ETV Bharat / bharat

Naxal Attack : ছত্তিসগড়ে মাওবাদী হামলায় নিহত আইটিবিপি জওয়ান, জখম এএসআই

author img

By

Published : Jul 20, 2021, 4:14 PM IST

ছত্তিসগড়ে মাওবাদী হামলা ৷ মাওবাদীদের গুলিতে প্রাণ গেল এক আইটিবিপি জওয়ানের ৷ ঘটনায় জখম হয়েছেন এক এএসআই ৷ হামলাকারীদের খুঁজে বের করতে চলছে তল্লাশি অভিযান ৷

Chhattisgarh: ITBP jawan killed in encounter with Naxals
Naxal Attack : ছত্তিসগড়ে মাওবাদী হামলায় নিহত আইটিবিপি জওয়ান, জখম এএসআই

নারায়ণপুর, 20 জুলাই : মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল এক আইটিবিপি (Indo-Tibetan Border Police) জওয়ানের ৷ ঘটনায় জখম হয়েছেন এএসআই (assistant sub-inspector) পদমর্যাদার এক পুলিশ আধিকারিকও ৷ মঙ্গলবার ঘটনাটি ঘটে ছত্তিসগড়ের নারায়ণপুর জেলায় ৷

বাস্তার রেঞ্জের জেনারেল অফ পুলিশ সুন্দররাজ পি (Sundarraj P) জানিয়েছেন, আইটিবিপি-র 45 নম্বর ব্য়াটালিয়নের সদস্যরা ওই এলাকায় নজরদারি চালাচ্ছিলেন ৷ সেই সময়েই মাওবাদী হামলার মুখে পড়তে হয় তাঁদের ৷ ঘটনাটি ঘটে ছোটেডোঙ্গার থানার অন্তর্গত আমদাই উপত্যকায় ৷ সুন্দররাজ জানিয়েছেন, ওই পথ দিয়েই যাওয়ার কথা ছিল নারায়ণপুরের বিধায়ক চন্দন কাশ্যপের (Chandan Kashyap) ৷ তাঁর সেই সফরের আগে ও পরে রাস্তাটির নিরাপত্তা নিশ্চিত করতেই টহলদারিতে মোতায়েন করা হয় আইটিবিপির জওয়ানদের ৷

আরও পড়ুন : মাওবাদীদের সঙ্গে গুলি বিনিময়ে নিহত পাঁচ জওয়ান

পুলিশ সূত্রে খবর, প্রথমে সবকিছুই ঠিকঠাক ছিল ৷ এমনকী, বিধায়কের কনভয়ও ওই রাস্তা দিয়ে সুরক্ষিতভাবেই বেরিয়ে যায় ৷ নির্দিষ্ট সময়ে নিজের গন্তব্য ওরছাতেও পৌঁছে যান চন্দন ৷ কিন্তু বিধায়কের কনভয় এলাকা ছাড়ার পরই হামলা চালায় মাওবাদীরা ৷ সকাল 10 টা নাগাদ জওয়ানদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে তারা ৷ যেখানে এই ঘটনাটি ঘটে, সেখান থেকে রাজধানী রায়পুরের দূরত্ব প্রায় 300 কিলোমিটার ৷

আরও পড়ুন : ছত্তিসগড়ে নাশকতার ছক বানচাল, বিজাপুরে উদ্ধার 4 কেজি IED

বাহিনীর তরফে জানানো হয়েছে, মাওবাদীদের একটি ছোট গোষ্ঠী তাদের জওয়ানদের উপর আক্রমণ করে ৷ মাওবাদীদের ছোড়া গুলিতে মৃত্য়ু হয় শিবকুমার মীনা (Constable Shiv Kumar Meena) নামে আটিবিপির 45 নম্বর ব্য়াটালিয়নের এক কনস্টেবলের ৷ একইসঙ্গে, জখম হন এএসআই কেশব রাম (ASI Keshav Ram) ৷ এই ঘটনার পরই কেশবকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় ৷ হামলাকারীদের সন্ধান পেতে শুরু হয় তল্লাশি অভিযান ৷

অন্যদিকে, এই ঘটনার পর আর বিধায়ক চন্দন কাশ্যপকে ওই একই পথে ফিরিয়ে আনার ঝুঁকি নেয় প্রশাসন ৷ তাঁর জন্য হেলিকপ্টারের বন্দোবস্ত করা হয়েছে ৷ যাতে আকাশপথেই নিরাপদে ওরছা থেকে নারায়ণপুর ফিরতে পারেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.