ETV Bharat / bharat

Couple Charred to Death: কর্ণাটকে অগ্নিদগ্ধ হয়ে দম্পতির মৃত্যু

author img

By

Published : Mar 27, 2023, 12:39 PM IST

বাড়িতে আগুন লেগে দম্পতির মৃত্যু হল কর্ণাটকে (Karnataka Couple Burnt Alive) ৷ শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান করছে পুলিশ ৷ শুরু হয়েছে তদন্ত ৷

Couple Charred to Death
Couple Charred to Death

ইয়াদাগিরি (কর্ণাটক), 27 মার্চ: অগ্নিদগ্ধ হয়ে মৃত দম্পতি (Husband and Wife Burnt Alive) ৷ ঘটনাটি ঘটেছে কর্ণাটকের ইয়াদাগিরি জেলার গুরমাটকাল তালুকের সাইদাপুরে ৷ সোমবার সকালে পুড়ে যাওয়া ওই দম্পতির দেহ উদ্ধার হয় (Karnataka Couple Charred to Death) ৷ পুলিশ জানিয়েছে, মৃতেদর নাম রাঘবেন্দ্র (39) ও শিল্পা (35) ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷ প্রাথমিক ভাবে শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে অনুমান করা হচ্ছে ৷ পুলিশ ও স্থানীয়দের থেকে জানা গিয়েছে, সাইদাপুরে একটি তিনতলা বাড়িতে পরিবার নিয়ে থাকতেন রাঘবেন্দ্র ৷ তাঁর স্ত্রী শিল্পা ছাড়াও বাড়িতে থাকতেন তাঁর বাবা, মা ও দুই ছেলে ৷ ওই তিনজনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ ৷

রাঘবেন্দ্ররা বাড়ির তৃতীয় তলে থাকতেন ৷ প্রথম দু’টি তলা কাপড়ের দোকানের জন্য ব্যবহার করা হত ৷ প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, সোমবার ভোর চারটে নাগাদ আগুন লাগে ৷ শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে পুলিশের অনুমান (Fire due to Electrical Short Circuit) ৷ যে অংশে কাপড়ের দোকান, বাড়ির সেই অংশ একেবারে পুড়ে ছাই হয়ে যায় আগুনের লেলিহান শিখা পৌঁছে যায় তৃতীয় তলেও ৷

Couple Charred to Death
আগুন লাগার পর ঘটনাস্থলে পুলিশ ও দমকলের আধিকারিকরা

দুর্ঘটনার সময় রাঘবেন্দ্ররা ঘুমিয়ে ছিলেন ৷ ফলে তাঁরা কিছু বোঝার আগেই পুরো বাড়ি পুড়ে যায় ৷ অগ্নিদগ্ধ হয়ে রাঘবেন্দ্র ও তাঁর স্ত্রী শিল্পার মৃত্যু হয় ৷ অগ্নিকাণ্ডে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তাঁর বাবা, মা ও দুই ছেলে৷ প্রতিবেশীরাই দমকল ও পুলিশকে খবর দেন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল ও পুলিশের আধিকারিকরা ৷ দমকল আধিকারিকদের তৎপরতায় আগুন নেভানো হয় ৷ তার পর অসুস্থ অবস্থায় উদ্ধার করা রাঘবেন্দ্রর বাবা, মা ও দুই ছেলেকে ৷

Couple Charred to Death
নিহত দম্পতি রাঘবেন্দ্র ও শিল্পা

শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় ৷ কিন্তু তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে কোনও তথ্য পরে আর মেলেনি ৷ এদিকে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ শর্ট সার্কিট থেকে দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনও কারণ আছে, তা খতিয়ে দেখছে পুলিশ ৷ রাঘবেন্দ্র ও শিল্পা এবং তাঁর পরিবার সম্পর্কে বিস্তারিত তথ্য অনুসন্ধান শুরু হয়েছে পুলিশের তরফে ৷ তবে এখনও এই নিয়ে পুলিশ মুখ খুলতে নারাজ ৷ তাদের বক্তব্য, তদন্ত না এগোলে আরও তথ্য পাওয়া যাবে ৷

আরও পড়ুন: খুনের পর স্ত্রী'র দেহ টুকরো টুকরো করে ছড়িয়ে দিল ব্য়ক্তি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.