ETV Bharat / bharat

Delhi Liquor Policy Scam: দিল্লি আবগারি দুর্নীতিতে জড়িত কে কবিতা ? গ্রেফতার তাঁর প্রাক্তন হিসাবরক্ষক

author img

By

Published : Feb 8, 2023, 10:45 AM IST

Updated : Feb 8, 2023, 11:21 AM IST

দিল্লির আবগারি নীতি নিয়ে তুলকালাম হায়দরাবাদে ৷ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কে কবিতার বিরুদ্ধে আবগারি দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে ৷ এবার তাঁর প্রাক্তন হিসাবরক্ষককে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (Delhi liquor policy case CBI arrests ex-CA of KCR's daughter K Kavita) ৷

Delhi Liquor Policy
কে কবিতা

হায়দরাবাদ, 8 ফেব্রুয়ারি: গ্রেফতার হলেন কে কবিতার প্রাক্তন চ্যাটার্ড অ্যাকাউনটেন্ট ৷ দিল্লি আবগারি নীতি সংক্রান্ত দুর্নীতি মামলায় এর আগেই কবিতাকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ কে কবিতা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে । তাছাড়া বিধান পরিষদের সদস্য ৷ অভিযোগ, চন্দ্রশেখর রাওয়ের মেয়ে দিল্লি আবগারি নীতির গঠন থেকে শুরু করে কার্যকর (Formulation and Implementation) করার সঙ্গে জড়িত ৷ এই নীতি এবং তার সঙ্গে জড়িয়ে থাকা কয়েকটি অনিয়মের অভিযোগ উঠেছে । তা নিয়েই তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ।

কবিতার প্রাক্তন সিএ বুতচিবাবু গোরান্তলার (Butchibabu Gorantla) বিরুদ্ধেও হায়দরাবাদের পাইকারি ও খুচরো ব্যবসায়ীদের লাইসেন্স দেওয়ার অভিযোগ রয়েছে ৷ কিন্তু তিনি তদন্তে সহযোগিতা করছেন না ৷ বুধবার তাঁকে আদালতে পেশ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ একটি বিবৃতিতে এই কথাই জানানো হয়েছে সিবিআইয়ের তরফে ৷

আরও পড়ুন: দিল্লি আবগারি দুর্নীতি, রবিবার সকালে কেসিআর-কন্যার বাড়িতে সিবিআই

দিল্লি আবগারি নীতি এখন বাতিল ৷ কিন্তু তা নিয়ে শোরগোল চলছে রাজধানীতে ৷ এই নীতিতে লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার সঙ্গে দিল্লির কেজরিওয়ালের নেতৃত্বে আপ সরকারের গোলমাল বাধে ৷ আবগারি দুর্নীতিতে আপ নেতাদের ভূমিকা কতটা, তা জানতে লেফটেন্যান্ট গভর্নর পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেন ৷ আপ নেতা মনীশ সিসোদিয়া দিল্লির উপমুখ্যমন্ত্রী ৷ কেন্দ্রশাসিত অঞ্চলটির আবগারি মন্ত্রকের দায়িত্বও তাঁর উপর ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁকেও একাধিকবার জেরা করেছে ৷ তাঁর বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে ৷

এই আবগারি দুর্নীতি তদন্তে চার্জশিট পেশ করে সিবিআই ৷ তাতে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর মেয়ে কে কবিতার নাম উঠে আসে ৷ গত বছর ডিসেম্বর মাসে হায়দরাবাদের বানজারা হিলসে তাঁর বাড়িতে তল্লাশি অভিযান চালায় সিবিআই ৷ এই দুর্নীতিতে জড়িত থাকা নিয়ে তাঁর বয়ানও রেকর্ড করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ কে কবিতা ছাড়া অন্ধ্রপ্রদেশের শাসক দল ওয়াইএসআর কংগ্রেসের সাংসদ মাগুন্তা শ্রীনিবাসালু রেড্ডি, অরবিন্দ ফার্মার কর্ণধার সারথ রেড্ডির বিরুদ্ধে অভিযোগ উঠেছে ৷ সিবিআইয়ের অভিযোগ, দিল্লি আবগারি নীতিতে আবগারি ব্যবসায়ীদের (liquor vendor) লাইসেন্সের মূল্য কমিয়ে দেওয়া-সহ একাধিক সুযোগ পাইয়ে দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: দিল্লির আবগারি মামলায় সিবিআইয়ের চার্জশিটে নাম নেই সিসোদিয়ার, কটাক্ষ কেজরির

Last Updated : Feb 8, 2023, 11:21 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.