ETV Bharat / bharat

Case filed against Mamata Banerjee: মমতার বিরুদ্ধে মামলা, দোষ প্রমাণে হতে পারে সর্বোচ্চ 3 বছরের কারাবাস !

author img

By

Published : Mar 26, 2023, 2:22 PM IST

জাতীয় সঙ্গীতের অবমাননা (Defamation of National Anthem) করার অভিযোগে মামলা রুজু হয়েছে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে (Case filed against Mamata Banerjee) ৷ সোমবার বম্বে হাইকোর্টে (Bombay High Court) সেই মামলার শুনানি ৷

Case filed against Mamata Banerjee for alleged Defamation of National Anthem
মমতার বিরুদ্ধে মামলা

মুম্বই, 26 মার্চ: রাহুল গান্ধির সাজাপ্রাপ্তির ঘটনা (Rahul Gandhi Disqualification as MP) নিয়ে দেশজুড়ে শুরু হওয়া তোলপাড়ের মধ্য়েই এবার শুনানির মুখে পড়তে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা আরও এক বিজেপিবিরোধী দলের নেত্রী, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Case filed against Mamata Banerjee) ৷ তাঁর বিরুদ্ধে জাতীয় সঙ্গীতের অবমাননা (Defamation of National Anthem) করার মতো গুরুতর অভিযোগ তোলা হয়েছে ৷ এই মর্মে আগেই মুম্বইয়ের একটি আদালতে মামলা রুজু করা হয়েছিল ৷ যার ভিত্তিতে তৃণমূল নেত্রীকে সমন পাঠানো হয় ৷ সেই সমন চ্যালেঞ্জ করে পালটা বম্বে হাইকোর্টের (Bombay High Court) দ্বারস্থ হন মমতা ৷ সোমবার (27 মার্চ, 2023) মুম্বইয়ের উচ্চ আদালতে সেই মামলার শুনানি ৷

মুম্বইয়ের এক বাসিন্দা মমতার বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলাটি রুজু করেছেন ৷ তাতে বলা হয়েছে, 2021 সালের 1 ডিসেম্বর মুম্বই আসেন মমতা ৷ এখানে আয়োজিত একটি কর্মসূচিতে যোগ দেন তিনি ৷ সেই অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত গাওয়া হয় ৷ কিন্তু, জাতীয় সঙ্গীত শুরু হয়ে যাওয়ার পরও বেশ কিছুক্ষণ নিজের আসনে বসেছিলেন তৃণমূল সুপ্রিমো ৷ পরে অবশ্য উঠে দাঁড়ান তিনি ৷ এই ঘটনার প্রেক্ষিতেই মমতার বিরুদ্ধে 1971 সালের জাতীয় সঙ্গীত আইনের আওতায় মামলা রুজু করেন মুম্বইয়ের বাসিন্দা ওই ব্যক্তি ৷

মামলাকারীর বক্তব্য, মমতার অপরাধ গুরুতর ৷ তাই আদালত যেন তাঁর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করে ৷ আইন বলছে, জাতীয় সঙ্গীতের অবমাননা করলে দোষী ব্যক্তির কারাবাস পর্যন্ত হতে পারে ৷ বস্তুত, কেউ যদি ইচ্ছাকৃতভাবে জাতীয় সঙ্গীতের অবমাননা করেছেন বলে প্রমাণিত হয়, তাহলে সেই ব্যক্তিকে সর্বোচ্চ তিনবছরের জন্য জেলে যেতে হতে পারে ৷

আরও পড়ুন: 'প্রভু রাম ও পাণ্ডবরাও কি পরিবারতন্ত্রী ছিলেন ?' চেনা অস্ত্রেই বিজেপিকে ঘা প্রিয়াঙ্কার

মামলাকারীর অভিযোগের পালটা আবেদন করেছেন মমতা ৷ তাঁর দাবি, যে ব্যক্তি এই মামলা রুজু করেছেন, সংশ্লিষ্ট ঘটনার সময় তিনি সেখানে উপস্থিতই ছিলেন না ! বিভিন্ন টিভি চ্য়ানেলে ওই ঘটনা দেখেছিলেন তিনি ৷ যা আদতে এডিট করা কিছু ভিডিয়ো ৷ আর তার ভিত্তিতেই আদালতে মামলা ঠুঁকে দেন তিনি ! এই কারণেই মামলাটি খারিজ করে দেওয়ার আবেদন জানিয়েছেন মমতা ৷ পাশাপাশি, ওই ব্যক্তি যে দাবি করছেন, তা সঠিক নয় বলেও জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী ৷ সোমবার বম্বে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে এই মামলার শুনানি হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.