ETV Bharat / bharat

Coronavirus India: দেশে অনেকটা কমল করোনা সংক্রমণ, কমেছে মৃত্যুও ; বেড়েছে সুস্থতার হার

author img

By

Published : Jul 12, 2021, 9:59 AM IST

Updated : Jul 12, 2021, 10:10 AM IST

দেশে ফের কমল করোনা ভাইরাসের (Coronavirus India) সংক্রমণ ৷ কমল মৃত্যুও ৷ গত 24 ঘণ্টায় সংক্রমিত হয়েছেন 37 হাজার 154 জন এবং মৃত্যু হয়েছে 724 জনের ৷ বর্তমানে সুস্থতার হার বেড়ে হয়েছে 97.22 শতাংশ ৷

coronavirus: India reports 37,154 new covid 19 cases in last 24 hours
দেশে অনেকটা কমল করোনা সংক্রমণ, কমেছে মৃত্যুও ; বেড়েছে সুস্থতার হার

নয়াদিল্লি, 12 জুলাই : দেশে ফের অনেকটা কমল করোনা ভাইরাসের (Coronavirus India) সংক্রমণ ৷ কমেছে মৃত্যুও ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 37 হাজার 154 জন এবং করোনায় প্রাণ গিয়েছে 724 জনের ৷ বেড়েছে সুস্থতার হার ৷ বর্তমানে সুস্থতার হার বেড়ে হয়েছে 97.22 শতাংশ ৷

গত শুক্রবার থেকে লাগাতার চার দিন নিম্নমুখী দেশের করোনা ভাইরাস সংক্রমণের গ্রাফ ৷ রবিবার আক্রান্ত হন 41 হাজার 506 জন ৷ তবে সেই সংখ্যাটা আজ অনেকটা কমেছে ৷ করোনায় মৃত্যু শনিবার আবারও হাজার পেরিয়ে গিয়েছিল ৷ সংখ্যাটা ছিল 1 হাজার 206 । রবিবার তা কমে হয় 895 জন ৷ করোনায় মৃত্যু আরও কমেছে সোমবার ৷

আজ সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিনে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 37 হাজার 154 জন ৷ এই সময়ের মধ্যে দেশে করোনার বলি হয়েছেন 724 জন ৷ স্বাস্থ্যমন্ত্রকের হিসেব বলছে, করোনায় দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 4 লাখ 8 হাজার 764 জনের ৷ দেশে বর্তমানে মোট সক্রিয় আক্রান্ত আছেন 4 লাখ 50 হাজার 899 জন ৷

আরও পড়ুন: স্বস্তি ! ফের হাজারের নিচে নামল দৈনিক মৃত্যু, কমল সংক্রমণও

গত 24 ঘণ্টায় করোনাকে জয় করেছেন 39 হাজার 649 জন ৷ এখনও পর্যন্ত দেশে মোট করোনা থেকে সেরে উঠেছেন 3 কোটি 14 হাজার 713 জন ৷ দেশে সুস্থতার হার বেড়ে হয়েছে 97.22 শতাংশ ৷

আরও পড়ুন: টানা এক সপ্তাহ হাজারের নিচে দৈনিক সংক্রমণ, বাড়ছে সুস্থতার হার

এখনও পর্যন্ত দেশে করোনা টিকার 37 কোটি 73 লাখ 52 হাজার 501টি ডোজ দেওয়া হয়েছে ৷ গত 24 ঘণ্টায় 12 লাখ 35 হাজার 287 জনের টিকাকরণ হয়েছে ৷ বর্তমানে কোভিশিল্ড, কোভ্য়াকসিন, স্পুটনিক ভি ও মডার্না - এই চারটি টিকা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে দেশে ৷

Last Updated :Jul 12, 2021, 10:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.