ETV Bharat / bharat

লোকসভা নির্বাচনে রায়বরেলি থেকে প্রার্থী হোন প্রিয়াঙ্কা, দাবি কংগ্রেসের অন্দরে

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 24, 2023, 4:43 PM IST

Priyanka Gandhi লোকসভা নির্বাচনে রায়বরেলি থেকে প্রিয়াঙ্কা গান্ধি বঢরাকে প্রার্থী করতে চাইছে কংগ্রেসের নেতাদের একাংশ ৷ তবে এ বিষয়ে এখনও নিশ্চিত ভাবে কিছু বলা হয়নি ৷

Priyanka Gandhi
প্রিয়াঙ্কা গান্ধি

নয়াদিল্লি, 24 ডিসেম্বর: প্রিয়াঙ্কা গান্ধি বঢরার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে দলের অন্দরে ৷ জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে 23 ডিসেম্বর যে নয়া এআইসিসি দল ঘোষণা করেছেন, সেখানে কোনও রকম পোর্টফোলিয়ো ছাড়াই শুধু সাধারণ সম্পাদকের পদে রয়েছেন সনিয়া-কন্যা । আগামী লোকসভা নির্বাচনে তাঁকে রায়বরেলি থেকে প্রার্থী করার দাবি জোরালো হয়েছে কংগ্রেসে ৷

রাহুল গান্ধি যখন দলের প্রধান ছিলেন, তখন তিনি প্রিয়াঙ্কাকে 2019 সালের লোকসভা নির্বাচনের আগে 2016 সালে প্রাক্তন নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে উত্তরপ্রদেশের অর্ধেকের দায়িত্বে নিযুক্ত করেছিলেন । এরপর প্রিয়াঙ্কা রাজ্যজুড়ে প্রচার চালান ৷ 2020 সালে সিন্ধিয়া বিজেপি-তে যোগ দেওয়ার পরে পুরো উত্তরপ্রদেশের দায়িত্ব তুলে দেওয়া হয় প্রিয়াঙ্কার কাঁধে । যদিও 2022 সালের বিধানসভা নির্বাচনের ফলাফল উত্তরপ্রদেশে কংগ্রেসের জন্য হতাশাজনকই ছিল, কারণ 403টি বিধানসভা আসনের মধ্যে তারা মাত্র 2টিতে জয়লাভ করে ৷

প্রিয়াঙ্কা ভোটের পরাজয়ের দায় স্বীকার করে নিয়েছিলেন এবং পদত্যাগের প্রস্তাব করেছিলেন কিন্তু পার্টি হাইকমান্ড তাঁকে তাঁর জায়গাতেই আসীন থাকতে বলেছিল ৷ বর্তমানে দলে জল্পনা চলছে যে, প্রিয়াঙ্কা 2024 সালের লোকসভা নির্বাচনে কি প্রতিদ্বন্দ্বিতা করবেন, নাকি জাতীয় প্রচারক হিসাবে দলে নিযুক্ত হবেন ।

উত্তরপ্রদেশের শীর্ষ কংগ্রেস নেতা অখিলেশ প্রতাপ সিং একটি চ্যানেলকে বলেছেন, "প্রিয়াঙ্কা গান্ধি একজন জাতীয় নেত্রী । তাঁর প্রচারের জন্য সবসময়ই ব্যাপক চাহিদা থাকে । তিনি সম্প্রতি পাঁচটি রাজ্য জুড়ে ব্যাপক প্রচার চালিয়েছেন এবং তাঁর সমাবেশগুলি ভোটারদের মধ্যে জনপ্রিয় ছিল । 2018 সালের জাতীয় নির্বাচনেও তিনি দেশজুড়ে প্রচার করেছিলেন এবং অবশ্যই 2024 লোকসভা নির্বাচনের আগে সেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন ৷"

দলের অভ্যন্তরীণ সূত্রের মতে, দলের কর্মীদের কাছ থেকে দাবি রয়েছে যে, প্রিয়াঙ্কার রায়বরেলি থেকে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত ৷ যেখান থেকে তাঁর মা সোনিয়া গান্ধি লোকসভায় প্রতিনিধিত্ব করেন ৷ তবে স্বাস্থ্যগত কারণে 2024 সালে সনিয়া হয়তো প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না ৷

দলের নেতারা দাবি করছেন যে, রাহুল গান্ধিকে তাঁর ঐতিহ্যবাহী আসন অমেঠী থেকে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত, যেখানে তিনি 2018 সালে হেরে গিয়েছিলেন । তাঁর পক্ষ থেকে রাহুল কেরলে তাঁর নিজের আসন ওয়েনাড়ের জন্য প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু অমেঠীর বিষয়ে এখনও তাঁর সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷

2018 সালে প্রিয়াঙ্কা সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার আগে, তিনি তাঁর মা সনিয়া গান্ধির (রায়বরেলি) এবং ভাই রাহুল গান্ধির (অমেঠী) আসন দুটি তত্ত্বাবধানের দায়িত্বে করছিলেন ৷ একটি দাবি উঠেছে যে, প্রিয়াঙ্কাকে একটি শক্তিশালী বার্তা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বারাণসী থেকে 2024 সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত । উত্তরপ্রদেশ কংগ্রেসের নয়া প্রধান যিনি 2014 সালে মোদির বিরুদ্ধে লড়েছিলেন, সেই অজয় রাই বলেছেন যে, "তিনি (প্রিয়াঙ্কা) বারাণসীতে লড়াই করলে তাঁর জয় নিশ্চিত করতে কঠোর পরিশ্রম করবে কংগ্রেস ৷"

আরও পড়ুন:

  1. উত্তরপ্রদেশে দলের ইনচার্জ পদ থেকে অব্যাহতি প্রিয়াঙ্কা গান্ধিকে, ছত্তিশগড়ের দায়িত্বে শচীন পাইলট
  2. প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, কেজরিওয়াল ও প্রিয়াঙ্কাকে নোটিশ পাঠাল কমিশন
  3. গাজার গণহত্যাকে যারা সমর্থন করছেন তাদের ধিক্কার, বললেন প্রিয়াঙ্কা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.