ETV Bharat / bharat

Centre Renames Nehru Memorial: নাম বদল ! নেহরু মেমোরিয়াল মিউজিয়াম এখন থেকে 'প্রাইম মিনিস্টার্স মিউজিয়াম'

author img

By

Published : Aug 16, 2023, 8:35 AM IST

Updated : Aug 16, 2023, 10:10 AM IST

নেহরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরির নাম বদল করল কেন্দ্রের বিজেপি সরকার ৷ নয়া নাম হল প্রাইম মিনিস্টার্স মিউজিয়াম ৷ 14 অগস্ট থেকে নতুন নাম কার্যকর হয়েছে ৷

ETV Bharat
নেহরু মিউজিয়াম

নয়াদিল্লি, 16 অগস্ট: নেহরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরির নাম পরিবর্তন করল কেন্দ্রীয় সরকার ৷ 14 অগস্ট থেকে নাম হল 'প্রাইম মিনিস্টার্স মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি সোসাইটি' ৷ মঙ্গলবার মিউজিয়াম ও গ্রন্থাগারের এক উচ্চাধিকারিক এই বিষয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন ৷ এরপর বুধবার সকাল থেকে এই খবর চর্চা শুরু হয়।

নেহরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি বা এনএমএমএলের ভাইস চেয়ারম্যান এ সূর্য প্রকাশ সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন ৷ তাতে তিনি লেখেন, "নেহরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি বা এনএমএমএল এখন থেকে প্রাইম মিনিস্টার্স মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি সোসাইটি বা পিএমএমএল সোসাইটি ৷ 14 অগস্ট, 2023 সাল থেকে এটি কার্যকর হল ৷ গণতন্ত্র এবং বৈচিত্রের সঙ্গে তাল মেলাতে এই পদক্ষেপ ৷" এর সঙ্গে তিন মূর্তি ভবনের ছবিও পোস্ট করেছেন তিনি ৷

সামাজিক মাধ্যমে করা এই পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে ট্যাগ করা হয়েছে ৷ তিন মূর্তি ভবন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সরকারি বাসভবন ছিল ৷ জানা গিয়েছে, জুনের মাঝামাঝি সময়ে এনএমএমএল সোসাইটি একটি বৈঠক করে ৷ সেখানে এই নাম পরিবর্তনের প্রস্তাবনা গ্রহণ করা হয় ৷ এবার তা আনুষ্ঠানিকভাবে কার্যকর হল ৷

সূত্রের খবর, নাম বদলের ক্ষেত্রে কিছু প্রশাসনিক প্রক্রিয়ার কাজ বাকি ছিল ৷ কয়েকদিন আগে সেই চূড়ান্ত প্রক্রিয়ায় ছাড়পত্র মেলে ৷ তারপর এনএমএমএল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়। 14 অগস্ট তারিখকে নাম পরিবর্তনের দিন হিসেবে স্থির করা হয় ৷ সংস্কৃতি মন্ত্রক জানিয়েছে, জুনের বিশেষ বৈঠকে নেতৃত্ব দেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ তিনি এই সোসাইটির সহ-সভাপতি ৷

আরও পড়ুন: ভোটে জিততে মোদি বন্দনা বাংলাদেশেরে শেখ হাসিনার দলের

ওই বৈঠকে রাজনাথ সিং নেহরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি বা এনএমএমএলের নাম বদলের প্রস্তাবকে স্বাগত জানিয়েছিলেন ৷ নতুন করে সাজানো এই মিউজিয়ামে জওহরলাল নেহরু থেকে শুরু করে নরেন্দ্র মোদি পর্যন্ত দেশের সমস্ত প্রধানমন্ত্রী অবদানের বিষয়টি তুলে ধরা হবে বলে জানা গিয়েছে ৷ আর তাই হল নাম বদল।

Last Updated :Aug 16, 2023, 10:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.