ETV Bharat / bharat

দিল্লি চেয়েছিল 1.34 কোটি কোভিড টিকা, কেন্দ্র দেয় 3.5 লাখ : সিসোদিয়া

author img

By

Published : May 11, 2021, 7:38 AM IST

কোভিড টিকার ঘাটতি নিয়ে তোপ দেগে কেন্দ্রকে একহাত নিলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ৷ তাঁর অভিযোগ, দিল্লি সরকার 1.34 কোটি কোভিড টিকা চাইলেও কেন্দ্র পাঠিয়েছে মাত্র 3.5 লাখ ডোজ় ৷

Centre cleared 3.5 lakh vaccines in May against 1.34 crore demanded by Delhi govt, says Manish Sisodia
দিল্লি চেয়েছিল 1.34 কোটি কোভিড টিকা, কেন্দ্র দেয় 3.5 লাখ : সিসোদিয়া

নয়াদিল্লি, 11 মে: এপ্রিল মাসে কেন্দ্রের কাছে 1.34 কোটি কোভিড টিকা চেয়েছিল দিল্লি সরকার ৷ কিন্তু মে-তে তাদের ভাগ্যে জুটেছে মাত্র 3.5 লাখ ডোজ় ৷ এমনই অভিযোগ করলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ৷ সোমবার একের পর এক টুইটে কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়েছেন তিনি ৷

টুইটে তাঁর অভিযোগ, "এপ্রিলে 1.34 কোটি কোভিড টিকার অর্ডার দিয়েছিল দিল্লি ৷ কিন্তু কেন্দ্র বলল যে, দিল্লি মে-তে 3.5 লাখ টিকা পাবে ৷"

সিসোদিয়ার অভিযোগ, বিজেপি মিথ্যের রাজনীতি করছে ৷ দিল্লি সরকার মাত্র 5.5 লাখ টিকার ডোজ় চেয়েছে বলে মিথ্যে দাবি করেছে ৷ আম আদমি পার্টির নেতার দাবি, এপ্রিলে যখনই কেন্দ্র সিদ্ধান্ত নিল যে, রাজ্যগুলি সরাসরি টিকা প্রস্তুতকারক সংস্থাগুলির কাছে টিকার অর্ডার দিতে পারবে, তখনই 18-44 বছর বয়সিদের টিকা দেওয়ার জন্য 1.34 কোটি ডোজ়ের অর্ডার দিয়েছিল অরবিন্দ কেজরিওয়াল সরকার ৷ পরে কেন্দ্রের তরফে দিল্লি সরকারকে নাকি জানানো হয় যে, তারা মে-তে 3.5 লাখ টিকা পাবে ৷

আরও পড়ুন: ভারতের বর্তমান করোনা সংক্রমণ পরিস্থিতি "দুশ্চিন্তাজনক", জানালেন হু-র বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন

দেশে যখন করোনার কারণে মৃত্যুমিছিল চলছে, তখনই কেন্দ্রীয় সরকার বিদেশে টিকা বিক্রি করছে বলে তোপ দেগেছেন সিসোদিয়া ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.