ETV Bharat / bharat

Char Dham Yatra: উত্তরাখণ্ডে ভারী বৃষ্টি, প্রতিকূল আবহাওয়া বিঘ্ন ঘটাচ্ছে চারধাম যাত্রায়

author img

By

Published : Jul 16, 2023, 4:38 PM IST

Char Dham Yatra
চারধাম যাত্রা

উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির জন্য 18 জুলাই পর্যন্ত রাজ্যের সমস্ত অংশে লাল সতর্কতা জারি করা হয়েছে । এই সময়ে পাহাড়ে ভ্রমণ না করতেই পরামর্শ দিয়েছে প্রশাসন ৷ আর দরকারে ভ্রমণ করলেও সমস্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে ৷ চারধাম যাত্রা পথে ভারী বৃষ্টিপাতের কারণে নেমেছে ভূমিধস । যার কারণে যাতায়াতের পথ বিঘ্নিত হচ্ছে ।

চারধাম যাত্রায় বিঘ্ন ঘটাচ্ছে প্রতিকূল আবহাওয়া

দেরাদুন, 16 জুলাই: ভারী বৃষ্টির কারণে ভয়াবহ পরিস্থিতি উত্তরাখণ্ডে ৷ এর জেরে ব্যাহত হতে পারে চারধাম যাত্রা ৷ দেবভূমিতে লাল সতর্কতা জারি করেছে প্রশাসন ৷ পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে সাবধানে যাত্রা করতে পরামর্শ দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ৷ তিনি ভক্তদের কাছে আবেদন করেছেন, "যাত্রা শুরু করার আগে আবহাওয়া সম্পর্কে সম্পূর্ণ তথ্য নিয়ে রাখুন ৷ তারপরেই যাত্রা শুরু করুন । কারণ রাজ্য সরকার কোনও প্রাণহানি চায় না। আবহাওয়া জেনে যাত্রা শুরু করলে যাত্রীদের সমস্যায় পড়তে হবে না ৷ কারণ অনেক সময় ভূমিধসের কারণে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকতে হয় ।"

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই ভারী বৃষ্টিপাত হয়েই চলেছে উত্তরাখণ্ডে। ফলে রাজ্যের অনেক এলাকায় বিপর্যয়ের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এর পাশাপাশি চারধাম যাত্রা পথে ভূমিধসও নেমেছে ৷ ফলত যান চলাচল ও চারধাম যাত্রা পথ ব্যাহত হয়েছে । আগামী কয়েকদিন এমনই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷ বৃষ্টির জন্য রাজ্যে লাল সতর্কতা জারি করা হয়েছে ৷ যার ফলে কিছু সময়ের জন্য উত্তরাখণ্ডে বন্ধ থাকতে পারে চারধাম যাত্রা ৷

যদিও অন্যান্য সময়ের তুলনায় বর্ষার মরসুমে উল্লেখযোগ্যভাবে কম মানুষ চারধাম যাত্রায় আসেন ৷ তবে এমন হাজার হাজার ভক্ত রয়েছে যাদের উপর ভারী বৃষ্টির কোনও প্রভাব পড়ে না ৷ তারা আবহাওয়াকে উপেক্ষা করেই তীর্থ করতে আসে উত্তরাখণ্ডে ৷ শনিবার প্রায় 10 হাজার তীর্থযাত্রী চারধাম দর্শন করেছেন। সরকারি হিসাব অনুযায়ী এদিন বদ্রীনাথ ধামে 6 হাজার ভক্ত, কেদারনাথ ধামে এক হাজার 28 জন, গঙ্গোত্রী ধামে এক হাজার 662 জন এবং যমুনোত্রী ধামে 975 জন ভক্ত দর্শন করেছে । তবে এর পাশাপাশি হৃদরোগে আক্রান্ত হয়ে চারধাম এবং হেমকুন্ড সাহিব যাত্রা পথে প্রায় 165 তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে ।

আরও পড়ুন: অমরনাথের পথে অঘটন ! পাথর পড়ে প্রাণ গেল মহিলা যাত্রীর

প্রত্যেক বছর এপ্রিল-মে মাস নাগাদ উত্তরাখণ্ড চারধামের দরজা ভক্তদের জন্য খুলে যায় ৷ যা আগামী 6 মাস খোলা থাকবে ৷ তবে 15 জুন থেকে কমে গিয়েছে তীর্থযাত্রীদের সংখ্যা ৷ কারণ উত্তরাখণ্ডে ভারী বৃষ্টি হয়েই চলেছে । যার কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ৷ বর্ষার জন্য 15 জুন থেকে 15 অগস্ট অর্থাৎ দুই মাস চারধাম যাত্রা খুব ধীর গতিতে চলবে ৷ তবে বর্ষার পরে আবার চারধাম যাত্রায় গতি আসবে ৷ মানুষ বেশি পরিমাণে যাত্রার উদ্দেশে পাড়ি দেবেন বলে মনে করছে প্রশাসন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.