ETV Bharat / bharat

Bharat Jodo Yatra: রাহুলের ভারত জোড়ো যাত্রার সেঞ্চুরি, যোগ দিলেন হিমাচলের মুখ্যমন্ত্রী

author img

By

Published : Dec 16, 2022, 5:21 PM IST

Updated : Dec 16, 2022, 6:13 PM IST

গত 7 সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু হয় কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) ৷ শুক্রবার তা 100 দিনে পড়ল ৷ এদিন রাজস্থানে দৌসায় যাত্রায় অংশ নেন রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ পরে সাংবাদিক বৈঠকও করেন ৷

congress-resumes-bharat-jodo-yatra-from-dausa-rajasthan-and-completes-100-days
Bharat Jodo Yatra: রাহুলের ভারত জোড়ো যাত্রার সেঞ্চুরি, যোগ দিলেন হিমাচলের মুখ্যমন্ত্রী

দৌসা (রাজস্থান), 16 ডিসেম্বর: কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির (Rahul Gandhi) ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) শুক্রবার 100 দিনে পড়ল ৷ এদিন সকালে রাজস্থানের দৌসায় এই যাত্রার শততম দিন উপলক্ষ্যে বিভিন্ন প্রান্ত থেকে কংগ্রেসের (Congress) সিনিয়র নেতা ও কর্মী-সমর্থকরা যোগ দেন ।

7 সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে শুরু হয় এই পদযাত্রা ৷ বিভিন্ন রাজ্য ঘুরে এখন রাজস্থানে (Rajasthan) রয়েছেন রাহুল গান্ধি ৷ শুক্রবার রাজস্থানে এই যাত্রার দ্বাদশ দিন ছিল ৷ এদিন রাহুল দলীয় নেতা ও কর্মীদের সঙ্গে দৌসার মীনা হাইকোর্ট থেকে সকাল 6 টা নাগাদ যাত্রা শুরু করেন ৷ বেলা 11 টা নাগাদ গিরিরাজ ধরন মন্দিরে যাত্রা শেষ করেন ৷ বিকেল চারটে নাগাদ তিনি জয়পুরে কংগ্রেসের রাজ্য অফিসে সাংবাদিক বৈঠকও করেন ৷ সন্ধ্যা 7টায় ভারত জোড়ো যাত্রার 100 দিন উপলক্ষ্যে একটি অনুষ্ঠান রয়েছে ৷ সেখানেও যোগ দিতে পারেন রাহুল ৷

হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু এবং তাঁর ডেপুটি মুকেশ অগ্নিহোত্রী কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় যোগ দিতে বৃহস্পতিবার রাতে দিল্লি থেকে রাজস্থানে পৌঁছান । দুজনের সঙ্গে ছিলেন হিমাচল প্রদেশে কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা রাজীব শুক্লাও ।

ভারত জোড়ো যাত্রা 4 ডিসেম্বর রাজস্থানে প্রবেশ করেছে । 21 ডিসেম্বর হরিয়ানায় (Haryana) প্রবেশ করবে ৷ এই 17 দিনে এটি প্রায় 500 কিলোমিটার পথ অতিক্রম করবে । 7 সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু হওয়া পদযাত্রা কাশ্মীরে গিয়ে শেষ হবে । 3 হাজার 570 কিমি রাস্তা পেরোবে এই যাত্রা ৷

বৃহস্পতিবার রাহুল গান্ধি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘‘চ্যাম্পিয়নরা ভারতকে গৌরব এনে দিতে তাঁদের ঘাম এবং রক্ত দিয়েছে । অলিম্পিক, কমনওয়েলথ গেমস এবং অন্যান্য আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় দেশকে গর্বিত করার জন্য তাঁরা অনেক ত্যাগ স্বীকার করেছেন এবং নিজেদের সক্ষমতার শেষ সীমায় পৌঁছেছেন । আমি আনন্দিত যে তাঁরা ভারত জোড়ো যাত্রায় তাঁদের সমর্থন জানাতে এবং ভারতের ঐক্য, ভ্রাতৃত্ব এবং সম্প্রীতির জন্য হাঁটতে এসেছেন ৷’’

আরও পড়ুন: রাজস্থানে গরুর গাড়িতে চড়ে রাহুলের ভারত জোড়ো যাত্রা

Last Updated :Dec 16, 2022, 6:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.