ETV Bharat / bharat

Coromandel Express Again on Track: 4 দিন পর বাহানাগা পেরলো করমণ্ডল, বুধে শালিমার থেকে ছাড়বে নির্দিষ্ট সময়ে

author img

By

Published : Jun 6, 2023, 8:10 PM IST

ভয়াবহ দুর্ঘটনার 4 দিন পর বাহানাগা পেরলো করমণ্ডল এক্সপ্রেস ৷ বুধবার শালিমার থেকে নির্দিষ্ট সময়েই এই ট্রেন ছাড়বে বলে জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেল ৷

Coromandel Express Again on Track
করমণ্ডল এক্সপ্রেস

ভুবনেশ্বর, 6 জুন: অভিশপ্ত বাহানাগা বাজার স্টেশন দিয়ে ফের চলল করমণ্ডল এক্সপ্রেস ৷ মঙ্গলবার চেন্নাই থেকে ডাউন ট্রেনটি 30 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দুর্ঘটনাস্থল অতিক্রম করেছে । শালিমার থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস বুধবার থেকে স্বাভাবিক সময়েই যাত্রা শুরু করবে বলে জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেল ৷

গত শুক্রবার ওড়িশার বালাসোর জেলার বাহানাগা বাজার স্টেশনের কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে তিনটি ট্রেন ৷ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস ৷ তার পর থেকে মৃত্যুমিছিলের সাক্ষী থেকেছে দেশ ৷ যুদ্ধকালীন তৎপরতায় হয়েছে দুমরানো মুচরানো বগি সরিয়ে ট্র্যাক মেরামতির কাজ ৷ সেই ঘটনার চার দিন পর মঙ্গলবার চেন্নাই থেকে ডাউন করমণ্ডল এক্সপ্রেস ঘণ্টায় 30 কিলোমিটার বেগে দুর্ঘটনাস্থল বাহানাগা পেরিয়েছে ৷ ট্রেনটি ওই এলাকা পার করার সময় দূর থেকে তা প্রত্যক্ষ করেন বহু মানুষ ৷

দক্ষিণ-পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, 7 জুন থেকে স্বাভাবিক হচ্ছে আপ করমণ্ডল এক্সপ্রেসের পরিষেবা ৷ 12841 শালিমার-এমজিআর চেন্নাই সেন্ট্রাল করমণ্ডল এক্সপ্রেস বুধবার শালিমার স্টেশন থেকে নির্দিষ্ট সময় বিকেল 3.20-তে ছাড়বে বলে জানানো হয়েছে রেলের তরফে ৷

আরও পড়ুন: করমণ্ডলের করুণ কাহিনী গাছের পাতায় ফুটিয়ে তুললেন কলকাতার ঋকদীপ

রবিবার রাতে আপ এবং ডাউন উভয় লাইনে রেস্টোরেশনের কাজ শেষ হওয়ার পর থেকে বন্দে ভারত এক্সপ্রেস-সহ 70 টিরও বেশি ট্রেন এখনও পর্যন্ত বাহানাগা বাজার স্টেশন দিয়ে গিয়েছে । ভয়াবহ এই দুর্ঘটনার কবলে পড়েছিল তিনটি ট্রেন, হাওড়া-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস, বেঙ্গালুরু-হাওড়া এক্সপ্রেস এবং একটি মালগাড়ি । সেই ঘটনায় 278 জনের মৃত্যু হয় এবং 1200 জন আহত হয়েছেন ৷

সিবিআই মঙ্গলবার ওড়িশা পুলিশ কর্তৃক নথিভুক্ত বালাসোর জিআরপি কেস নং 64টি হাতে নিয়েছে । খুরদা রোডের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) রিঙ্কেশ রায় সোমবার জানান, 278টি দেহের মধ্যে 177টি শনাক্ত করা হয়েছে এবং দাবিহীন দেহগুলি ছয়টি ভিন্ন হাসপাতালে রাখা হয়েছে । তিনি আরও বলেন, ওড়িশা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, বিহার, তেলাঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর মতো রাজ্যে নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করার জন্য লোকদের মোতায়েন করেছে রেল। মরদেহগুলো বিজ্ঞানসম্মতভাবে সংরক্ষণ করা হবে বলে জানান তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.