ETV Bharat / bharat

Cyrus Mistry Dies: পথ দুর্ঘটনায় মৃত্যু টাটা গোষ্ঠীর প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির, ঘটনাস্থলের প্রথম ভিডিয়ো ইটিভি ভারতে

author img

By

Published : Sep 4, 2022, 4:36 PM IST

Updated : Sep 4, 2022, 7:17 PM IST

পথ দুর্ঘটনার জেরে মাত্র 54 বছর বয়সে প্রাণ হারালেন টাটা গোষ্ঠীর প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি(Cyrus Mistry passes away)৷ রবিবার দুপুর তিনটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের পালঘর জেলায় ৷

Cyrus Mistry
ETV Bharat

মুম্বই, 4 সেপ্টেম্বর: মহারাষ্ট্রের পালঘরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল টাটা গোষ্ঠীর প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির (54)(Cyrus Mistry passes away)৷ এই বিষয়ে পালঘর পুলিশকে উদ্ধৃত করে সংবাদসংস্থা জানায়, সাইরাস মিস্ত্রি রবিবার আমেদাবাদ থেকে যখন মুম্বই যাচ্ছিলেন সেসময় দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়িটি ৷ সূর্য নদীর সেতুর উপর রাস্তার একটি ডিভাইডারে গিয়ে ধাক্কা মারে গাড়িটি ৷ যার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় সাইরাস মিস্ত্রি-সহ 2 জনের (Cyrus Mistry dead) ৷ গুরুতর আহত অবস্থায় গাড়ির চালক-সহ দুজনকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ এদিন দুপুর 3টে নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে ৷ ঘটনার অভিঘাতে গাড়িটির সামনের দিক ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় (Cyrus Mistry died in a road accident in Palghar)৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সাইরাসের গাড়ির চালক অত্যন্ত দ্রুত গতিতে গাড়িটি চালাচ্ছিলেন ৷

পথ দুর্ঘটনায় মৃত্যু টাটা গোষ্ঠীর প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির, ঘটনাস্থলের প্রথম ফুটেজ ইটিভি ভারতের পর্দায়

2012 সালের ডিসেম্বরে টাটা গোষ্ঠীর চেয়ারম্যান পদ থেকে রতন টাটা অবসর নেওয়ার পর সংস্থার ষষ্ঠ চেয়ারম্যান হিসেবে তাঁর স্থলাভিষিক্ত হন সাইরাস মিস্ত্রি (former Chairman of Tata sons Cyrus Mistry is dead) ৷ 2016 সালের অক্টোবর পর্যন্ত এই পদে ছিলেন তিনি ৷

  • Cyrus Mistry, former Chairman of Tata Sons, while travelling from Ahmedabad to Mumbai, died in a road accident after his car hit a divider. 4 people were present in the car; 2 died on spot & 2 were moved to hospital: Palghar police officials pic.twitter.com/nOlhZcKUZA

    — ANI (@ANI) September 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: অঙ্কিতার খুনি শাহরুখকে জীবন্ত পুড়িয়ে মারলেই 11 লক্ষ পুরস্কার, ঘোষণা অযোধ্যার পুরোহিতের

ভারতীয় শিল্প জগতে এক উল্লেখযোগ্য নাম সাইরাস মিস্ত্রি ৷ এদিন তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে ৷

Last Updated : Sep 4, 2022, 7:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.