ETV Bharat / bharat

Cloudburst : জম্মু-কাশ্মীরে মেঘভাঙা বৃষ্টিতে মৃত বেড়ে 6, হিমাচলে নিখোঁজ 9

author img

By

Published : Jul 28, 2021, 9:50 AM IST

Updated : Jul 28, 2021, 12:04 PM IST

আজ সকাল আটটা নাগাদ হিমাচলের লাহল-স্পিতি নামে একটি আদিবাসী অধ্যুষিত জেলায় ক্লাউডবার্স্টের ঘটনা ঘটে ৷

cloudburst
cloudburst

কিশতোয়ার, 28 জুলাই : জম্মু ও কাশ্মীরের কিশতোয়ার জেলায় মেঘভাঙা বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে হল ছয় ৷ কিশতোয়ারের হনজোর নামের ওই প্রত্যন্ত গ্রামের এই ঘটনায় 30 জনের খোঁজ মিলছে না বলে জানিয়েছে প্রশাসন ৷ সেনার সাহায্যে নিখোঁজদের উদ্ধারের কাজ চলছে ৷

বেশ কিছু দিন ধরে জম্মু ও কাশ্মীরে বৃষ্টি চলছে ৷ তার মধ্যেই আজ সকালে কিশতোয়ারের হনজোর গ্রামে মেঘভাঙা বৃষ্টিতে আট থেকে নয়টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় ৷ ঘটনায় প্রথমে 4 জন ও পরে আরও দুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ কিশতোয়ারের জেলা ডেপুটি কমিশনার জানিয়েছেন, উদ্ধার কাজ শুরু হয়েছে ৷ এই ঘটনায় টুইট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ৷ তিনি লেখেন, "এসডিআরএফ এবং সেনার সাহায্যে উদ্ধার কাজ শুরু হয়েছে ৷ 30 থেকে 40 জন এখনও নিখোঁজ ৷"

আরও পড়ুন : Road Accident : উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনায় মৃত 18 জন

একইদিনে হিমাচল প্রদেশেও মেঘভেঙা বৃষ্টিতে মৃত্যুর ঘটনা ঘটেছে ৷ আজ সকাল আটটা নাগাদ হিমাচলের লাহল-স্পিতি নামে একটি আদিবাসী জেলায় ক্লাউডবার্স্টের ঘটনা ঘটে ৷ হড়পা বানে ভেসে গিয়ে মৃত্যু হয়েছে 1 জনের ৷ ঘটনায় নিখোঁজ 9 জন ৷

Last Updated :Jul 28, 2021, 12:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.