ETV Bharat / bharat

Online Game Fraud: অনলাইন গেমের ফাঁদে ফেলে প্রতারণা, অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার 17 কোটি !

author img

By

Published : Jul 23, 2023, 11:05 AM IST

Businessman loses 58 crore rupees in online games: ব্যবসায়ীকে অনলাইন গেমের ফাঁদে ফেলে 58 কোটি টাকার প্রতারণা ৷ তদন্তে নেমে অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার 17 কোটি টাকা ও 4 কেজি সোনা ৷

online games fraud case in Nagpur
58 কোটি টাকার প্রতারণা

নাগপুর, 23 জুলাই: অনলাইন গেমের নামে বিরাট অঙ্কের প্রতারণা ৷ ঘটনার তদন্ত নেমে অভিযুক্তের বাড়ি থেকে 4 কেজি সোনা ও 17 কোটি নগদ টাকা উদ্ধার পুলিশের । ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরে ৷ অনলাইন গেমে 58 কোটি টাকা খুইয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যবসায়ী ৷ সেই ঘটনার তদন্তে নেমে উদ্ধার হল 17 কোটি টাকা। তবে অভিযুক্ত পলাতক ৷ তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।

জানা গিয়েছে, অনন্ত নামে ওই অভিযুক্তের বাড়ি গোন্দিয়া জেলায় ৷ এই ব্যক্তি নাগপুর শহরের একজন বড় ব্যবসায়ীকে অনলাইন গেম থেকে প্রচুর টাকা জেতার প্রলোভন দেখান ৷ প্রলোভনে পা দিয়ে ব্যবসায়ী অনলাইন গেমে ধাপে ধাপে প্রায় 58 কোটি টাকা হারান । এই বিপুল পরিমাণ টাকা হারিয়ে ব্যবসায়ী আত্মহত্যার চেষ্টা করলে পুরো বিষয়টি প্রকাশ্যে আসে ।

অনন্তের নামে পুলিশে অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী ৷ তারপর পুলিশ তদন্ত নেমে গোন্দিয়ায় বসবাসকারী এই অভিযুক্তের বাড়িতে তল্লাশি অভিযান চালায় ৷ তল্লাশি চালাতে গিয়ে হতবাক হয়ে যান তদন্তকারী আধিকারিকরা ৷ তাঁর বাড়ি থেকে মেলে কোটি কোটি টাকা ও সোনা ৷ পুলিশ এ পর্যন্ত বাড়ি থেকে 4 কেজি সোনা ও 17 কোটি টাকা নগদ উদ্ধার করেছে ।

অভিযোগকারীর নাম গোপন রেখেছে প্রশাসন। সূত্রের খবর, বিভিন্ন অনলাইন গেম খেলে 2021 থেকে 2023 সালের নভেম্বরের মধ্যে 58 কোটি টাকা খুইয়েছেন ওই ব্যবসায়ী । শুক্রবার সাইবার থানায় ওই ব্যবসায়ী অভিযোগ দায়ের করেন ৷ তিনি জানিয়েছেন, অনন্ত অনলাইন গেমিং অ্যাপে 24 ঘণ্টা বাজি ধরে কোটি টাকা উপার্জনের প্রলোভন দেখিয়েছিলেন।

বলেছিলেন, এভাবে অল্প সময়ের মধ্যে প্রচুর অর্থ উপার্জন করা যাবে ৷ এরপর অভিযুক্ত তাঁকে অনলাইন বেটিং/গেমিং লিঙ্কের ব্যবহারকারীর নাম, পাসওয়ার্ড পাঠিয়ে বাজি ধরতে কার্যত বাধ্য করতেন বলে দাবি ব্যবসায়ীর ৷ এভাবেই বাজি ধরার অভ্যাস হয়ে যায় ব্যবসাযীর। কিন্তু একের পর এক টাকা খোয়াতে শুরু করেন তিনি ৷

বেশ কিছু দিন পর তিনি বুঝতে পারেন অনলাইন বেটিংয়ে শুধুমাত্র অভিযুক্তই লাভবান হচ্ছে । ব্যবসায়ী অভিযুক্তের কাছ থেকে এ পর্যন্ত হারানো টাকা ফেরত চান ৷ কিন্তু অভিযুক্ত টাকা ফিরিয়ে না দিয়ে বরং ব্যবসায়ীকে হত্যা করার হুমকি দেয়। পাশাপাশি আরও 40 লক্ষ টাকাও তাঁর কাছ থেকে দাবি করেন বলে অভিযোগ । অবশেষে আর কোন উপায় না খুঁজে পেয়ে ব্যবসায়ী আত্মহত্যার চেষ্টা করেন ৷

আরও পড়ুন: অনলাইন গেম খেলতে গ্রাহকদের টাকা চুরি ! হাজতে ব্যাংক আধিকারিক

পুলিশের প্রাথমিক অনুমান, ভুয়ো অনলাইন লিঙ্কে গেম খেলতে বাধ্য করে অভিযুক্ত প্রতারণা করতেন ৷ সেভাবেই অনন্ত ধাপে ধাপে মোট 58 কোটি 42 লাখ 16 হাজার 300 টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ ৷ ওই ব্যবসায়ী বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনের কাছ থেকে কোটি কোটি টাকা ধার নিয়েছিলেন এবং তা দিয়ে অনলাইন গেম খেলেন ৷ কিন্তু হেরে যাওয়ায় সেই টাকা ফেরত দিতে পারেননি তিনি ৷ এরপরই তিনি আত্মহত্যা করার চেষ্টা করেন বলে খবর ৷ সাইবার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.