ETV Bharat / bharat

Rahul Gandhi: ভারত জোড়ো যাত্রায় দিল্লিতে মহাত্মা-নেহরু-ইন্দিরা ও রাজীবের সমাধিতে শ্রদ্ধা জানালেন রাহুল

author img

By

Published : Dec 26, 2022, 1:49 PM IST

Updated : Dec 26, 2022, 2:05 PM IST

সোমবার সকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Congress Leader Rahul Gandhi) বীরভূমিতে পৌঁছন ৷ সেখানে তিনি বাবা ও প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির (Rajiv Gandhi) সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন । এছাড়াও তিনি মহাত্মা গান্ধি, প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধি (Indira Gandhi) এবং অটল বিহারী বাজপেয়ীর (Atal Bihari Vajpayee) প্রতিও শ্রদ্ধা জানান ।

ETV Bharat
রাজীব গান্ধি

নয়াদিল্লি, 26 ডিসেম্বর: রাজধানী দিল্লিতে (Delhi) বাড়ছে শীত (temperature) । এরই মাঝে চলছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা ৷ কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে এদিন বীরভূমিতে সাদা টি-শার্ট ও প্যান্টে দেখা গিয়েছে ৷ সোমবার সকালে তিনি তাঁর বাবা এবং দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজিব গান্ধির (Rajiv Gandhi) সমাধিতে শ্রদ্ধা জানান । রাহুল এদিন মহাত্মা গান্ধি, প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধিকেও (Indira Gandhi) শ্রদ্ধা জানিয়েছেন ।

  • दिल्ली: कांग्रेस नेता राहुल गांधी ने वीरभूमि पहुंचकर पूर्व प्रधानमंत्री राजीव गांधी को श्रद्धांजलि अर्पित की। pic.twitter.com/z1bJbJ1Yk2

    — ANI_HindiNews (@AHindinews) December 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাজঘাটে মহাত্মা গান্ধির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি । এরপর শক্তিস্থলে গিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন । এছাড়াও তিনি শান্তিবনে পৌঁছে দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর প্রতি শ্রদ্ধা জানান । প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা অটল বিহারী বাজপেয়ীর (Atal Bihari Vajpayee) সমাধিতে পৌঁছে তাঁকে শ্রদ্ধা জানান রাহুল ।

  • दिल्ली: कांग्रेस नेता राहुल गांधी ने शक्ति स्थल पहुंचकर पूर्व प्रधानमंत्री इंदिरा गांधी को श्रद्धांजलि अर्पित की। pic.twitter.com/GxPCndfy51

    — ANI_HindiNews (@AHindinews) December 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভারত জোড়ো যাত্রা তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু হয়ে জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের দিকে অগ্রসর হচ্ছে । যে জায়গা থেকে যাত্রা চলছে তার অনেক জায়গায় তাপমাত্রা এখন এক ডিগ্রির কাছাকাছি রয়েছে । এই প্রবল ঠান্ডার সঙ্গে লড়ছেন কীভাবে? সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাহুল বলেন, "আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে কেন আমার ঠান্ডা লাগে না ? কিন্তু কৃষক, শ্রমিক, দরিদ্র শিশুদের এই প্রশ্নটি কেউ জিজ্ঞাসা করে না ।"

  • दिल्ली: कांग्रेस नेता राहुल गांधी ने शांति वन पहुंचकर पूर्व प्रधानमंत्री जवाहरलाल नेहरू को श्रद्धांजलि अर्पित की। pic.twitter.com/LoWegI3Ts0

    — ANI_HindiNews (@AHindinews) December 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

লালকেল্লার কাছে একটি সভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, "আমি 2 হাজার 800 কিলোমিটার পথ হেঁটেছি ৷ কিন্তু আমি বিশ্বাস করি এটা কোনও বড় ব্যাপার নয় । কৃষকরাও এতটা পথ হাঁটেন ৷ যেমন কৃষক, কারখানার শ্রমিকরা সমগ্র ভারতে এটা করে বেড়ায় । কন্যাকুমারী থেকে যে যাত্রা শুরু হয়েছিল, আমি সাধারণ মানুষের মধ্যে কোনও বিদ্বেষ দেখিনি ৷ কিন্তু যখনই আমি একটি নিউজ চ্যানেল খুলি তখন আমি কেবল ঘৃণা এবং হিংসা দেখতে পাই ।"

  • दिल्ली: कांग्रेस नेता राहुल गांधी ने सदैव अटल पहुंचकर पूर्व प्रधानमंत्री अटल बिहारी वाजपेयी को श्रद्धांजलि अर्पित की। pic.twitter.com/L31gF2AaEQ

    — ANI_HindiNews (@AHindinews) December 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: আমার ভাবমূর্তি নষ্ট করতে হাজার কোটি টাকা খরচ করছে মোদি-বিজেপি, অভিযোগ রাহুলের

উল্লেখ্য, গত 7 সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু হওয়া ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) শনিবার দেশের 9টি রাজ্য পেরিয়ে 108তম দিনে দেশের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছয় । শুরু থেকেই যাত্রার নেতৃত্বে দিচ্ছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi)। এদিন রাহুলের সঙ্গে যোগ দেন সোনিয়া ও প্রিয়াঙ্কা । ছিলেন প্রিয়াঙ্কা গান্ধি (Priyanka Gandhi) ও তাঁর স্বামী রবার্ট বঢ়রাও ।

  • दिल्ली: कांग्रेस नेता राहुल गांधी ने विजय घाट पहुंचकर पूर्व प्रधानमंत्री लाल बहादुर शास्त्री को श्रद्धांजलि अर्पित की। pic.twitter.com/qXWexIemor

    — ANI_HindiNews (@AHindinews) December 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শনিবার রাহুল গান্ধি নাগরিকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন যে সবাই যেন সারা দেশে ভালবাসা ছড়িয়ে দেন। বিজেপির (BJP) বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগ করেছিলেন। তারই পালটা তিনি ভালোবাসা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। তাঁর কথায়, বিজেপির নীতি হল ভয় ছড়ানো এবং এটিকে ঘৃণাতে রূপান্তরিত করা। তবে কংগ্রেস (Congress) তা হতে দেবে না ।

আরও পড়ুন: রাজধানীতে ভারত জোড়ো যাত্রায় রাহুলের সঙ্গে যোগ দিলেন সোনিয়া-প্রিয়াঙ্কা

Last Updated : Dec 26, 2022, 2:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.