ETV Bharat / bharat

Congress Slams BJP: কেরলের মুসলিম লিগ নিয়ে রাগার মন্তব্যের নিন্দা বিজেপির, জিন্নাহকে টেনে পালটা কংগ্রেসের

author img

By

Published : Jun 2, 2023, 5:35 PM IST

কেরলের মুসলিম লিগকে ধর্মনিরপেক্ষ বলেছেন রাহুল গান্ধি ৷ তাঁর সেই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি ৷ এ বার বিজেপিকে পালটা জবাব দিয়ে কংগ্রেস টেনে আনল জিন্নাহর নাম ৷

Congress Slams BJP
Congress Slams BJP

নয়াদিল্লি, 2 জুন: ভারতীয় ইউনিয়ন মুসলিম লিগকে 'সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ' বলার জন্য রাহুল গান্ধির সমালোচনায় সরব হয়েছিল বিজেপি ৷ এ বার নরেন্দ্র মোদির দলকে তীব্র আক্রমণ করে শুক্রবার কংগ্রেস বলেছে, রাহুল যে দলের কথা উল্লেখ করেছেন, তা মুসলিম লিগের থেকে আলাদা ৷ এই মুসলিম লিগের জন্য বিজেপির আরও বেশি ভালোবাসা আছে বলে দাবি কংগ্রেসের ৷ তারা মনে করিয়ে দিয়েছে যে, মহম্মদ আলি জিন্নাহর প্রশংসা করেছিলেন বিজেপির শীর্ষ নেতা লালকৃষ্ণ আডবাণি ৷ বিরোধী দলটি আরও বলেছে, তারা বিজেপিকে মনে করিয়ে দিতে চায় যে, হিন্দু মহাসভার সভাপতি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ব্রিটিশ শাসন কালে বাংলায় সরকার গঠনের জন্য জিন্নাহর মুসলিম লিগের সঙ্গে জোটবদ্ধ হয়েছিলেন ।

ওয়াশিংটনের ন্যাশনাল প্রেস ক্লাবে সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথনে ধর্মনিরপেক্ষতার কথা বলার সময় রাহুল গান্ধিকে কেরলে আইইউএমএল-এর সঙ্গে জোটে থাকার বিষয়ে জিজ্ঞাসা করা হলে জবাবে তিনি বলেন, "মুসলিম লিগ একটি সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ দল । মুসলিম লিগে অসাম্প্রদায়িক কিছুই নেই ।" রাহুলের এই মন্তব্যের তীব্র সমালোচনা করে বিজেপি ৷ গেরুয়া শিবিরের নেতারা অভিযোগ করেছেন যে, জিন্নাহর সর্বভারতীয় মুসলিম লিগের পেছনে যে মানসিকতা ছিল, কেরলের দল সেই একই মানসিকতার দ্বারা পরিচালিত হয় ৷

বিজেপির এই মন্তব্যের সমালোচনা করে একটি টুইটে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, "যখন (মহাত্মা) গান্ধিজি ভারত ছাড়ো আন্দোলন শুরু করেছিলেন, তখন বাংলায় সরকারে মুসলিম লিগের সঙ্গে ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় । বাংলা ভাগের জন্য তিনি এককভাবে দায়ী ছিলেন ।"

কংগ্রেস নেতা অমিতাভ দুবের একটি টুইটও ট্যাগ করেন রমেশ ৷ রাহুল গান্ধির সমালোচনার জন্য বিজেপির আইটি বিভাগের প্রধান অমিত মালব্যকে নিন্দা করে সেই টুইট করেছিলেন অমিতাভ দুবে ৷ তিনি লেখেন, "আপনি কেরল-ভিত্তিক আইইউএমএল-এর সঙ্গে জিন্নাহর মুসলিম লিগকে গুলিয়ে ফেলছেন ৷ যে মুসলিম লিগ সাভারকারের দ্বি-জাতি তত্ত্বকে মেনে নিয়েছিল । একই মুসলিম লিগ যার সঙ্গে বিজেপির প্রতিষ্ঠাতা এসপি মুখোপাধ্যায় এবং হিন্দু মহাসভা বাংলা, সিন্ধু, এনডব্লিউএফপি (উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে)-তে জোট সরকার গঠন করেছিল ৷"

কংগ্রেসের মিডিয়া বিভাগের প্রধান পবন খেরাও রাগার সমালোচনা করার জন্য বিজেপিকে একহাত নেন ৷ তিনি বলেন যে, বিজেপি-আরএসএস-এর পাকিস্তানের রাজনীতি এবং জিন্নাহর মুসলিম লিগ সম্পর্কে আরও বেশি জ্ঞান রয়েছে কারণ তারা একটি ঐতিহাসিক 'জুগলবন্দি' ভাগ করে নেয় একে-অপরের সঙ্গে ।

খেরা বলেন, "যাঁদের সম্পূর্ণ রাষ্ট্রবিজ্ঞান (ডিগ্রি) আছে, তাঁদের দেশের রাজনীতি সম্পর্কে কিছু জ্ঞান থাকা উচিত ৷" তিনি জানান, ভারতীয় ইউনিয়ন মুসলিম লিগের প্রতিষ্ঠাতা মহম্মদ ইসমাইল গণপরিষদের সদস্য ছিলেন এবং চিনের সঙ্গে যুদ্ধের সময় তিনি তাঁর ছেলে মিয়াঁ খানকে ভারতীয় সেনাবাহিনীতে যোগদানের প্রস্তাব দিয়েছিলেন ।

আরও পড়ুন: 'খুন হওয়ার ভয় পিছিয়ে যাব না', আমেরিকায় দাবি রাহুলের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.