শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার
28 শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার

দিল্লি, 14 জুলাই : কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা (Dearness Allowance- DA) বাড়ানো হল ৷ 17 শতাংশ থেকে বাড়িয়ে 28 শতাংশ করা হয়েছে ডিএ । চলতি বছরের 1 জুলাই থেকে বলবৎ হবে এই নিয়ম, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) ৷ এদিন এই নিয়ে টুইট করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ৷ 11 শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্তের জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদও জানান ৷

  • प्रधानमंत्री @narendramodi जी ने कैबिनेट बैठक में केंद्रीय कर्मचारियों के महंगाई भत्ते को बढाकर 17% से 28% करके उन्हें बहुत बड़ी राहत दी है। मोदी सरकार के इस निर्णय से लाखों केंद्रीय कर्मचारी व पेंशनर लाभांवित होंगे।

    इसके लिए प्रधानमंत्री मोदी जी का आभार व्यक्त करता हूँ।

    — Amit Shah (@AmitShah) July 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">


কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর আজ জানান, এই বৃদ্ধি পাওয়া মহার্ঘ ভাতা দিতে গিয়ে সরকারকে আরও 34 হাজার 401 কোটি টাকার বোঝা বইতে হবে ৷ তবে এর মাধ্যমে 48.34 লক্ষ কর্মচারী এবং 65.26 লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন ৷ মন্ত্রী এদিন ক্যাবিনেট বৈঠকের পর সংবাদমাধ্যমকে জানান, কোভিড পরিস্থিতির সম্মুখীন হয়ে কেন্দ্রীয় সরকার 2020 সালের 1 জানুয়ারি থেকে মোট তিন দফার মহার্ঘ ভাতা স্থগিত রেখেছিল ৷ এই সময়ের মধ্যে 2020 সালের 1 জানুয়ারি এবং 1 জুলাই এবং চলতি বছরের 1 জানুয়ারিতে মহার্ঘ ভাতা দেওয়ার কথা ছিল ৷ এদিন ফের ডিএ পুনর্বহালের কথা ঘোষণা করা হল ৷

আরও পড়ুন : সরকারের বঞ্চনার বিরুদ্ধে রায়, DA মামলা জয়ে প্রতিক্রিয়া কর্মচারী সংগঠনের

মন্ত্রী জানান, এই বৃদ্ধি পাওয়া মহার্ঘ ভাতা দিতে গিয়ে সরকারকে আরও 34 হাজার 401 কোটি টাকার বোঝা বইতে হবে ৷ তবে এর মাধ্যমে 48.34 লক্ষ কর্মচারী এবং 65.26 লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন ৷

আরও পড়ুন : রাজ্য সরকারের উচ্চপদস্থ কর্মীরাও পাবেন ডিএ'র সুবিধা, বিজ্ঞপ্তি জারি নবান্নর

Last Updated :Jul 14, 2021, 8:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.