ETV Bharat / bharat

ভারতে তৈরি কোভিশিল্ড পৌঁছাল ব্রাজিলে

author img

By

Published : Jan 23, 2021, 10:54 AM IST

Updated : Jan 23, 2021, 11:02 AM IST

ভারত থেকে কোভিশিল্ড ইতিমধ্যেই বেশ কয়েকটি দেশে পাঠানো হয়েছে ৷ এবারে সেই তালিকায় যোগ হল ব্রাজিলের নাম ৷

দিল্লি
দিল্লি

দিল্লি, 23 জানুয়ারি : ভারতের তৈরি কোরোনা ভ্যাকসিন কোভিশিল্ড পৌঁছাল ব্রাজিলে ৷ শনিবার প্রায় 2 মিলিয়ন কোরোনা ভ্যাকসিনের ডোজ় বিশেষ বিমানে ব্রাজিলে পৌঁছায় ৷ বিদেশমন্ত্রী এস জয়শংকর টুইট করে একাথা জানান ৷ কোরোনা ভ্যাকসিনের জন্য ব্রাজিল বিদেশ মন্ত্রকের তরফে ভারত সরকার ও সেরাম ইনস্টিটিউটকে ধন্যবাদ জানানো হয়েছে ৷

এদিন টুইটারে ভারতের বিদেশমন্ত্রী লেখেন, "বিশ্বের ফার্মাসির ওপর ভরসা রাখুন ৷ ভারতের তৈরি ভ্যাকসিন ব্রাজিলে পা দিল ৷ " শুক্রবারই সেরাম ইনস্টিটিউটের পক্ষ থেকে 2 মিলিয়ন কোভিশিল্ডের ডোজ় ব্রাজিলের উদ্দেশ্যে রওনা দেয় ৷ ব্রাজিলের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে পুনের সেরাম ইন্সিটিটউটের সঙ্গে একটি চুক্তি করা হয় ৷ এবিষয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বোলসোনারো একটি চিঠিও দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷ সেইমতোই কোরোনা ভ্যাকসিন পাঠানোর সমস্ত রকম ব্যবস্থা করা হয় ৷ ব্রাজিলিয়ান অ্যাম্বাসাডর আন্দ্রে আরানহা কোরিয়া ডো লাগো সেরাম ইনস্টিটিউটকে ধন্যবাদ জানান ৷ এদিন তিনি বলেন, "সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়াকে ধন্যবাদ ৷ পাশে থাকার জন্য ভারত সরকারকেও ধন্যবাদ জানাই ৷ "

আরও পড়ুন : পাঁচ মাসে 31 বার কোরোনা !

প্রসঙ্গত, অক্সফোর্ড ও অ্যাস্ট্রেজেনেকার সঙ্গে গাঁটছড়া বেঁধে ভারতের সেরাম ইনস্টিটিউট কোরোনা ভ্যাকসিন কোভিশিল্ড প্রস্তুত করেছে ৷ ভারতে তা ব্যবহারের ছাড়পত্র দেওয়া হয়েছে ৷ এরপরেই ভারত থেকে বেশ কয়েকটি দেশে কোভিশিল্ড সরবরাহ করা হয়েছে ৷ ভুটান, মালদ্বীপ, নেপাল, মায়ানমার ও বাংলাদেশে ইতিমধ্যেই কোভিশিল্ড সরবরাহ করা হয়েছে ৷ এবার সেই তালিকায় যোগ হল ব্রাজিলের নামও ৷

Last Updated : Jan 23, 2021, 11:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.