ETV Bharat / bharat

Police Noble Work: উনিতো বাবার মতো, বৃদ্ধকে নতুন জুতো কিনে পরালেন কনস্টেবল; ভাইরাল ভিডিয়ো

author img

By

Published : Jul 22, 2023, 7:35 PM IST

পুলিশের মানবিক রূপ ৷ বাবার মতো বৃদ্ধকে নিজের হাতে জুতো কিনে পরালেন এক কনস্টেবল ৷ উত্তরপ্রদেশের এই ঘটনা ইতিমধ্যে ভাইরাল নেটদুনিয়ায় ৷ কুঁড়িয়েছে বাহবা ৷

cops turn good Samaritans
বৃদ্ধকে নতুন জুতো কিনে পরালেন কনস্টেবল

বৃদ্ধকে নতুন জুতো কিনে পরালেন কনস্টেবল

কানপুর, 22 জুলাই: পুলিশের বিরুদ্ধে হয়রানি বা অমানবিক আচরণের অভিযোগ তো প্রায়শই ওঠে ৷ তবে এ যেন অন্যকরম দৃশ্য ৷ পুলিশের কাছে আসা বৃদ্ধকে জুতো কিনে নিজের হাতে পরিয়ে দিলেন এক কনস্টেবল ৷ তিনি বলেন, "বাবাকেও তো এরকমভাবে জুতো পরিয়ে দিই ৷ উনিতো আমার বাবার মতো ৷ তাই তাঁকেও নিজের হাতে জুতো পরিয়ে দিলাম ৷" সচরাচর দেখা যায় না এমন ঘটনা ৷ ফলে সেই ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে ৷

জানা গিয়েছে, কয়েকদিন আগে ওই হতদরিদ্র বৃদ্ধ পুলিশে একটি অভিযোগ করেছিলেন ৷ সেই অভিযোগ নিয়ে শুক্রবার ফের রাজবাহাদুর (80) কানপুর পুলিশ কমিশনারেটের অফিসে এসেছিলেন ৷ সে সময় বৃদ্ধকে চিনতে পারেন কনস্টেবল নিশান্ত তোমর ৷ তিনি দেখেন, ফের ছেঁড়া জুতো পরে বৃদ্ধ পুলিশ কমিশনারের কাছে এসেছেন ৷ এই দৃশ্য দেখে মন ব্যথিত হয় কনস্টেবলের ৷ তৎক্ষণাৎ তিনি ছুটে যান বাজারে এবং সেখানে গিয়ে বৃদ্ধের জন্য কিনে আনেন নতুন জুতো ৷ এরপর সেই জুতো তিনি নিজের হাতে পরিয়ে দেন বৃদ্ধের পায়ে ৷

চোখ ছলছল করে ওঠে বৃদ্ধের ৷ বিনিময়ে খুব বেশি কিছু দেওয়ার ক্ষমতা নেই তাঁর ৷ তবে সবচেয়ে মূল্যবান জিনিসটি রাজবাহাদুর দিলেন কনস্টেবলকে ৷ তিনি প্রাণ ভরে তাঁর মাথায় হাত রেখে তাঁকে আশীর্বাদ করলেন ৷ বৃদ্ধ কনস্টেবলকে আশীর্বাদ করে বললেন, "এইভাবে মানুষকে সাহায্য করে যাও ৷ পুলিশ শুধু খারাপ আচরণ করে, মানুষের এই ধারনায় বদল ঘটাও।"

কনস্টেবল নিশান্ত তোমর বলেন, "বৃদ্ধ কয়েকদিন আগে পুলিশ কমিশনারেট অফিসে এসেছিলেন । তখন তাঁর জুতো দেখলাম, সেটি খুবই খারাপ অবস্থায় ছিল । জুতো চারদিক থেকে ছিঁড়ে গিয়েছিল । তখন আমি ভাবলাম তাঁকে সাহায্য করা উচিত ৷ কিন্তু ততক্ষণে তিনি সেখান থেকে চলে যান । শুক্রবার তিনি আবারও অভিযোগ নিয়ে পুলিশ কমিশনারের কার্যালয়ে আসেন । তখন সুযোগ পেয়ে আনন্দে দৌড়ে গিয়ে দ্রুত পাশের দোকানে থেকে তাঁর জন্য জুতো নিয়ে এলাম । জুতো এনে আমি নিজেই আমার বাবার মতো তাঁর পায়ে পরিয়ে দিই ।"

আরও পড়ুন: মানবিক পুলিশ ! আহত ভবঘুরেকে এসএসকেএম-এ ভর্তি করে প্রশংসা কুড়োল লালবাজার

জানা গিয়েছে, কেউ জোর করে বৃদ্ধের বাড়ি দখল করে নিচ্ছে । সেই অভিযোগের বিষয়ে এ দিন রাজবাহাদুর কমিশনারের কাছে এসেছিলেন ৷ যখন সেখান থেকে তিনি বেরিয়ে আসছিলেনে তখন কনস্টেবল নিশান্ত ছেঁড়া জুতো পায়ে তাঁকে ফের দেখতে পান ৷ এরপরেই তাঁর মানবিক রূপের পরিচয় পায় সকলে ৷ ঘটনায় আপ্লুত সেখানে উপস্থিত লোকজনও ৷ তারা বাহবা জানায় কনস্টেবলের এই কাজকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.