ETV Bharat / bharat

President approval : সুপ্রিম কোর্টে 9 জন বিচারপতি নিয়োগে সম্মতি জানালেন রাষ্ট্রপতি

author img

By

Published : Aug 26, 2021, 12:10 PM IST

সুপ্রিম কোর্ট কলেজিয়াম দেশের বিভিন্ন বিচারালয়ের 9 জন বিচারপতির নাম পাঠিয়েছিল কেন্দ্রের কাছে ৷ আজ সেই তালিকায় চূড়ান্ত সম্মতি জানালেন রাষ্ট্রপতি ৷ এঁদের মধ্যে রয়েছেন 3 জন মহিলা ৷

মহিলা বিচারপতি
মহিলা বিচারপতি

হায়দরাবাদ, 26 অগস্ট : বিচারপতি নিয়োগে স্বাক্ষর করে চূড়ান্ত সম্মতি জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ তাঁর কাছে আজ সুপ্রিম কোর্ট কলেজিয়ামের (Supreme Court Collegium) দেওয়া 9 জন বিচারপতির নাম পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, খুব শীঘ্রই একটি সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ৷

সুপ্রিম কোর্ট কলেজিয়াম-এর প্রধান দেশের প্রধান বিচারপতি (CJI) এন ভি রামানা (NV Ramana) 9 জনের নাম পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টে ৷ যাঁদের মধ্যে 3 জন মহিলা ৷ এঁদের মধ্যে রয়েছেন বিচারপতি বি ভি নাগরত্ন ৷ যিনি 2027-এর সেপ্টেম্বরে দেশের প্রথম মহিলা হিসেবে প্রধান বিচারপতি (CJI) পদের লাইনে আছেন ৷ তিনি ছাড়া অন্য দুই মহিলা বিচারপতি হলেন তেলেঙ্গানার হিমা কোহলি (Hima Kohli, Telangana), গুজরাতের বেলা এম ত্রিবেদী (Bela M Trivedi (Gujarat) ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.