ETV Bharat / bharat

Covid-19 Update : ইউরোপিয়ান ইউনিয়নের 15টি দেশে স্বীকৃতি পেল কোভিশিল্ড

author img

By

Published : Jul 10, 2021, 12:58 PM IST

Updated : Jul 10, 2021, 1:25 PM IST

ভারতে কোভিশিল্ড নিয়ে অন্য দেশে যাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছিল ৷ কিন্তু এবার ইউরোপিয়ান ইউনিয়নের 15টি দেশ স্বীকৃতি দিল কোভিশিল্ডকে ৷ ভারতে এই কোভিড-19 ভ্যাকসিন নিয়ে ওই দেশগুলোয় যাওয়ার ক্ষেত্রে কোনও সমস্য়া রইল না, জানালেন হু-র প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন ৷

বিজ্ঞানী সৌম্য়া স্বামীনাথন
বিজ্ঞানী সৌম্য়া স্বামীনাথন

জেনেভা, 10 জুলাই : ইউরোপিয়ান ইউনিয়নের (European Union, EU) 15টি দেশ এবার কোভিড-19 ভ্যাকসিন কোভিশিল্ডকে (Covishield) স্বীকৃতি দিয়েছে, জানালেন বিজ্ঞানী সৌম্য়া স্বামীনাথন (Soumya Swaminathan) ৷ শুক্রবার একটি টুইটে হু-র (World Health Organisation, WHO) প্রধান বিজ্ঞানী এই কথা জানান ৷ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় (Oxford University) ও অ্যাস্ট্রাজেনেকা (AstraZeneca)-র সহযোগিতায় ভারতের সেরাম ইনস্টিটউটে (Serum Institute of India, SII) কোভিশিল্ড উৎপাদিত হচ্ছে ৷

আরও পড়ুন : COVID in India : দৈনিক সংক্রমণ কমলেও ফের হাজার ছাড়াল মৃত্যু

শুক্রবার বেলজিয়াম কোভিশিল্ড ভ্য়াকসিনকে স্বীকৃতি দেয় ৷ তার পরই টুইটে সৌম্যা লেখেন, "পর্যটকদের জন্য ইউ-এর 15টি দেশ কোভিশিল্ডকে স্বীকৃতি দিয়েছে ৷" শুক্রবার বেলজিয়াম এমব্যাসির তরফে জানানো হয় যে, ভারতে এই ভ্যাকসিন নিয়ে বাইরে কোথাও যাওয়ার ক্ষেত্রে তাদের দেশের এই স্বীকৃতি সদর্থক ভূমিকা নেবে ৷ এমব্যাসির চার্জ ডি'অ্যাফেয়ার্স (Charge D'affairs) আর্নড লায়ন (Arnaud Lion) বলেন, "7 জুলাই আন্তঃমন্ত্রিসভার বৈঠকে কোভিশিল্ড ভ্যাকসিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ আমি আশা করি, এতে কোভিশিল্ড ভ্যাকসিন নেওয়া প্রত্যেকের জন্য ভারতে এবং তার বাইরে কোথাও যাওয়ার ক্ষেত্রে ভাল প্রভাব পড়বে ৷" এ ছাড়াও তিনি জানান যে কোভ্যাক্সে (COVAX) কোভিশিল্ড অন্যতম প্রধান ভ্যাকসিন হিসেবে বিবেচিত ৷

বেলজিয়াম ইন ইন্ডিয়া (Belgium in India) একটি টুইটে জানায়, বেলজিয়াম কোভিশিল্ডকে স্বীকৃতি দিচ্ছে ৷ @অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন (@AstraZeneca Vaccine) সেরাম ইনস্টিটিউটে উৎপাদন হয় আর বিতরণ করে কোভ্যাক্স (COVAX) ৷ এটা ভ্যাকসিন নিয়ে বৈষম্যের বিরুদ্ধে লড়ার ক্ষেত্রে ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ৷

সুইৎজারল্যান্ড, আইসল্যান্ড এবং আরও বেশ কিছু ইইউ দেশ এর আগে কোভিশিল্ডকে ছাড়পত্র দিয়েছে ৷ এস্তোনিয়া (Estonia) নিশ্চিত করেছে যে, ভারত সরকারের অনুমোদিত সব ভ্যাকসিনকেই তারা ছাড়পত্র দিয়েছে ৷

Last Updated : Jul 10, 2021, 1:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.