ETV Bharat / bharat

Pegasus : ইস্তফা দিন শাহ, তদন্ত হোক মোদির বিরুদ্ধেও; চড়া সুর কংগ্রেসের

author img

By

Published : Jul 19, 2021, 8:35 PM IST

কেন্দ্রের আসল চিত্রটা মানুষের সামনে তুলে ধরছেন প্রধানমন্ত্রী নিজেই ৷ দেশবাসীর যে কারও ফোন হ্যাক করতে পারেন মোদি ৷ আক্রমণ কংগ্রেসের ৷

Pegasus Spyware Issue
ছবি

নয়াদিল্লি, 19 জুলাই : পেগাসাসের আড়ি পাতার নতুন তালিকা প্রকাশ্যে এসেছে ৷ সেখানে নাম রয়েছে রাহুল গান্ধির ৷ আর এই নিয়েই এখন সরগরম জাতীয় রাজনীতি ৷ পেগাসাস বিতর্কে কংগ্রেসের নিশানায় নরেন্দ্র মোদির সরকার ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ইস্তফার দাবিও তুলেছে কংগ্রেস নেতৃত্ব ৷ শুধু তাই নয়, ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোনওভাবে যুক্ত রয়েছেন কি না, তাও তদন্ত করে দেখার দাবি করা হয়েছে ৷

আজ সাংবাদিক বৈঠক করে কংগ্রেসের তরফে কার্যত তুলোধনা করা হয় কেন্দ্রকে ৷ অধীর চৌধুরী থেকে শুরু করে মল্লিকার্জুন খাড়গে, কেউই ছেড়ে কথা বললেন না মোদি-শাহদের ৷ অভিযোগ, কেন্দ্রের বিরোধিতা করলেই ফোনে আড়ি পাতা হচ্ছে ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফার দাবিও তুললেন তাঁরা ৷

অধীর চৌধুরীর অভিযোগ, "কেন্দ্র পেগাসাস ব্যবহার করে ৷ এই সফটওয়ার দিয়ে যে কারও ফোনে আড়ি পাতা যায় ৷ কেন্দ্র বলছে, ইজ়রায়েলি সংস্থা এনএসও-র তৈরি এই পেগাসাস সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ব্যবহার করার জন্য ৷ তাহলে রাহুল গান্ধির ফোনে আড়ি পাতা হচ্ছে কেন ? এভাবে কোন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ছে কেন্দ্রে ?" মোদি সরকারকে একের পর এক বাক্যবাণে আজ বিদ্ধ করলেন অধীর ৷ তাঁর কথায়, কেন্দ্রের আসল চিত্রটা মানুষের সামনে তুলে ধরছেন প্রধানমন্ত্রী নিজেই ৷ যে কোনও দেশবাসীর ফোন হ্যাক করতে পারেন মোদি ৷

আরও পড়ুন : Pegasus 2 : আড়ি পাতা হয়েছে পিকের ফোনে, নিশানায় ছিলেন অভিষেকও !

যদিও বিজেপি তথা কেন্দ্রের তরফে শুরু থেকেই বিষয়টি নিজেদের কোর্ট থেকে সরিয়ে দেওয়ার একটি চেষ্টা দেখা গিয়েছে ৷ সংসদের বাদল অধিবেশন শুরুর ঠিক আগেই কেন এই ধরনের একটি রিপোর্ট দেখানো হল, ঠিক এই সময়েই রিপোর্ট প্রকাশ হওয়াটা কি শুধুই কাকতালীয়, প্রশ্ন তুলছে বিজেপি ৷ আজ অমিত শাহর বক্তব্যেও সেকথা স্পষ্ট ৷ কংগ্রেসের তরফে তাঁর ইস্তফার দাবি তোলার ঘণ্টাখানেকের মধ্যেই টুইট করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ আজ পেগাসাস ইস্যুতে বিরোধীদের হই হট্টগোলে সংসদের অধিবেশন বারবার ব্যাহত হওয়া নিয়ে লেখেন, "যাঁরা বাধা দিচ্ছেন, তাঁরা ষড়যন্ত্রের মাধ্যমে ভারতের উন্নয়নকে স্তব্ধ করে দিতে চাইছেন ৷ কিন্তু তাঁরা সফল হবেন না। বাদল অধিবেশন উন্নতির নতুন দিশা নিয়ে আসবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.