ETV Bharat / bharat

Himanta Biswa Sarma: প্রভাব খাটিয়ে কেন্দ্রের আর্থিক সুবিধা গ্রহণ, অসমের মুখ্যমন্ত্রীর স্ত্রী'র বিরুদ্ধে গুরুতর অভিযোগ

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 13, 2023, 8:19 PM IST

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার স্ত্রী রিঙ্কি ভুইয়াঁর শর্মার বিরুদ্ধে প্রভাব খাটিয়ে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে ৷ অভিযোগ করেছেন কংগ্রেস সাংসগ গৌরব গগৈ ৷

ETV Bharat
হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, 13 সেপ্টেম্বর: কৃষকদের জন্য আনা কেন্দ্রের প্রকল্প থেকে প্রভাব খাটিয়ে আর্থিক সুবিধা গ্রহণ ও ভরতুকি নেওয়ার অভিযোগ উঠেছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার স্ত্রী রিঙ্কি ভুইয়াঁ শর্মার বিরুদ্ধে ৷ অসমের কংগ্রেস সাংসদ তথা লোকসভায় দলের ডেপুটি লিডার গৌরব গগৈ বুধবার এই অভিযোগ এনে একাধিক পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে ৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ৷

কংগ্রেসের মূল অভিযোগ, কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকে ভরতুকি বাবদ 10 কোটি টাকার সুবিধা পেয়েছেন রিঙ্কি ভুইয়াঁ শর্মা ৷ গৌরব গগৈয়ের দাবি, কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, তাঁর সংস্থা প্রাইড ইস্ট এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের জন্য প্রভাব খাটিয়ে কেন্দ্রের কিষাণ সম্পদা যোজনা থেকে এই বিপুল আর্থিক সুবিধা লাভ করেছেন হিমন্ত বিশ্বশর্মার স্ত্রী ৷ কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে এই প্রকল্পের ঘোষণা করেছিল কেন্দ্র ৷ এই প্রকল্পের আওতায় পরিকাঠামো উন্নয়ন, চাষের জমি থেকে রিটেল দোকান সংস্থা পর্যন্ত খাদ্যপণ্য পৌঁছে দিতে আর্থিক সুবিধা দেওয়া হয় ৷

কংগ্রেস সাংসদ গৌরব এই প্রসঙ্গে তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, "অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা প্রভাব খাটিয়ে তাঁর স্ত্রী'র সংস্থাকে 10 কোটি টাকার ওই আর্থিক ভরতুকি পাইয়ে দিয়েছেন ৷ কেন্দ্রীয় সরকারের প্রকল্প কী বিজেপিকে বিত্তবান করার জন্য ?"

  • PM Modi launched the Kisan Sampada scheme to double the income of farmers of India. But in Assam Chief Minister Himanta Biswa Sarma used his influence to help his wife’s firm get Rs 10 crore as part of credit linked subsidy. Are Central government schemes meant to enrich BJP ? pic.twitter.com/ITqzrBCe4c

    — Gaurav Gogoi (@GauravGogoiAsm) September 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে এই প্রসঙ্গে কংগ্রেসের জেনেরাল সেক্রেটারি কেসি বেনুগোপাল বলেন, "কৃষকদের আয় দ্বিগুণ করার বদলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অসমের মুখ্যমন্ত্রীকে আর্থিক সাহায্য করছেন ৷ এই বিষয়ে কি প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী কিছু বলবেন? কে এই আর্থিক সাহায্য মঞ্জুর করল ? এভাবে কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে আর কোন কোন বিজেপি নেতাকে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে?"

আরও পড়ুন: চন্দ্রবাবুর বিরুদ্ধে দুর্নীতির মামলা খারিজের আবেদন, সিআইডি’র অনুরোধে পিছল শুনানি

তবে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অসমের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা ৷ এদিন তিনি বলেন, "আমি এটা পরিষ্কার করে দিতে চাই যে, আমার স্ত্রী বা তাঁর সঙ্গে যুক্ত সংস্থা কখনও কোনও কেন্দ্রীয় সরকারি প্রকল্পের আর্থিক সুবিধা নেয়নি ৷" সম্প্রতি একটি অসমীয়া ওয়েব পোর্টাল একটি প্রতিবেদন লেখে, যেখানে অভিযোগ করা হয় নগাঁও জেলার কালিবোরে দাড়িগাজী গ্রামে 50 বিঘারও বেশি কৃষি জমিকে শিল্পের জন্য চিহ্নিত জমিতে পরিণত করা হয়েছে রাতারাতি ৷ মাত্র একমাস আগে ওই জমি কেনেন মুখ্যমন্ত্রীর পরিবারের এক সদস্য ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.