ETV Bharat / bharat

Covid-19 : উৎসবের মরসুমে করোনা নিয়ে আরও সতর্ক হতে নির্দেশ কেন্দ্রের

author img

By

Published : Aug 25, 2021, 7:21 PM IST

কয়েকদিন আগেই ওনাম পালিত হয়েছে কেরালায় ৷ তার পর সেখানে সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে ৷ তাই আগামী উৎসবগুলিতে যাতে পরিস্থিতি একই না হয়ে যায়, সেই দিকে সতর্ক কেন্দ্রীয় সরকার ৷

centre directs state and uts to tightened covid protocol for upcoming festival season
Covid-19 : উৎসবের মরসুমে করোনা নিয়ে আরও সতর্ক হতে নির্দেশ কেন্দ্রের

কলকাতা, 25 অগস্ট : উৎসবের মরসুমে করোনা নিয়ন্ত্রণে কোনও ছাড় দিতে নারাজ কেন্দ্রীয় সরকার ৷ বরং এই সময় আরও বেশি করে করোনাবিধি আরোপ করার নির্দেশ দিল কেন্দ্র ৷ বুধবার দেশের সমস্ত রাজ্য় ও কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে ডাকা বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে ৷

এদিন ওই বৈঠক ডেকেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ ৷ বিভিন্ন রাজ্যের প্রশাসনের শীর্ষস্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন ৷ ছিলেন কেন্দ্রীয় ফার্মা সচিব এস অপর্ণা ৷ সেখানে কেন্দ্রের তরফে বিভিন্ন রাজ্যের টিকাকরণের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজ করা হয় ৷ পাশাপাশি উৎসবের মরসুমে সতর্ক থাকতে বলা হয় ৷

আরও পড়ুন : Soumya Swaminathan : ভারতে আঞ্চলিক রোগে পরিণত কোভিড, আশার কথা শোনালেন হু-র প্রধান বিজ্ঞানী

প্রসঙ্গত, কয়েকদিন আগেই ওনাম পালিত হয়েছে কেরালায় ৷ তার পর সেখানে সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে ৷ তাই আগামী উৎসবগুলিতে যাতে পরিস্থিতি একই না হয়ে যায়, সেই দিকে সতর্ক কেন্দ্রীয় সরকার ৷ বিশেষ করে গণেশ চতুর্থী নিয়ে মহারাষ্ট্রে, দুর্গাপুজো নিয়ে বাংলায় উন্মাদনা চরমে ওঠে ৷ এছাড়া নবরাত্রী, দীপাবলির মতো উৎসব রয়েছে আগামী কয়েকমাসের মধ্যে ৷ তা ভেবেই কেন্দ্রীয় সরকার এই সতর্কবার্তা দিয়েছে বলে মনে করা হচ্ছে ৷

এছাড়া করোনার টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার কাজে গতি বাড়াতে বলা হয়েছে ওই বৈঠকে ৷ বিশেষ করে স্কুল শিক্ষক ও স্কুলের কর্মীদের টিকা দেওয়ার বিষয়ে অগ্রাধিকার দিতে বলা হয়েছে ৷ করোনার টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার ক্ষেত্রে জেলাভিত্তিক পরিকল্পনা তৈরি করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব ৷ তাছাড়া টিকাকরণের সচেতনতামূলক প্রচারের উপরও জোর দিতে বলা হয়েছে ৷

আরও পড়ুন : Attari-wagah border : 'সঠিক' কোভিড রিপোর্ট নেই, দ্বিতীয় চেষ্টাতেও দেশে ফেরা হল না 46 পাকিস্তানির

একই সঙ্গে কেন্দ্রের তরফে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যে রাজ্যের টিকাকরণের গড়ের সঙ্গে কোনও জেলার টিকাকরণের গড় কম থাকলে, সেই বিষয়টি খতিয়ে দেখতে হবে ৷ ওই জেলায় নজরদারি বৃদ্ধি করার পরিকল্পনা করতে হবে ৷

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আগেই জানিয়েছেন যে চলতি মাসের শেষে স্কুলের শিক্ষক ও কর্মীদের দেওয়ার জন্য 2 কোটি অতিরিক্ত টিকা রাজ্যগুলিকে পাঠানো হবে ৷ সেই কাজ সুষ্ঠুভাবে করতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ইউনিফায়েড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম অফ এডুকেশনের তথ্যের সাহায্য নিতে বলা হয়েছে ৷

আরও পড়ুন : Corona update : দেশে দৈনিক করোনা সংক্রমণ চল্লিশ হাজার ছুঁই ছুঁই, মৃত্যু প্রায় দ্বিগুণ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.