ETV Bharat / bharat

Arvind Kejriwal on COVID restriction: কমছে সংক্রমণ, শিগগিরই দিল্লির বিধিনিষেধ প্রত্যাহার: কেজরি

author img

By

Published : Jan 25, 2022, 2:07 PM IST

দিল্লিতে ক্রমশ কমছে কোভিড সংক্রমণ (COVID-19 positivity rate in the national capital has reduced) ৷ শিগগিরই রাজধানীর বিধিনিষেধ প্রত্যাহার করা হবে বলে জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal on COVID restriction) ৷

covid-19-positivity-rate-about-10-per-cent-in-delhi-will-remove-curbs-soon-Arvind kejriwal
কমছে সংক্রমণ, শিগগিরই দিল্লির বিধিনিষেধ প্রত্যাহার: কেজরি

নয়াদিল্লি, 25 জানুয়ারি: গত কয়েকদিনে দিল্লিতে অনেকটাই কমেছে সংক্রমণের হার ৷ সেই কারণে খুব শিগগিরই রাজধানী থেকে তুলে নেওয়া হবে কোভিড বিধিনিষেধ ৷ জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal on COVID restriction)৷

মঙ্গলবার তিনি বলেন, "গত 10 দিনে দিল্লির সংক্রমণের হার 20 শতাংশ কমেছে ৷ আজ সংক্রমণের হার প্রায় 10 শতাংশ (covid 19 positivity rate about 10 per cent in delhi) ৷ যেটা গত 15 জানুয়ারি 30 শতাংশ ছিল ৷ ধারাবাহিক ভাবে টিকাকরণের গতি বজার রাখার কারণেই এটা সম্ভব হয়েছে ৷"

আরও পড়ুন: Corona Update in India : সংক্রমণ নামল আড়াই লাখে, পজিটিভিটি রেট কমে 15 শতাংশ

রাজধানীর স্বাস্থ্যকর্মীদের ভূমিকার ভূয়সী প্রশংসা করে এদিন কেজরি জানান, দিল্লির জনসংখ্যার 100 শতাংশই কোভিড টিকার প্রথম ডোজ নিয়ে ফেলেছেন ৷ দ্বিতীয় ডোজ সম্পূর্ণ হয়েছে 82 শতাংশের ৷ কেজরির কথায়, "কোভিডের সংক্রমণ যখন বেড়ে গিয়েছিল, তখন আমাদের কিছু বিধিনিষেধ জারি করতে হয়েছিল ৷ তবে আমরা আপনাদের জীবনকে কষ্টের মধ্যে ফেলতে চাইনি ৷ বরং আপনাদের স্বাস্থ্যের সুরক্ষার ব্যবস্থা করেছি ৷ শিগগিরই কোভিড বিধিনিষেধ তুলে নেওয়ার চেষ্টা করব এবং আপনাদের জীবনকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনব ৷ সে জন্য যাবতীয় প্রচেষ্টা চালাচ্ছি ৷"

আরও পড়ুন: corona update in bengal : আরও নিম্নমুখী রাজ্যের করোনা গ্রাফ, সংক্রমণের হার 9 শতাংশের নিচে

বর্তমানে দেশে কোভিডের তৃতীয় ঢেউ চললেও দিল্লির উপর অতিমারির পঞ্চম ঢেউ চলছে বলে দাবি করেছেন কেজরিওয়াল ৷ সোমবার দিল্লিতে দৈনিক সংক্রমণ ছিল 5,760 এবং দৈনিক সংক্রমণের হার ছিল 11.79 শতাংশ ৷ এর ফলে দিল্লিতে মোট কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে হয় 17,97,471 ৷ সক্রিয় রোগীর সংখ্যা 45,140 ৷ এঁদের মধ্যে 36,838 জন বর্তমানে বাড়িতেই আইসোলেশনে আছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.