ETV Bharat / bharat

ফের বাড়ছে করোনা, রাজ্যগুলির জন্য নয়া নির্দেশিকা জারি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 18, 2023, 6:32 PM IST

Updated : Dec 18, 2023, 7:41 PM IST

COVID 19 cases
বাড়ছে করোনা

Centre issues advisory on Corona: করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ৷

নয়াদিল্লি, 18 ডিসেম্বর: আবারও বাড়ছে করোনার সংক্রমণ ৷ সম্প্রতি কোভিডে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৷ পাশাপাশি দেশে জেএন.1 ভ্যারিয়েন্টে প্রথম আক্রান্তের ঘটনা সামনে এসেছে ৷ তার ফলে রাজ্যগুলির জন্য নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ৷ কেরলে কোভিড সংক্রমণের সংখ্যা বৃদ্ধির পর প্রতিবেশী কর্ণাটককেও করোন মোকাবিলায় ব্যবস্থা বাড়াতে বলা হয়েছে ৷ কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে কোভিড পরিস্থিতির উপর অবিচ্ছিন্ন নজরদারি বজায় রাখতে এবং নিয়মিতভাবে জেলাভিত্তিক করোনা পরীক্ষার রিপোর্ট পর্যবেক্ষণ করতে বলেছে।

যদিও জানানো হয়েছে যে, দেশে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ৷ সোমবার পর্যন্ত সক্রিয় রোগীর সংখ্যা 1,828 । কেরলে কোভিডে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ করোনাভাইরাসের জেএন.1 সাবভ্যারিয়েন্ট সম্প্রতি শনাক্ত করা হয়েছে । ভাইরাসের জিনোমিক ভ্যারিয়েন্টগুলি ট্র্যাক করে এমন জিনোমিক ল্যাবরেটরিগুলির একটি নেটওয়ার্ক আইএনএসএসিওজি-র প্রধান ডা. এনকে অরোরা বলেন যে, মৃত্যু শুধু সাবভ্যারিয়েন্টের কারণে হয়নি, বরং একাধিক অন্তর্নিহিত স্বাস্থ্যগত অবস্থার কারণে হয়েছে । মৃত ব্যক্তির হার্ট, ফুসফুস এবং কিডনির রোগের মতো গুরুতর সমস্যা ছিল । মৃত্যুর প্রাথমিক কারণ এই অবস্থার জন্য দায়ী করা হয়েছিল, শুধুমাত্র সাব ভ্যারিয়েন্টের জন্য নয় ৷

  • Centre issues advisory to States in view of a recent upsurge in COVID-19 cases and detection of first case of JN.1 variant in India. States urged to maintain a state of constant vigil over the COVID situation. States to report & monitor district-wise SARI and ILI cases on a… pic.twitter.com/NpS1wAQLM8

    — ANI (@ANI) December 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভারতীয় সার্স-কভ-2 জিনোমিক্স কনসোর্টিয়ামের প্রধান ড. এনকে অন্যান্য রাজ্যে জিনোম সিকোয়েন্সিং সম্পর্কে বলেছেন, "আতঙ্কের কোনও কারণ নেই (জেএন.1 সাবভ্যারিয়েন্ট নিয়ে)। নমুনার সংখ্যা কম কিন্তু এগুলি সমস্ত রাজ্য থেকে সংগ্রহ করা হচ্ছে ৷" আইএনএসএসিওজি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ও ভাইরাসের ক্লিনিকাল আচরণ অধ্যয়ন করছে বলে আশ্বস্ত করেন তিনি ।

এর আগে শনিবার ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ এর ডিজি ডা. রাজীব বাহল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের জারি করা একটি বিবৃতিতে বলেন যে, "কোভিড-19 এর ডেএন.1 সাবভ্যারিয়েন্টের একটি ঘটনা সনাক্ত করা হয়েছে । কেরলে আইএনএসএসিওজি দ্বারা চলমান রুটিন নজরদারি কার্যকলাপের অংশ হিসাবে তা পাওয়া গিয়েছে ৷"

গত আট ডিসেম্বর কেরলের তিরুবনন্তপুরম, কারাকুলাম থেকে একটি আরটি-পিসিআর পজিটিভ নমুনা সনাক্ত করা হয়েছিল ৷ নমুনাটি আরটি-পিসিআর-পজিটিভ আসে । রোগীর ইনফ্লুয়েঞ্জার মতো অসুস্থতার (আইএলআই) হালকা উপসর্গ ছিল এবং আগেও তাঁর কোভিড-19 হয়েছিল ৷

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক কেরলের স্বাস্থ্য বিভাগের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং এর বিভিন্ন দিক নিরীক্ষণ করছে ।

আরও পড়ুন:

  1. তরুণ-তরুণীদের অজানা কারণে হঠাৎ মৃত্যুর ঝুঁকি! দায়ী নয় কোভিড-19 টিকাকরণ; জানাল আইসিএমআর
  2. করোনার নয়া প্রাণঘাতী প্রজাতির সন্ধান, হাজার হাজার বিড়ালের মৃত্যু!
  3. আসন্ন শীতে কোভিডের ফিরে আসা রুখতে সতর্কতা জারি চিনে
Last Updated :Dec 18, 2023, 7:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.