ETV Bharat / bharat

PK-Congress : আদর্শের সঙ্গে আপসে নারাজ একাংশ, তাতেই প্রশ্নের মুখে পিকে-র কংগ্রেসে যোগদানের সম্ভাবনা

author img

By

Published : Apr 22, 2022, 11:01 PM IST

Congress on Prashant Kishor
আদর্শের সঙ্গে আপসে নারাজ একাংশ, তাতেই প্রশ্নের মুখে পিকে-র কংগ্রেসে যোগদানের সম্ভাবনা

যা আভাস তাতে প্রশান্ত কিশোরের বিভিন্ন প্রেজেন্টেশনে বেজায় খুশি কংগ্রেস তাঁকে নিঃশর্তেই দলের গুরুত্বপূর্ণ পদ দেওয়ার পরিকল্পনা সাজিয়ে ফেলেছে ৷ তবে এক্ষেত্রে কাঁটার মত খচখচ করে বিঁধছে দলের আদর্শ (Congress ready to induct PK but ideology factor a concern) ৷

নয়াদিল্লি, 22 এপ্রিল : 2024 লোকসভায় হারানো জমি ফিরে পেতে মরিয়া জাতীয় কংগ্রেসের ভরসার স্থলপাত্র এখন প্রশান্ত কিশোর ৷ আর সেই কারণে গত এক সপ্তাহে বিহারের ভোট কুশলীকে বারংবার দেখা গিয়েছে দশ জনপথে বিজেপির আস্ফালন দমাতে বিগত কয়েকদিনে কংগ্রেস হাইকমান্ডকে 600 স্লাইডের প্রস্তাব পেশ করেছেন পিকে ৷ যা আভাস, তাতে প্রশান্ত কিশোরের প্রেজেন্টেশনে বেজায় খুশি কংগ্রেস তাঁকে নিঃশর্তেই দলের গুরুত্বপূর্ণ পদ দেওয়ার পরিকল্পনা সাজিয়ে ফেলেছে ৷ যদিও শেষবেলায় এসে কাঁটার মত খচখচ করে বিঁধছে দলের আদর্শ (Congress ready to induct PK but ideology factor a concern) ৷

কংগ্রেসের আদর্শের সঙ্গে একেবারেই আপস করতে রাজি নন দলের একাংশ ৷ কিন্তু অতীতে বিজেপি, জেডিইউ, তৃণমূল কংগ্রেসের স্ট্র্যাটেজিস্ট হিসেবে কাজ করা প্রশান্ত কিশোর কংগ্রেসে যোগ দিলে আদর্শে বলীয়ান থাকতে পারবেন তো? একশ্রেণীর কংগ্রেস নেতৃত্বের এই ভীতিই সম্ভবত পিকে-র কংগ্রেসে যোগদান বিলম্বিত করছে বলে ধারণা ৷ সূত্রের খবর, কেবল উপদেষ্টা হিসেবে পিকে দলের সঙ্গে থাকলে অতীত ফ্যাক্টর নয় ৷ তবে মহৎ দায়িত্ব চাপিয়ে গুরুত্বপূর্ণ নেতা হিসেবে প্রশান্ত কিশোরকে দলে নেওয়ার ব্যাপারে আদর্শের প্রশ্ন আসবেই বলে মনে করছে কংগ্রেসের একাংশ ৷

বিগত কয়েকদিনে কংগ্রেসকে দেওয়া বিভিন্ন প্রস্তাবের মধ্যে ছিল গুজরাত, উত্তরপ্রদেশ, বিহার এবং ওড়িশায় আসন্ন বিধানসভা নির্বাচনের খসড়া ৷ 2024 নির্বাচনে মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে জোট গড়ে নির্বাচনে লড়ার কথাও কংগ্রেস হাইকমান্ডকে তাঁর প্রস্তাবে জানিয়েছেন 2021 বাংলায় তৃণমূলের জয়ের নেপথ্য নায়ক ৷ 2024 লোকসভা নির্বাচনে 370টি আসনে আইএনসি'কে একক প্রতিদ্বন্দ্বিতা করার দিকে মনোনিবেশ করতে বলেছেন পিকে ৷

আরও পড়ুন : এবার কি তৃণমূলের সঙ্গে প্রশান্ত কিশোরের বিচ্ছেদ আসন্ন

পিকে-র একের পর এক প্রস্তাব কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধি, দিগ্বিজয় সিং, রাহুল গান্ধি বঢ়রা, অম্বিকা সোনি, কেসি বেণুগোপাল, জয়রাম রমেশদের এতটাই পছন্দ যে প্রশান্ত কিশোরকে কোনওরকম সংশয় ছাড়াই দলে অন্তর্ভুক্তির সবুজ সংকেত দেন ৷ এখন দেখার কোন পথে বাস্তবায়িত হয় পিকে-র কংগ্রেসে যোগদান কিংবা আদৌ তা হয় কি না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.