ETV Bharat / bharat

CJI on Tareekh pe Tareekh: গত 2 মাসে 3688 শুনানির মুলতুবির আর্জি আইনজীবীদের, তারিখ পে তারিখ চান না সিজেআই

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 3, 2023, 1:59 PM IST

CJI on Tareekh pe Tareekh
সুপ্রিম কোর্ট

সেপ্টেম্বর এবং অক্টোবরে আইনজীবীদের দ্বারা চাওয়া বিপুল সংখ্যক শুনানি মুলতুবির আর্জিতে অসন্তোষ প্রকাশ করে দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন যে, আদালত 'তারিখ পে তারিখ' হয়ে যাবে, এটা হওয়া উচিত না ৷ ইটিভি ভারতের সুমিত সাক্সেনার প্রতিবেদন ৷

নয়াদিল্লি, 3 নভেম্বর: আদালতের সঙ্গে ওতপ্রতো ভাবে জড়িয়ে গিয়েছে একটি কথা...তারিখ পে তারিখ ৷ এই প্রবাদ থেকে বেরিয়ে আসতে চান দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ৷ প্রকৃত প্রয়োজন ছাড়া আইনজীবীরা যাতে মামলার শুনানিতে মুলতুবি না-চান, শুক্রবার সেই আর্জি জানিয়েছেন তিনি ৷ এ দিন তিনি জানান, সেপ্টেম্বর ও অক্টোবর এই দুই মাসে আইনজীবীরা 3,688টি মুলতুবির আর্জি জানিয়েছেন ৷

এ দিন আদালতের কাজ শুরু করার আগে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন যে, তিনি মামলার ফাইলিং থেকে প্রথম শুনানির বিষয়টি তদারক করছেন যাতে সময়কাল সর্বনিম্ন করা হয় । প্রধান বিচারপতি বলেছেন, "পরিসংখ্যান নিজেই নিজের পক্ষে কথা বলে; আমি চাই না এই আদালত তারিখ পে তারিখ আদালতে পরিণত হোক । আমরা নাগরিকদের কাছে কী বলব...এতে আমাদের আদালত সম্পর্কে ভালো ভাবমূর্তি তৈরি হয় না । বারের এ বিষয়টি দেখা উচিত এবং সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত ৷"

প্রধান বিচারপতি এ দিন আরও বলেন, "বারের সদস্যদের কাছে আমার একটি অনুরোধ, আজকের জন্য 177টি মুলতবি স্লিপ রয়েছে ৷ আমি মুলতুবির স্লিপের উপর নজর রাখছি এবং আমি কিছু তথ্য পেয়েছি ।" তিনি বলেন, 1 সেপ্টেম্বর 2023 থেকে 3 নভেম্বর, 2023 পর্যন্ত প্রতিদিন গড়ে প্রতিদিনে 154টি মুলতুবি পত্র দিয়েছেন বারের সদস্যরা ৷ প্রধান বিচারপতির কথায়, "দুই মাসে, সেপ্টেম্বর এবং অক্টোবরে, 3688টি মুলতবি স্লিপ চাওয়া হয়েছে, এবং আমার বিশ্বাস, এটি ফাইলিং থেকে মামলা তালিকাভুক্তির প্রক্রিয়াটি ত্বরান্বিত করার উদ্দেশ্যকে সত্যই ব্যর্থ করে ৷"

আরও পড়ুন: সমলিঙ্গ বিয়ে নিয়ে রায় পর্যালোচনার আবেদন সুপ্রিম কোর্টে

সিজেআই একদিকে অবিলম্বে বিষয়গুলি তালিকাভুক্ত করার জন্য বলেছেন ৷ তাঁর কথায়, "1 সেপ্টেম্বর থেকে 3 নভেম্বর পর্যন্ত প্রতিদিন গড়ে 59টি বিষয় উল্লেখ করা হচ্ছে এবং হাস্যকরভাবে এই বিষয়গুলি মুলতবি স্লিপ দিয়ে স্থগিত করা হয়েছে…প্রত্যেকে দ্রুততার ভিত্তিতে বিষয়গুলি তালিকাভুক্ত করার জন্য চাপ দিচ্ছেন, আবার পরে তাঁরা মুলতুবির আর্জি জানাচ্ছে ৷" প্রধান বিচারপতি আইনজীবীদের বলেন, "সত্যিই, সত্যিই প্রয়োজনীয় না হলে মুলতবি চাইবেন না ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.