ETV Bharat / bharat

Parliament Budget Session : সংসদে বাজেট অধিবেশন শুরু আজ, পেগাসাস ইস্যুতে ঝড় ওঠার সম্ভাবনা

author img

By

Published : Jan 31, 2022, 7:19 AM IST

Parliament Budget Session
সংসদে বাজেট অধিবেশন শুরু আজ, পেগাসাস ইস্যুতে ঝড় ওঠার সম্ভাবনা

অধিবেশনের দ্বিতীয়দিন অর্থাৎ, মঙ্গলবার সংসদে 2022-23 অর্থবর্ষের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman will present the Union Budget tomorrow) ৷ আগামী 8 এপ্রিল পর্যন্ত চলবে এই অধিবেশন ৷

নয়াদিল্লি, 31 জানুয়ারি : সংসদে বাজেট অধিবেশন শুরু হতে চলেছে সোমবার ৷ দুই কক্ষে ভাষণের মধ্যে দিয়ে আজ অধিবেশনের সূচনা করবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President Ram Nath Kovind to address at the begining of the session) ৷ ভাইরাস গেরোয় অধিবেশনকে কেন্দ্র করে গৃহীত হয়েছে বিশেষ ব্যবস্থা ৷ প্রত্যেক অধিবেশনের সময় কমিয়ে আনা হয়েছে এক ঘণ্টা করে ৷

অধিবেশনের দ্বিতীয়দিন অর্থাৎ, মঙ্গলবার সংসদে 2022-23 অর্থবর্ষের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman will present the Union Budget tomorrow) ৷ আগামী 8 এপ্রিল পর্যন্ত চলবে এই অধিবেশন ৷ এর মধ্যে 31জানুয়ারি থেকে 11 ফেব্রুয়ারি প্রথম অংশে অনুষ্ঠিত হবে 10টি অধিবেশন ৷ আগামী 14 মার্চ থেকে দ্বিতীয় পর্বে শুরু হবে 18টি অধিবেশন ৷

আজ বেলা 11টায় সংসদের উভয় কক্ষে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণ দিয়ে শুরু হবে বাজেট অধিবেশন ৷ এরপর গত আর্থিক বর্ষে বাজেটের সমীক্ষা পেশ করবেন নির্মলা সীতারমন ৷ আগামিকাল বেলা 11টায় লোকসভায় বাজেট পেশ করবেন তিনি ৷ সোমবার বিকেল 5টায় রাজ্যসভার সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেবেন চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইড়ু ৷ জানাবেন বাজেট অধিবেশন উদ্দেশ্য ৷ কোভিডের কারণে আগামী 2 ফেব্রুয়ারি থেকে সংসদের উভয় কক্ষে অধিবেশন চলবে ভিন্ন সময়ে ৷ সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় অধিবেশন চলবে সকাল 10টা থেকে বিকেল 3 পর্যন্ত ৷ আর নিম্নকক্ষ লোকসভায় অধিবেশন চলবে বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত ৷ এদিকে বাজেট অধিবেশন পেগাসাস ইস্যুতে ঝড় উঠতে পারে ৷ পাশাপাশি ভারত-চিন সীমান্ত সংক্রান্ত ইস্যু, কৃষক সমস্যার কথাও উত্থাপন করতে পারে বিরোধীরা ৷

আরও পড়ুন : Union Budget 2022-23 : আগামী মঙ্গলবার সংসদে বাজেট পেশ নির্মলা সীতারামনের

সম্প্রতি নিউ ইয়র্কের একটি মিডিয়া রিপোর্ট দাবি করেছে 2017 ইজরায়েলের সঙ্গে ভারতের যে 2 বিলিয়ন মার্কিন ডলারের প্রতিরক্ষা চুক্তি হয়েছিল, তার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল পেগাসাস। সেই চুক্তির অংশ হিসেবে ভারত পেগাসাস স্পাইওয়্যার কিনেছিল বলে দাবি করা হয়েছে ওই মিডিয়া রিপোর্টে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.